সাধারণ জ্ঞান : O' Henry এবং Karl Marx

O' Henry
(ও–হেনরি)

Born (জন্ম) : 1867 
Died (মৃত্যু) : 1910 
Full Name : Sidney William Porter 

Title (উপাধি) : American short–story writers. তিনি ৬০০ এর অধিক গল্প (stories) রচনা করেছেন। 

সাহিত্য কর্ম : The last leaf, The Gift of the Magi, Sixes and Seven 

ও–হেনরি এর বিখ্যাত গল্প এবং ইংরেজি সাহিত্যের অনবদ্য রচনা হলো 'The Gift of the Magi'। এর কিছু অংশ থেকে— 

So now Della's beautiful hair fell about her rippling and shining like a cascade of brown waters.  
তাই এখন ডেলার সুন্দর চুলগুলো বাদামি রংয়ের জলপ্রপাতের মত মৃদু কল্লোল দীপ্তি ছড়িয়ে তার চারদিকে লুকিয়ে পড়ল। 
  • Cascade (ক্যাসকেইড) মানে জলপ্রপাত বা ঝর্ণা৷ (সমার্থক শব্দ : Waterfall, flow, pour, chute, cataract, torrent) 
  • Rippling (রিপ্লিং) মানে মৃদু ঢেউ, লহরী। (সমার্থক শব্দ : Wave, Swing, Surge) 

'The Last Leaf ' (Novel) থেকে— 
In November, a cold, silent stranger, whom the doctors call Mr. Pneumonia,  moved quitely about the colony, touching one here and one there with his icy fingers. Mr. Pneumonia was not a polite old gentleman. Little Johnsy, her blood thinned by the warm California weather, was no match for that red faced, short breathed, old fellow. And so he touched Johnsy with his fingers, too; and she lay ill, scarcely moving on her old iron bed.
— নভেম্বর শীতল মাস, নীরব এক আগন্তক, ডাক্তাররা যাকে মিঃ নিউমোনিয়া বলে থাকেন, কলোনির চারিদিকে এখানে একজন, সেখানে একজনকে তার বরফশীতল আঙুলগুলো দ্বারা স্পর্শ করে নিরবে ঘুরতে থাকল। মিঃ নিউমোনিয়া ভদ্রলোক ছিল না। ক্যালিফোর্নিয়া উষ্ণ আবহাওয়ার রক্ত পাতলা হয়ে যাওয়া ছোট জিনিস যে ঐ লাল মুখয়াবিশিষ্ট, স্বল্প সময় শ্বাস–প্রশ্বাসকারী, বৃদ্ধ ব্যক্তির জন্য মানানসই ছিল না। তাই সে তার শীতল আঙুল দ্বারা জনসিকে স্পর্শ করল; এবং সে অসুস্থ হয়ে বলতে গেলে কোনোরূপ নড়াচড়া না করেই তার পুরাতন লোহার বিছানায় শুয়ে পড়ল।

Karl Marx
(কার্ল মার্কস)

জীবন কথা : কাল মার্কস জার্মানির Kingdom of Prussia তে ১৮১৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৩৩ সালে ইংল্যান্ডে মারা যান তিনি৷ মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইংল্যান্ডে বসবাস করতেন। 

উপাধি : He was the founder of modern scientific communism. His teaching revealed the laws of social development and showed mankind the way to the communist renewal of the world. 

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম :
  • Das Capital 
  • The Holy Family 
  • The communist Manifesto 

অনুশীলন (বিসিএস / ব্যাংক / ভার্সিটি / পিএসসি) পরীক্ষার জন্য—

Q : Who wrote ''Das Capital''?
A : Karl Marx 

Q : ''The Holy Family'' was written by—?
A : Karl Marx
Post a Comment (0)
Previous Post Next Post