মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কবে জন্মগ্রহণ করেন? — অনুমান করা হয় তিনি ১৭৬২ সনে জন্মগ্রহণ করেন।
তিনি মূলত কী ছিলেন? — লেখক। পরে উইলিয়াম কেরীর ঘনিষ্ঠ সহযোগী।
তাঁর রচিত গ্রন্থাবলির নাম কী কী? — 'বত্রিশ সিংহাসন' (১৮০২), 'হিতোপদেশ' (১৮০৮), 'রাজাবলী' (১৮০৮), 'বেদান্তচন্দ্রিকা' (১৮১৭), 'প্রবোধচন্দ্রিকা' (১৮১৩)।
'বত্রিশ সিংহাসন' গ্রন্থের পরিচয় দাও। — বত্রিশ সিংহাসন' (১৮০২) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অনূদিত কাহিনি সংকলন। বাংলা গদ্যের আদিপর্বের ইতিহাসে এই রচনাটি উল্লেখযোগ্য।
তাঁর প্রধান কৃতিত্ব কী? — বাংলা গদ্যের সূচনা পর্বে তিনি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন।
তিনি কতসালে মৃত্যুবরণ করেন? — ১৮১৯ সনে।