John Keats
(জন কিটস)
জীবন কথা : ১৮ শতকের কবি জন কিটস ৩১ অক্টোবর, ১৭৯৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন। ১৮২১ সালের ২৩ ফেব্রুয়ারি সৌন্দর্যপিপাসু কবি মাত্র ২৫ বছর বয়সে যক্ষ্মারোগে (Tuberculosis) আক্রান্ত হয়ে ইতালির রোম শহরে মৃত্যুবরণ করেন।
উপাধি :
- তাঁকে খাঁটি কবি (A Pure Poet) বলা হয়।
- জন কিটস ছিলপন সৌন্দর্যের পূজারি (Worshipper of Beauty)
- তাঁকে ইংরেজি সাহিত্যের সৌন্দর্যের কবি (Poet of Beauty) বলা হয়।
- তাঁকে ইংরেজি সাহিত্যের ইন্দ্রিয় গ্রাহ্যতার কবিও (Poet of Sensuousness) বলা হয়।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ :
- Endymion, 1818 (এন্ডামিয়ন)
- Poems, 1817
- Isabella, 1820, (ইসাবেলা)
- Hyperion, 1820 (হাইপেরিয়ান)
- La bella Dame Sanas Merci
- Lamia and other Poem, 1820
উল্লেখযোগ্য কবিতা :
- Imitation of Spenser (1st) (ইমটেশন অব স্পেনসর)
- Ode on a Grecian urn (ওড অন এ গ্রেসিয়ান আর্ন)
- Ode on Melancholy (ওড অন মেলানকলি)
- Ode to a Nightingale (ওড এ নাইটিঙ্গেল)
- Ode to Autum (ওড টু অটাম)
- Ode to Psyche (ওড টু সাইকি)
মনে রাখার সহজ টেকনিক : দেখুন সবগুলো কবিতাই Ode শব্দ দ্বারা শুরু— তবে Ode to Liberty, Ode to a Skylark এবং Ode to the west wind হলো পি. বি. শেলীর কবিতা।
জন কিটসের শ্রেষ্ঠ এবং ইংরেজি সাহিত্যের অনবদ্য সৃষ্টি 'On First Looking into Chapman's Homer'। নিম্নে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হলো—
''On First Looking into Chapman's Homer''
Much have l traveled in the reaslms of gold.
And many goodly states and kingdoms seen:
Round many western islands have I been
Which bards in feelty to Apollo hold.
বাংলা অনুবাদ :
সোনালি রাজ্যে অনেক করেছি আমি ভ্রমণ
এবং দেখেছি অনেক ভালো দেশ ও রাজ্য
অনেক পশ্চিমা দ্বীপে গিয়েছি আমি
যে কবিরা অ্যাপেলোর নিয়ন্ত্রণের অধিনে।