সাধারণ জ্ঞান : The Jacobean Period - জ্যাকবীয়ান যুগ (১৬০৩–১৬২৫)

The Jacobean Period
জ্যাকবীয়ান যুগ
(১৬০৩–১৬২৫)

১৬০৩ খ্রিঃ থেকে শুরু করে ১৬২৫ খ্রিঃ পর্যন্ত মোট ২২ বছরকে ইংরেজি সাহিত্যের The Jacobean Period (1603–1625) বলা হয়। রাজা James–I এর নামানুসারে এই যুগের নামকরণ করা হয়েছে Jacobean Period। রাণী Elizabeth ১৫৫৮ সালে ক্ষমতায় আসেন এবং ১৬০৩ সালে মৃত্যুবরণ করেন। রাণী এলিজাবেথ এর মৃত্যুর পর তিনি James–IV উপাধি ধারণ করে ইংল্যান্ডের সিংহাসনে বসেন। তিনি মূলত স্কটল্যান্ডের রাজা ছিলেন। এ যুগের সাহিত্যিকদেরকে Dr. Samuel Jonson মেটাফিজিক্যাল কবি বলে আখ্যায়িত করেছেন। Metaphysical শব্দের অর্থ দৈহিক বিষয় মুক্ত। [Meta = ছাড়া; Physical = দৈহিক] এ যুগের লেখকরা লিখেছেন Love, Religion, Soul, God, Life, Death ইত্যাদি সম্পর্কে। 

এ যুগের প্রধান প্রধান কয়েকজন সাহিত্যিক এর নাম এক নজরে— 

(1) John Donne (1572–1631)
  • মেটাফিজিক্যাল কবি
  • Poet of Love 

(2) John Webster (1580–1634)
  • দ্য হোয়াইট ডেভিল ও দ্যা ডাসেস অব মালফি দুটি বিখ্যাত নাটক। 

(3) King Jamea–I 
  • Known as the wisest Fool
  • The translation of bible into English (1611)

(4) Cyril Tourneur (1557–1626)
  • The Revenge's Tragedy (1600)
  • The Atheist's Tragedy (1611) 

Though Shakespeare wrote twelve (12) serious plays in this period, he is never called the Jacobean period dramatist. 

নিচে ধারাবাহিকভাবে কয়েকজন বিশেষ লেখকদের জন্ম, মৃত্যু, সাহিত্য–কর্ম ইত্যাদির বিস্তারিত বর্ণনা দেওয়া হলো— 

John Donne
(জন ডান)

জীবন কথা : জন ডান ১৫৭২, ২২ জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। সেন্টপলস গীর্জার উপাচার্য হয়েছিলেন যা কোনো ইংরেজ কবি হতে পারেন নি। ৩১ মার্চ, ১৬৩১ সালে তিনি মৃত্যুবরণ করেন। 

মতামত/দর্শন : জন ডান সেই যুগের প্রেম সম্পর্কিত প্লেটোনিক ধারাকে ব্যঙ্গ করেন, তাঁর মতে, " প্রেম হল বসন্তের আগুন, শীতেও যার উত্তাপ এতটুকু কমে না।" প্রেম সম্পর্কে তাঁর ধারণা ছিল— " Love is not so pure, and abstract, as they use to say " অর্থাৎ প্রেম দেহ–সম্ভোগহীন কোনো বস্তু নয়।" 

উপাধি : জন ডান  (Father/ Leader of Metaphysical poet)
  • "The greatest Love poet/ Poet of Love" এবং 
  • The poet of Religion হিসেবে বিবেচনা করা হয়।

নিচে তাঁর কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম দেখুন : 

(১) কাব্যগ্রন্থ সমূহ 
  • Verse Letters 
  • Pseudo – Martyr 
  • Biathanatos 

(২) কবিতা সমূহ
  • The Canonization (পবিত্রকরণ)
  • Wickham Garden
  • A Valediction; Forbidding Mourning (বিদায় বেলায় দুঃখ নিষেদ)
  • Go and catch a Falling star 
  • The Good Morrow (শুভ সকাল)
  • Nocturnal Upon St. Lucy's day 
  • The Sun Rising (কবিতায় কবি সূর্যকে তিরস্কার করেন)
  • The Flea 
  • The Undertaking  

বিগত + নতুন ধরনের কিছু প্রশ্ন + সমাধান— 
Q : John Donne was _____. 
A : a metaphysical poet. 

Q : Who was wrote the poem "The Good Morrow"?
A : John Donne 

Q : Who is called the religious poet?
A : John Donne 

Q : Who was a metaphysical poet and a clergyman? 
A : John Donne & George Herbert. 

John Webster
(জন ওয়েবস্টার)

জীবন কথা : জ্যাকবীয়ান যুগের একজন বিখ্যাত লেখক জন ওয়েবস্টার। তাঁর জন্ম–মৃত্যু (১৫৮০–১৬৩৪)। তবে তাঁর জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় নি।

সাহিত্যকর্ম : নিচের বিখ্যাত ট্রাজেডির জন্য তিনি ইংরেজি সাহিত্যে অমর হয়ে আছেন। 
  • The Duchess of Malfi (মালফির পত্নী)
  • The White Devil (সাদা শয়তান)
  • The Devil's Law case (শয়তানের আইনি মামলা)
মনে রাখার সহজ টেকনিক : মালফির পত্নী (Duchess of Malfi) –White Devil কে Devil's Law case এ ঝুলাল। 

বিগত + নতুন ধরনের কিছু প্রশ্ন + সমাধান—
Q : "The White Devil" is a play by ___. 
A : John Webster 

Q : "The Devil's Law case" by John Webster is a ___. 
A : comedy

Q : Who proclaimed himself as the heir to the Shakespeare at the Globe Theatre?
A : John Webster.
Post a Comment (0)
Previous Post Next Post