Charles Darwin
জীবন কথা : চার্লস ডারউইনের জন্ম ১২ ফেব্রুয়ারি, ১৮০৯ সালে ইংল্যান্ডের শ্রুসবেরিতে (Shrewsbury) এবং ১৯ এপ্রিল, ১৮৮২ সালে তিনি মৃত্যুবরণ করেন।
সাহিত্যকর্ম : তাঁর বিখ্যাত 'দি ওরিজিন অব স্পেসিস' (The Origin of Species) ১৮৫৯ সালে প্রকাশিত হয়। ১৮৫১ সালে তিনি প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণা করার উদ্দেশ্যে দক্ষিণ আমেরিকায় চলে যান। [HMS Beagle (বিগল) জাহাজে]
উল্লেখযোগ্য উপন্যাস :
- The Voyage of the Beagle (দি ভয়েজ অব দি বিগল)
- The Origin of Species (দি ওরিজিন অব স্পেসিস)
- The Descent of Man (দি ডিসেন্ট অব ম্যান)
- The Variation of Animal and Plant (দি ভেরিয়েশন অব এনিমেল এন্ড প্লান্ট)
- Copely Medal (কপলি মেডাল)
- Royal Medal (রয়াল মেডাল)
- Wollaston Medal (উলাসটন মেডাল)
W.M. Thackeray
জন্ম কথা : উইলিয়াম মেকচেপ (Makepeace) থ্যাকারে ১৮১১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৮৬৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য উপন্যাস :
- Men's Wives (মেনস ওয়াইভস্)
- Pendennis (পেনডেন্নিস), ১৮৪৮–১৮৫০
- The Newcomes (দি নিউকামস), ১৮৫৫
- The Virginians (দি ভার্জিনিয়াস), ১৮৫৯
- Catherine (ক্যাথোরিন, এটি তাঁর প্রথম উপন্যাস)
- The Yellow Plush Papers (দা ইয়োলে প্লাস পেপারস)
- Vanity Fair (ভ্যানিটি ফেয়ার), ১৮৪৮
অনুশীলন (বিসিএস / ব্যাংক / পিএসসি / ভার্সিটি) পরীক্ষার জন্য—
1. Who is the author of 'The Origin of Species'?
Ans : Charles Darwin
2. Who formulated a theory of evaluation by natural selection?
Ans : Charles Darwin
3. Who is the writer of 'Vanity fair'?
Ans : William M. Thackeray