Parts of Speech
ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো Parts of Speech। একজন শিক্ষার্থী তার স্কুল জীবন থেকে শুরু করে চাকুরী জীবনের পূর্ব মুহূর্ত পর্যন্ত গ্রামারের এই অংশটি নিয়ে সবচেয়ে বেশি ভোগে। তাই আজকে আমরা Parts of Speech এর সকল খুটিনাটি সহ যাবতীয় নতুন ধরনের সকল সমস্যা নিয়ে এখানে আলোচনা করব। যাতে আজকের পর থেকে Parts of Speech এর ঝামেলা চিরতরে মুছে ফেলতে পারো।
Parts of Speech অর্থ বাক্যের অংশ।
[Parts — অংশসমূহ, of — র/এর, Speech — বাক্য / কথা]
সংজ্ঞা : Wren & Martin এর মতে, "বাক্যে ব্যবহারের ভিত্তিতে বাক্যের অর্থবোধক প্রত্যেকটি শব্দই এক একটি Parts of Speech।" তাই Parts of Speech কে Parts of Sentence –ও বলা যায়।
Parts of Speech প্রকারভেদ :
Parts of Speech কে ৮ প্রকারে ভাগ করা যায়। যথা—
- Noun (বিশেষ্য)
- Pronoun (সর্বনাম)
- Verb (ক্রিয়া)
- Adjective (বিশেষণ)
- Adverb (ভাব বিশেষণ)
- Preposition (প্রেপজিশ— পদান্বয়ী অব্যয়)
- Conjunction (সংযোজক অব্যয়)
- Interjection (অনন্বয়ী অব্যয়)
Detailed Discussion (বিস্তারিত আলোচনা) :
Noun
(বিশেষ্য)
যে word দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাকে Noun বলে।
(A noun is the name of any human, object, place or action.)
Example :
- Name of human : Rahim, Jerry, Toma, Khuku.
- Name of object : book, calculator, bamboo.
- Name of place : Dhaka, Khulna, India, America
- Name of action : hesitation (দ্বিধা), purification (বিশুদ্ধকরণ), function (কাজ)।
Pronoun
(সর্বনাম)
Noun এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয়, তাকে Pronoun বলে।
(A pronoun is a word used in place of a noun.)
Pro— শব্দের অর্থ পরিবর্তনের সমতুল্য। সুতরাং Pronoun— শব্দের অর্থ হলো Noun এর পরিবর্তে বা Noun সমতুল্য।
উদাহরণ :
Shuman is a good boy. He goes to school every day. He abides by his parents' orders.
এই He হল Pronoun. এভাবে— I, we, you, they, he, she, it, our, us, mine, ours, your, yours, his, her, hers, its, them, their, theirs, this, that, these, who, what, which ইত্যাদি হল Pronoun.
Verb
(ক্রিয়া)
যে word দ্বারা কোনো কাজ করা বুঝায়, তাকে Verb বলে।
(A verb is a word that expresses some action.)
Example :
কোনো কিছু করা, খাওয়া, ধরা, মারা, ভাবা, খেলা, ভাঙা হল একেকটি কাজ। যে Word দিয়ে এই 'কাজ' বা action বুঝান হয় তাকে বলে Verb. নিচে কতকগুলো Verb এর উদাহরণ দেওয়া হয়—
Be, have, do, run, go, come, love, take, give, think, laugh, dance, sing, jump, see, tell ইত্যাদি।
Adjective
(বিশেষণ)
যে word দ্বারা Noun বা Noun–equivalent (Noun –এর স্থলবর্তী) এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়, তাকে Adjective বলে।
(An adjective is a word that qualifies a noun or a pronoun.)
Example :
- He is a rich man.
- This is a blue pen.
- He has much money.
উপরের বাক্যগুলোতে rich শব্দটি He (সর্বনাম/ Pronoun) এর অবস্থা প্রকাশ করে।
blue - pen (Noun) কলমটি কেমন তা প্রকাশ করে।
much –কি পরিমান টাকা আছে তা নির্দেশ করে। তাই rich, blue, much হল Adjective.
এভাবে good, bad, ill, red, one, two, much, many ইত্যাদি হল এক একটি Adjective.
Adverb
(ভাব বিশেষণ)
Adverb হল এমন word যা কোন verb, adjective বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। (An adverb is a word that modifies a verb, an adjective or another adverb.)
Exaplanation & Examples (ব্যাখ্যা & উদাহরণ) :
(a) যখন verb কে modify করে : swiftly, well, strongly, forcibly (জোরপূর্বক) etc. যেমন—
He runs swiftly.
(সে দ্রুত দৌড়ায়।)
এখানে "দ্রুত" শব্দটি দৌড়ানোর ‘ধরন’ বুঝাচ্ছে। নিচের প্রশ্নগুলো ক’রে যে word (শব্দ) থেকে উত্তর পাওয়া যাবে তা হল adverb.
