ফয়েজ আহমদ
ফয়েজ আহমদ কবে জন্মগ্রহণ করেন? — ১৯৩২ সালের ২রা মে।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — বিক্রমপুরের বাসাইলভোগ এলাকায়।
তিনি মূলত কী ছিলেন? — সাংবাদিক ও লেখক। তিনি লেখক হিসবে মূলত শিশুতোষ গ্রন্থ লিখতেন।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের নাম উল্লেখ কর।
শিশুতোষ : 'হাতে খড়ি' (১৯৫৪), 'জোনাকি' (১৯৫৬), 'তা ধিনতা' (১৯৬৩), 'পুতলী' (১৯৬৪), 'বোকা আইভান' (১৯৭৬), 'বিন্দু' (১৯৮৪), 'তুলির সাথে লড়াই' (১৯৮৬), 'হারিয়ে যাওয়া' (১৯৮৮), 'জুড়ি নেই' (১৯৮৮), 'বাজনা কিসের' (১৯৯০), 'বাছাই করা শতকে ছড়া' (১৯৯০), 'রুদ্র ঢাকা' (১৯৯০), বেছে বেছে নেওয়া কবিতার খেয়া' (১৯৯১), 'প্রতিবাদের ছড়া' (১৯৯৫), 'তারাদের সাথে' (১৯৯৫), 'টিউ টিউ' (১৯৯৭) ইত্যাদি।
প্রবন্ধ : 'পিকিং থেকে বলছি' (১৯৬৭), 'চীনে ক্রান্তিকাল' (১৯৮১), 'মধ্যরাতের অশ্বারোহী' (১৯৮২), 'সত্যবাবু মারা গেছেন' (১৯৮৪), 'চলমান রাজনীতি' (১৯৯৪) ইত্যাদি।
তিনি কী কী পুরস্কার লাভ করেন? — বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৬), ভাসানী স্মৃতি পুরস্কার (১৯৮০), একুশে পদক (১৯৯১), ঋষিজ সম্মাননা (১৯৯২), শিশু একাডেমি পুরস্কার (১৯৯৭)।
তিনি কবে মৃত্যুবরণ করেন? — ২০ শে ফেব্রুয়ারী, ২০১২।