P.B. Shelly
(পি.বি. শেলী)
জীবন কথা : এ মহান কবি Percy Byshee Shelly, ১৭৯২ সালের ৪ আগস্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম টিমোথি শেলী যিনি প্রচুর সম্পদের মালিক ছিলেন। এ মহান কবি ১৮২২ সালের ৮ জুলাই ৩০ বছর বয়সে সমুদ্রে এক নৌকা ডুবিতে মারা যান।
উপাধি : তিনি -
- একজন বিপ্লবী কবি (A Revolutionary Poet)
- তাঁকে (Poet of Wind) বলা হয়।
- তাঁকে বলা হয় 'An Idealist, a prophet and a visionary dreamer'
- তাঁকে পুনর্জীবনের কবিও বলা হয়, কারণ তিনি পরজন্মে আবার কবি (poet of Hope and Regeneration) হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
শিক্ষা সাহিত্য ও ব্যক্তিগত জীবন : স্কুল জীবন সমাপন আনতে গিয়ে তিনি ১৮০৮ সালে অক্সফোর্ডে ভর্তি হন। ১৮১১ সালে 'নাস্তিকতার প্রয়োজনীয়তা' (Necessity of Atheism) নামক একটি পুস্তক রচনার জন্য শেলী এবং তাঁর বন্ধু টমাস হগকে অক্সফোর্ড থেকে বিদায় নিতে হয়।
উল্লেখযোগ্য সাহিত্যসূমহ :
(১) কাব্যগ্রন্থ
- The Revolt of lslam, 1817
- The Sprit of Solitude (Alaster), 1815
- Adonais, 1821
- Queen Mab, 1813
(২) কবিতা
- Ode to a Skylark
- Ode to Liberty
- Ode to the West Wind
- Ozymandias
- Hallas
- The Cloud
(৩) প্রবন্ধ
- A Defence of poetry
- Necessity of Atheism
- The Mosque of Anarchy
- Music
(৪) কাব্যনাট্য
- Prometheus Unbound, 1820