- How? (কেমন করে? যেমন, কেমন ক’রে দৌড়ায়? উত্তর, “দ্রুত” দৌড়ায়। সুতরাং “দ্রুত” বা swiftly হল adverb)
- When? (কখন? He came in the morning. যদি জিজ্ঞাসা করা হয়, “কখন?” তাহলে উত্তর পাওয়া যাবে ‘সকালে’ বা in the morning. সুতরাং এটি হল adverb. [এটি অনেকগুলো শব্দের সমষ্টি। তাই এটি হল adverbial phrase] অথবা, He will go soon. (সে শীঘ্রই যাবে।) এই বাক্যে “soon” হল adverb.
- Where? (কোথায়? He lives here. সে "কোথায়" থাকে? উত্তরে বলা যাবে, সে “এখানে” (here) থাকে। সুতরাং এই “here” হল adverb.)
(b) যখন adjective কে modify করে : He is a good boy —sentence টিতে "good" হল adjective.
এখন আমরা যদি "good" এর অর্থকে আরো শক্তিশালী করতে চাই তাহলে লিখতে পারি— He is a very good boy. এখানে "very" হল adverb.
(c) যখন অন্য কোন adverb কে modify করে : He runs swiftly. —এখানে swiftly হল adverb. কিন্তু যদি লিখি— He runs very swiftly. তাহলে swiftly এর আগে আরো একটি adverb পাওয়া যায়। আর সেই adverb টি হল very.
Preposition
(পদান্বয়ী অব্যয়)
Pre = আগে, পূর্বে; Position = অবস্থান, স্থান।তাহলে Preposition হল সেই সব word যারা কোনো শব্দের আগে ব'সে পূর্ববর্তী word আর ঐ word এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
সংজ্ঞা : যে word কোনো noun বা pronoun এর পূর্বে বসে সে noun বা pronoun এর সঙ্গে sentence —এর অন্তর্গত অপর কোন word এর সাথে সম্পর্ক প্রকাশ করে, তাকে Preposition বলে।
(A preposition is a word placed before a noun or a pronoun to show its relation to some other word in the sentence.)
Example :
I have a love for him.
তার জন্য আমার ভালবাসা আছে।
এখানে for মানে হল 'জন্য'। এই শব্দটি love এবং him এর মধ্যে যোগসূত্র স্থাপন করছে।
আবার, She went into the room. (এখানে into শব্দ দিয়ে তার যাওয়া ও room এর মধ্যে সম্পর্ক প্রকাশিত হচ্ছে। এই into হল একটি preposition. আবার আগের উদাহরণের for-ও একটি preposition.
এরূপ আরে কিছু হল— at, by, to, on, of, over, above, behind, from, with, below, under, beside ইত্যাদি।
Conjunction
(সংযোজক অব্যয়)
যে word দুই বা ততোধিক word, phrase বা clause এর সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
(A conjunction is a word used to join two or more sentences)
Example :
- Karim went there. (করিম সেখানে গিয়েছিল।)
- Rahim went there. (রহিম সেখানে গিয়েছিল।)
বাক্য দুটিকে যদি যুক্ত করে লিখতে চাই তাহলে লিখতে হয়—
করিম ও রহিম সেখানে গিয়েছিল।
(Karim and Rahim went there.)
এই "and'' দ্বারাই বাক্য দুটিকে একটি বাক্যে পরিণত করা সম্ভব হয়েছে। সুতরাং and হল একটি
conjunction. আবার—
- He is poor (সে গরিব) এবং
- He is honest (সে সৎ)
বাক্য দুটিকে একত্রে এক বাক্যে লিখতে গেলে নিচের মতো করে লিখতে হয়,
He is poor but honest.
এখানে but হল একটি conjunction
এরকম আরো কিছু conjunction হলো— As, if, unless, until, till, while, lest, because, however ইত্যাদি।
Interjection
(অনন্বয়ী অব্যয়)
যে word মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে, তাকে Interjection বলে।
(An interjection is a word which expresses some strong and sudden feeling or emotion.)
অর্থাৎ, Interjection হল মনের তাৎক্ষণিক আবেগ প্রকাশক word বা শব্দ।
Example :
হায়! সে আর বেঁচে নেই।
Alas! He is no more.
বাক্যটিতে “হায়” শব্দটি দিয়ে হৃদয়ের প্রবল বেদনা প্রকাশিত হয়েছে। এটি হল Interjection. এভাবে আরো—
- Fie! You are a theif. (ছি! তুমি একটা চোর।)
- Hello! where are you going? (ওহে! কোথায় চলেছ?)
- Hurrah! we have won the game. (কী মজা! আমরা খেলায় জিতেছি।)
- Hush! The Headmaster comes. (চুপ! প্রধান শিক্ষক আসছেন।)
উপরের বাক্যগুলোতে Fie, Hello, Hurrah, Hush —এগুলো হল Interjection.