মুহম্মদ মনসুর উদ্দীন
মুহম্মদ মনসুর উদ্দীন কবে জন্মগ্রহণ করেন? — ১৯০৪ সালের ৩১ শে জানুয়ারি।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — পাবনার মুদারিপুরে।
তিনি মূলত কী ছিলেন? — লোকসাহিত্য বিশেষজ্ঞ, লেখক ও শিক্ষাবিদ।
তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? — মাসিক 'মাহেনও' (১৯৪৯) পত্রিকার।
তিনি কী ছিলেন? — বাংলা লোকসাহিত্য সংগ্রাহক।
তাঁর লোক সংগীতের সংকলন গ্রন্থের নাম কী? — 'হারামণি' (১ম — ১০ম খণ্ড)।
হারামণি নামটি কে দিয়েছিলেন? — রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গেলে তিনি মনসুর উদ্দীনের সংগ্রহের এই নাম দেন।
তাঁর প্রকাশিত গ্রন্থগুলো কী কী? — 'শিরণী' (১৯৩১), 'ধানের মঞ্জুরী' (১৯৩৩), 'আগরবাতী' (১৯৩৮), 'বাংলা সাহিত্যে মুসলিম সাধনা' (১৯৬৬)।
তিনি কী কী পুরস্কার লাভ করেন? — বাংল একাডেমি পুরস্কার (১৯৬৫) ও একুশে পদক (১৯৮৩)।
তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন? — ১৯৮৭ সালের ১৯ শে সেপ্টেম্বর।