মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন
মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন কবে জন্মগ্রহণ করেন? — নুমানিক ১৮৬০।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — চরবেলতৈল, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
তিনি মূলত কী ছিলেন? — একজন ঔপন্যাসিক।
তাঁর জনপ্রিয় উপন্যাসের নাম কী? — 'আনোয়ারা' (১৯১৪)। এটি তাঁর প্রথম ও জনপ্রিয় একটি উপন্যাস।
'আনোয়ারা' উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও।
'আনোয়ারা' (১৯১৪) শিল্পসম্মত উপন্যাস নয়। তবে মুসলিম মধ্যবিত্তের বিকাশের চিত্র আছে এখানে। কৃষিনির্ভর অর্থনীতি থেকে ব্যবসা, চাকরী ইত্যাদিতে মুসলিমদের প্রবেশের সূচনাকালীন কথকতা থাকায় এর সমাজতান্ত্রিক মূল্য কম নয়। তাছাড়া এ সময় মুসলিমরা যে ইংরেজি পড়াশোনাও আরম্ভ করেছে সে চিত্রও আছে এখানে। নামাজের জন্য ওযু করতে গিয়ে তরুণী আনোয়ারার কোরান পাঠরত নুরুল এসলামকে দেখে। আনোয়ারা সৃষ্টিকর্তার কাছে দোয়া করে এমন একজন ধর্মনিষ্ঠ স্বামী পাবার জন্য। পরে তাদের মিলন হয়। এই উপন্যাসে দেখানো হয়েছে যে, একজন নারীর জীবনে পতির জন্য আরাধনা, পতিকে পাবার জন্য তার স্বামীপ্রীতি, স্বামীর প্রতি সেবাযত্ন, পতির নির্দেশ মেনে চলা কিংবা পতির ইচ্ছার মূল্য দেওয়া। ''সতীর সর্বস্ব পতি, সতী শুধু পতিময়, বিধাতার প্রেমরাজ্যে সতত পতির জয়।'' আর এটাই এই উপন্যাসের মূল বক্তব্য। ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীর অন্তঃপুরে অবস্থান এবং স্বামীর প্রতি আস্থা ও সম্পূর্ণ আনুগত্যই উপন্যাসটিতে দেখানো হয়েছে। আনোয়ারা, নুরুল এসলাম ছাড়াও খাদেম, আজিমুল্লা, গোলাপ জান ইত্যাদি চরিত্র খুবই উল্লেখযোগ্য চরিত্র।
তাঁর রচিত এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় কী? — ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় ও আনোয়ারার স্বামীনিষ্ঠা।
তাঁর রচিত অন্য উপন্যাসগুলোর নাম কী? — 'চাঁদতাটা বা হাসান গঙ্গা বাহমনি' (১৯১৭), 'পরিণাম' (১৯১৮), 'গরীবের মেয়ে' (১৯২৩), 'দুনিয়া আর চাই না' (১৯২৪) ইত্যাদি।
তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৮ ই অক্টোবর, ১৯২৩।