কমনওয়েলথ যুগ
The Commonwealth Period
(১৬৪৯–১৬৬০)
১৬৪৯ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়ে ১৬৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ১১ বছরকে ইংরেজি সাহিত্যের The Commonwealth Period বলা হয়। এ সময় Oliver Cromwell ইংল্যান্ডের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। এই সময়ে ইংল্যান্ডে কোনো রাজতন্ত্র ছিল না কারণ এই সময়ে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে Commonwealth বা গণতন্ত্র চালু ছিল।
এই যুগের প্রধান ঘটনাসমূহ :
- কমনওয়েলথ যুগের কবিতা মানেই Metaphysical কবিতা
- রাজতন্ত্রের বিলুপ্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা।
The Commonwealth Period যুগের প্রধান প্রধান কয়েকজন সাহিত্যিক এর নাম ও তাদের সাহিত্যকর্ম :
(1) Jeremy Taylor (1613–1667)
- Holy Living (1650), a sermon in prose
- Holy Dying (1651), a sermon in prose
(2) Thomas Hobbes (1588–1679)
- A political Philosopher
- Leviathan (1651)