John Milton
(জন মিলটন)
জীবন কথা : "Epic Poet" জন মিলটন, তাঁর জন্ম–মৃত্যু (১৬০৮–১৬৭৮)। তিনি ১৬৫২ সালে অন্ধ হন।
শিক্ষাজীবন : তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ভ্রমণকাহিনী : মিলটনের আকাঙ্ক্ষা ছিল রোম পরিভ্রমণের। তিনি ভ্রমণ করলেন প্যারিস, নাইস ও ফ্লোরেন্স, রোম এবং এখানেই তিনি বিজ্ঞানী গ্যালিলিওর সাথে সাক্ষাত করেছিলেন।
কর্মজীবন : কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে 'Instructor' হিসেবে কর্মভার গ্রহণের অনুরোধে তিনি প্রত্যাখান করেন। ১৬৪৯ সালে প্রজাতন্ত্রী সরকারের ল্যাটিন সেক্রেটারি পদ গ্রহণ করেন।
রাজকাহিনী : ইংল্যান্ডের রাজতন্ত্রের বিরুদ্ধে পিউরিটানদের সংগ্রামে মিলটন পদচ্যুত হলে তাঁর সমস্ত রচনাকে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। অন্ধত্বের কারণে তাঁকে নিষ্কৃতি দেওয়া হয়।
উপাধি : তাঁকে The Great Master of Verse বলা হয়। (বাংলার মিলটন বলা হয় হেমচন্দ্র কে)।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম (কাব্যগ্রন্থসমূহ) সমূহ নিম্নে উল্লেখ করা হলো—
(১) বিখ্যাত Epic
- Paradise Lost (1667)
- Paradise Regained (1671)
(২) বিখ্যাত Elegies
- Lycidas (1637)
- Song of Shakespeare
(৩) বিখ্যাত Drama
- Comus (1634)
- Samson Agonistes
(৪) বিখ্যাত Prose
- Of Education (1644)
- Areopagitica (1644)
(৫) বিখ্যাত Sonnet
- On His Blindness
- On the late Massacre
সহজে মনে রাখার টেকনিক : মিল্টন কাব্যে Comus ও Samson দুই বন্ধু blindness বা অন্ধত্বের কারণে এবং Massacre বা গণহত্যার দায়ে Paradise Lost করল। তারপর Paradise Regained এর জন্যে (অ্যারিওপ্যাজিটিকা) Aeropagitica গ্রন্থ পড়ে Of Education এর মাধ্যমে Lycidas ও Song of Shakespeare নামে কাব্য লিখল।
(২) বিখ্যাত উক্তিসমূহ
- Better to reign in the hell than serve in the heaven.
- Childhood shows the man, as the morning shows the day.
- Death is the golden key that opens the palace of eternity.
John Milton এর বিখ্যাত কাব্যগ্রন্থ এবং ইংরেজি সাহিত্যের অনবদ্য সৃষ্টি হলো "Paradise Lost"। নিম্নে ইহা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হলো—
Paradise Lost (১৬৬৭)
মিলটনের এই মহাকাব্যের বিষয়বস্তু হলো বাইবেল। এই মহাকাব্যটিতে নিষিদ্ধ ফল চহার করার ফলে স্বর্গ থেকে বিতাড়নের কাহিনী নিয়ে রচনা করা হয় এই মহাকাব্য। বর্ণিত কাব্যে ঈশ্বরের সৃষ্ট এডাম ও ইভ কর্তৃক জ্ঞানবৃক্ষের কাহিনীর মূলে এডাম ও ইভ এর ঘটনা থাকলেও এখানে ঈশ্বর ও শয়তানের বিবাদকে কেন্দ্র করেই মূল কাহিনী আবর্তিত হয়েছে।
মিলটন রাজতন্ত্রের দুঃখসহ ব্যথা নিয়ো ঈশ্বেরের বিধি বিধানকে স্মরণ করেছেন— 'To justify the ways of God to man' এই মহাকাব্যটিতে।
বিগত বছরের কিছু প্রশ্ন
Q : Who is the English 'Epic' poet?
A : John Milton
Q : John Milton was called the 'great master of _____?
A : Verse
Q : Who wrote 'Paradise Lost'?
A : John Milton
Q : 'Paradise Lost' attempted to–
A : Justify the ways of God to man.