George Bernard Shaw
(জর্জ বার্নাড শ)
জীবন কথা : আইরিশ নাট্যকার, জর্জ বার্নাড শ ২৬ জুলাই, ১৮৫৬ সালে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং ২ নভেম্বর, ১৯৫০ সালে সুদীর্ঘ ৯৪ বছরের জীবনের ব্যাপ্তির অবসান ঘটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাহিত্য ও কর্ম : কর্ম জীবনের শুরুতে তিনি চাকরী করতেন। মাঝ বয়স থেকে চাকরী (সাংবাদিকতা ও বিজ্ঞাপন) ছেড়ে দিয়ে তিনি সাহিত্যের প্রতি ঝোঁকেন এ নাটক লিখতে শুরু করেন।
উপাধ : উইলিয়াম শেক্সপীয়রের পর সবচেয়ে বিখ্যাত নাট্যকার (The greatest dramatist after William Shakespeare) ভাবা হয় জর্জ বার্নাড শ কে। ১৯২৫ সালে লাভ করলেন নোবেল পুরস্কার (Nobel Prize)।
তাঁর উল্লেখযোগ্য নাটকসমূহ :
- Arms and the Man (আর্মস এন্ড দি ম্যান), ১৮৯৪
- Caesar and Cleopatra (সিজার এন্ড ক্লিওপ), ১৯০১
- Candida (ক্যানডিডা), ১৮৯৪
- Heartbreak House (হার্টব্রেক হাউস), ১৯১৯
- Major Barbara (মেজর বারবারা), ১৯০৫
- Man and Superman (ম্যান এন্ড সুপারম্যান), ১৯০৩
- Pygmalion (পিগমেলিয়ন), ১৯১৩
- Saint Joan (সেন্ট জোয়ান), ১৯২৩
- The Devil's Disciple (দি ডেভিলস্ ডিসাপিলস), ১৮৯৭
- The Philanderer (দি ফিলানডারার), ১৮৯৩
- Widowers' Houses (উইডোয়ার্স হাউসেস), ১৮৯২
- You Never Can Tell (ইউ নেভার ক্যান টেল), ১৮৯৭
সহজে ছন্দের মাধ্যমে মনে রাখার টেকনিক :
Candida তার বন্ধু Philanderer কে বলল— তুমি কখনও বলতে পারবে না (You can Never Tell) যে, Widowers' Houses এ (বিধবাদের বাড়িতে) Devil's Disciple (শয়তানের নিয়মানুবর্তিতা) বজায় থাকে না। কারণ সেখানে, Major Barbara, The Doctor's Dilemma ও Saint Joan এই তিন বিখ্যাত কুলাঙ্গাররা Man শব্দযুক্ত G. B. Shaw এর ২ টি নাটক— ১. Arms and the Man এবং ২. Man and Superman প্রদর্শন করে। নাটক দুটির জুটি Caesar and Cleopatra অন্ধকার রাতেvPygmalion করে, যা দেখে সবাই হার্টফেল করে মারা যায়, বিধায় বিধবা বাড়ীটির নাম হয়— The Heartbreak House।
অনুশীলন (বিসিএস / ব্যাংক / ভার্সিটি / পিএসসি) যে কোনো পরীক্ষার জন্য :
Q : The Play, ''Candida'' is by—
A : G. B. Shaw
Q : The play ''Arms and the Man'' is by—
A : G. B. Shaw
Q : ''Man and Superman'' is a/ an —
A : drama
Q : Who is the greatest modern English dramatist?
A : George Bernard Shaw (G. B. Shaw)
Q : George Bernard Shaw is —
A : a playwright.
Q : ''Caesar and Cleopatra'' is—
A : A play by G. B. Shaw
Q : Who is the author of the drama ''You can never Tell''?
A : G. B. Shaw