মোহাম্মদ বরকতুল্লাহ
মোহাম্মদ বরকতুল্লাহ কবে জন্মগ্রহণ করেন? — ২ রা মার্চ, ১৮৯৮।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — ঘোড়াশাল, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
তিনি মূলত কী ছিলেন? — গদ্যশিল্পী।
তাঁর রচিত বিখ্যাত গদ্যগ্রন্থগুলোর নাম কী? — 'পারস্য প্রতিভা' (১ম খণ্ড ১৯২৪, ২য় খণ্ড ১৯৩২) ও 'মানুষের ধর্ম' (১৯৩৪)।
পাকিস্তানে রেডিও টেলিভিশনে রবীন্দ্র সংগীত প্রচার বন্ধের বিতর্কে তাঁর অবস্থান কী ছিল? — তিনি বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত প্রচারে তিনি পাকিস্তানের সিদ্ধান্তের পক্ষে মত দেন।
তাঁর রচনার জন্য তিনি কী কী পুরস্কার লাভ করেন? — বাংলা একাডেমি পুরস্কার (১৯৬০), 'নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ' গ্রন্থের জন্য দাউদ পুরস্কার (১৮৬৩), সিতারা–ই–ইমতিয়াজ উপাধি (১৯৬২) ও প্রেসিডেন্ট এওয়ার্ড পারফরমেন্স পদক (১৯৭০)।
তিনি কবে মৃত্যুবরণ করেন? — ২রা নভেম্বর, ১৯৭৪।