মোহাম্মদ লুতফর রহমান
মোহাম্মদ লুতফর রহমান কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৮৮৯ সালে বর্তমান মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে।
তাঁর পৈতৃক নিবাস কোথায়? — মাগুরা জেলার হাজিপুর গ্রামে।
তাঁর পিতার নাম কী? — সরদার মইনউদ্দিন আহমেদ।
তিনি আর কী নামে পরিচিত? — ডাক্তার লুতফর রহমান। (লক্ষণীয় : তিনি 'লুতফর' বানান লিখতেন 'লুৎফর' বানান তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়।)
তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু? — মাগুরা স্কুল থেকে এন্ট্রাস পাস করে হুগলি মহসিন কলেজে ভর্তি হন। কিন্তু লেখাপড়া অব্যাহত রাখেন নি। অনেক পরে হোমিওপ্যাথিক এইচ. এম.বি পাস করে হোমিও ডাক্তারিতে নিয়োজিত হন।
লুতফর রহমান সমাজ পরিত্যক্ত নারীদের জন্য কোন কোন সংগঠন প্রতিষ্ঠা করেন এবং কোথায়? — 'নারীবিদ্যা বিদ্যালয়' এবং 'নারীতীর্থ', কলকাতায়।
এ প্রতিষ্ঠান দুটির সভাপতি করা হয় কাকে? — রোকেয়া সাখাওয়াত হোসেনকে।
মোহাম্মদ লুতফর রহমান কোন কোন পত্রিকা সম্পাদনা করেন? — 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা', 'সহচর', 'নারীশিক্ষা'।
প্রকাশকালসহ মোহাম্মদ লুতফর রহমান রচিত গ্রন্থাবলির নাম লেখ।
প্রবন্ধগ্রন্থ : 'উচ্চজীবন' (১৯১৯), 'মহৎজীবন' (১৯২৬), 'উন্নতজীবন' (১৯২৭), 'মানবজীবন' (১৯২৭), 'সত্যজীবন' (১৯৪০)।
উপন্যাস : 'পথহারা (১৯১৯), 'রায়হান' (১৯১৯), 'প্রীতি উপহার' (১৯২৭)।
শিশুসাহিত্য : 'রানী হেলেন' (১৯৩৪) ইত্যাদি।
মোহাম্মদ লুতফর রহমানের সাহিত্যসাধনার লক্ষ্য কী ছিল? — মানুষের নৈতিক চেতনাজাগ্রত উন্নত করাই ছিল তাঁর সাহিত্য সাধনার মূল লক্ষ্য। তাঁর প্রবন্ধাবলি সহজবোধ্য কিন্তু গভীর ভাবযুক্ত।
তিনি কী হিসেবে খ্যাত? — চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে।
তিনি কবে, কোথায় মৃত্যুবরণ করেন? — ১৯৩৬ সালের ৩১ শে মার্চ নিজ নিবাস মাগুরার হাজিপুর গ্রামে।