Charles Dickens
(চার্লস ডিকেন্স)
জীবন কথা : চার্লস ডিকেন্সের জন্ম ৭ ফেব্রুয়ারি ১৮১২ সালে এবং মৃত্যু ৯ জুন, ১৮৭০ সালে।
কর্মজীবন : তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে মাত্র ১১ বছর বয়সে রাস্তায় রাস্তায় গান গেয়ে অর্থ উপার্জন করতেন। ১৮৩২ সালে তিনি একটি সান্ধ্যো পত্রিকায় সাংবাদিকতার কাজ পান। ১৮৩৪ সালে 'মর্নিং ক্রনিকেল' পত্রিকার সাংবাদিকতা নিযুক্ত হন।
সাহিত্যকর্ম : চার্লস ডিকেন্স প্রায় ২০ টি উপন্যাস রচনা করেছেন। দু' একখানা নক্সাচিত্রও আছে তাঁর।
উপাধি : তিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস (Novel) :
- A Tale of Two cities (এ টেল অব টু সিটিজ)
- Barnaby Rudge (বারনাবাই রুজ)
- David Copperfield (ডেভিড কপারফিল্ড)
- Great Expectation (গ্রেট এক্সপেকটেশন)
- A Christmas Carol (এ ক্রিসটোমাস ক্যারল)
- Pick wike Papers (দি পিকউইক পেপারস)
- Hard Times (হার্ড টাইমস)
- Joant of Arc (জন্ট অব আর্ক)
- Little Drarrit (লিটল ডেরিট)
- Oliver Twist (অলিভার টুইস্ট)
- Our Mutual Friend
- The Old Curiosity Shop
- Bleak House (ব্লিক হাউস)
অনুশীলন (বিসিএস / ব্যাংক / ভার্সিটি / পিএসসি) পরীক্ষার জন্য—
Q : ''David Copperfield'' is a/a ____ novel.
A : Victorian
Q : London town is found a living being in the works of ____.
A : Charles Dickens
Q : 'A Tale of two cities' is a novel by —
A : Charles Dickens
Q : Charles Dickens is a great —
A : Novelist
Q : Who wrote the two famous novels, 'David Copperfield' and 'A tale of Two cities'?
A : Charles Dickens
Q : The book ''Oliver Twist'' was written by—
A : Charles Dickens
Q : Who is the writer of famous Drama 'Joan of Arc'?
A : Charles Dickens
Q : 'The Mystery of Edwin Drood'' is a/ an—
A : Novel
Q : Who wrote ''Hard times''?
A : Charles Dickens