Lord Byron
(লর্ড বায়রন)
জীবন কথা : লর্ড বায়রন ১৭৮৮ সালের ২২ জানুয়ারি লন্ডন শহরের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে পিতামহের সূত্রে তিনি লর্ড উপাধি পেয়েছিলেন। তিনি জন্ম খোঁড়া ছিলেন কিন্তু তাঁর অপার দৈহিক সৌন্দর্য ছিল। তিনি ১৮২৪ সালের ১৯ এপ্রিল, জ্বরে (fever) আক্রান্ত হয়ে গ্রীসে মারা যান। তাঁর পুরো নাম— জর্জ গর্ডন বায়রন (George Gorden Byron)।
শিক্ষা জীবন : তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন।
উপাধি :
- He is regarded as the greatest British poet.
- আর গ্যেটে বলেছিলেন— "বায়রন শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভা।"
- তাঁকে বিদ্রোহী রোমান্টিক কবি (Rebel Poet in English Literature) বলা হয়।
- বায়রনের মৃত্যুতে কবি টেনিসন বলেছিলেন— "আজ পৃথিবীর সব আলো মুছে গেল।"
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ :
- Childe Harold's Pilgrimage
- Don Juan
- English Bards and Scotch Reviewers
- Heaven and Earth
- Hours of Idleness
- She Walks in a beauty
- The Vision of Judgement