Joseph Conrad
জোসেফ কনরাড
জীবন কথা : Joseph Conrad (জোসেফ কনরাড) আধুনিক ছিলেন আধুনিক যুগের অন্যতম একজন ঔপন্যাসিক। সমুদ্রের প্রতি প্রবল আগ্রহশীল জোসেফ কনরাড ৩ ডিসেম্বর, ১৮৫৭ সালে পোলান্ডে জন্মগ্রহণ করেন এবং তিনি ৩ আগস্ট, ১৯২৪ সালে মৃত্যুবরণ করেন।
কর্ম জীবন : ১৮৭৪ সালে যোগ দেন ফরাসি মার্কেন্টাইল মেরিনে। ১৮৭৪ সালে যোগ দেন ব্রিটিশ মার্চেন্ট সার্ভিসে।
ভ্রমণ কাহিনী : তিনি প্রায় ১৫ বছর অস্ট্রেলিয়া, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ ভ্রমণ করেন।
উপাধি : তাঁকে আধুনিক ইংরেজি সাহিত্যের একজন অন্যতম ঔপন্যাসিক ভাবা হয়।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস (Novel) :
- Almayer's Folly (অলমায়ার্স ফলি), ১৮৯৫
- Heart of Darkness (হার্ট অব ডার্কনেস), ১৯০২
- Lord Jim : A Tale (লর্ড জিম : এ টেল), ১৯০০
- Nostromo (নসট্রোমো), ১৯০৪
- The Nigger of the Narcissus (দি নিগার অব দি নারসিসাস), ১৮৯৮
- The Secret Agent (দি সিক্রেট এজেন্ট), ১৯০৭
- Typhoon (টাইফুন), ১৯০৩
- The End of the Tether (দা এন্ড অব দা থেথর), ১৯০২
- The Mirror of the Sea (দা মিরর অফ দা সি), ১৯০৬
অনুশীলন (বিসিএস / ব্যাংক / ভার্সিটি / পিএসসি) যে–কোনো পরীক্ষার জন্য —
Q : ''Almayer's Folly'' is a/ an—
A : Novel
Q : Who wrote the book ''Lord Jim: A Tale''?
A : Joseph Conrad
Q : Who wrote ''Heart of Darkness''?
A : Joseph Conrad
Q : Who was famous for sea stories as he worked as a sailor?
A : Joseph Conrad
Q : Who wrote the short story, ''Thr Idiots''?
A : Joseph Conrad
Q : Who wrote ''The Mirror of the Sea''?
A : Joseph Conrad
Q : Who wrote ''The Secrete Agent''?
A : Joseph Conrad