নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড
নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড কবে জন্মগ্রহণ করেন? — ২৫ শে মে, ১৭৫১ খ্রিষ্টাব্দে।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — ওয়েস্টমিনিস্টার, অক্সফোর্ড।
তিনি কি কারণে উল্লেখযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন? — বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনার কারণে।
তাঁর ব্যাকরণের নাম কী? — 'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' (১৭৭৮)।
এই ব্যাকরণ কেমন ছিল? — এটি বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ। গ্রন্থটি মূলত ইংরেজি ভাষায় রচিত। তবে দৃষ্টান্ত দেবার সময় গ্রন্থের কিছু কিছু অংশ বাংলাতে লিপিবদ্ধ হয়েছে।
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি? — 'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' (১৭৭৮)।
তিনি ছাত্রাবস্থায় কী কী ভাষা শিক্ষা লাভ করেন? — আরবি ও পারসি ভাষা।
তিনি তৎকালীন বড় লাট ওয়ারেন হেস্টিংসের উপদেশে কী করেন? — হিন্দু আইনের সংক্ষিপ্ত সার 'A Code of Gentoo Laws' অনুবাদ করেন।
তিনি অবসর সময়ে কি করতেন? — কবিতা রচনা।
তাঁর রচিত বহু রচনা কোথায় প্রকাশিত হয়? — 'মর্নিং ক্রনিকলে।'
তিনি কোন নামে অধিক পরিচিত? — এন. বি. হ্যালহেড।
তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৮ ই ফেব্রুয়ারী, ১৮৩০ খ্রিষ্টাব্দে।