(The Neo–classical Period)
The Restoration Period
পুনরুদ্ধারের যুগ
(১৬৬০–১৭০০)
১৬৬০ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়ে ১৭০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ৪০ বছরকে ইংরেজি সাহিত্যের The Restoration Period বলা হয়। এ যুগে John Milton এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনার জন্য এই যুগকে The Age of Milton বলে অভিহিত করা হয়। আবার, কবি –প্রাবন্ধিক –নাট্যকার John Dryden প্রতিনিধিত্ব করেছেন বলে এই যুগকে অনেকে The Age of Dryden বলে অভিহিত করেছেন।
এই যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিম্নে উল্লেখ করা হলো—
- ১৬৬২ সালে বিজ্ঞান এর ক্ষেত্রে স্যার আইজাক নিউটন এর বিভিন্ন আবিষ্কার
- ইংল্যান্ডে শিল্পায়ন (Industrialization) শুরু।
- ১৬৯৫ সালে মত প্রকাশের স্বাধীনতা এবং ছাপাখানা উন্মুক্তকরণ ইত্যাদি।
The Restoration Period যুগের কয়েকজন প্রধান প্রধান সাহিত্যিকের নাম একনজরে দেখে রাখুন—
উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম এবং তাঁদের বিখ্যাত সাহিত্যকর্ম সমূহ তুলে ধরা হলো:
1. John Dryden (1631–1700)
- The father of modern English criticism
2. William Congreve (1670–1729)
- The Old Bachelor (তিনি বিবাহ করেন নাই)
3. John Bunyan (1628–1688)
- Famous for Allegory 'The Pilgrim progress' (1678)
4. John Locke (—)
- An Essay Concerning Human Understanding (1690)
The Restoration Period বা পুনরুদ্ধারের যুগের উল্লেখযোগ্য সাহিত্যিকের জন্ম, মৃত্যু ও সাহিত্যকর্ম ইত্যাদির বিস্তারিত বর্ণনা নিম্নে ধারাবাহিকভাবে দেওয়া হলো—
John Bunyan (জন বুনিয়ন)
জীবন কথা : John Bunyan (জন বুনিয়ন) ১৬২৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৬৮৮ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি একজন খ্রিষ্টান পাদরি ছিলেন। সেজন্য তিনি বাইবেল থেকেই জ্ঞান লাভ করেছেন। ধর্মের জন্য ১২ বছর জেল খাটার পর কিছুদিন পাদরি হয়ে জীবন কাটান।
সাহিত্যকর্ম : তাঁর "দি পিলগ্রিম প্রোগেস" গ্রন্থটিকে বাইবেলের পরেই স্থান দেওয়া হয়।
Religious Allegory :
- Pilgrim's progress, 1678 – তীর্থযাত্রীর অগ্রযাত্রা।
- The holy War, 1682 – পবিত্র যুদ্ধ
- The Life & Death of MR. Badman — মন্দ লোকের জীবন-মরণ
উক্তি : In prayer, it is better tp have heart without words than words without heart. (অন্তরবিহীন কথানির্ভর প্রার্থনার চেয়ে কথাবিহীন অন্তরনির্ভর প্রার্থনা বেশি উত্তম।)
সহজ টেকনিকে জন বুনিয়ন এর সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক : জন বুনিয়ন Pilgrim's progress করতে গিয়ে holy war এর মাধ্যমে Life & Death of Mr. Badman নামক Allegory লিখল।
William Congreve (উইলিয়াম কনগ্রিভ)
জীবন কথা : রেস্টোরেশন যুগের লেখক উইলিয়ান কনগ্রিভ ২৪ জানুয়ারি, ১৬৭০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি চিরকুমার ছিলেন। ১৯ জানুয়ারি, ১৭২৯ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি নাট্যকার ও কবি ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সমূহ :
(১) কমেডি নাটক :
- The Old Bachelor (1693) – বৃদ্ধ কুমার
- The Double Dealer (1693) – দ্বৈত্য পাইকার/ কর্মী
- Love for Love (1695) – ভালবাসার জন্য ভালবাসা
- The way of the world (1700) – পৃথিবীর পথ
(২) উল্লেখযোগ্য ট্রাজেডি : The Mourning Bride, 1697 (শোকাহত কন্যা)
সহজে ছন্দের মাধ্যমেই তাঁর সাহিত্যকর্ম মনে রাখার উপায়— Mourning Bride –ভালবাসার জন্য ভালবাসা (Love for Love) খুঁজতে গিয়ে Old Bachelor এর সাথে Double Dealer করে গোপম ব্যবসা শুরু করেন। কিছুদিন পর পৃথিবীর পথে (The way of the world) উইলিয়াম কনগ্রিভ কে খুঁজে পায়।
John Dryden (জন ড্রাইডেন)
জীবন কথা : 17th শতাব্দীর শেষ অধ্যায়ের নাট্যকার ও কবি ড্রাইডেন ১৬৩১ সালের ৯ আগস্ট নর্থদাম্পাটনশায়ারের নিকট আউন্ডেল গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১ মে, ১৭০০ সালে মৃত্যুবরণ করেন।
শিক্ষাজীবন : তিনি ডঃ বাসরি এর নিকট ওয়েস্ট মিনিস্টার শিক্ষা লাভ করেন।
উপাধি : তাঁকে "The father of Modern English Criticism" বলা হয়।
কয়েকটি সমালোচনা : তিনি শেক্সপীয়রের 'মিড সামারস নাইট ড্রিম' নাটক সম্পর্কে বলেছেন— "The most insipid, ridiculous play, that ever I saw in my life." (সবচেয়ে প্রাণহীন অদ্ভূদ নাটক আমি আমার জীবনে খুব কমই দেখেছি।) এছাড়া তিনি 'ওথেলো' নিয়ে বলেছেন— (a mean thing –একটা নোংরা ব্যাপার মাত্র।) এছাড়াও তিনি শেক্সপীয়রের 'The Tempest' নাটকের সমালোচনা করেছেন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম : তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সমূহ নিম্নে তুলে ধরা হলো—
(১) নাটক :
- All of Love (1778)
- Love Triumphant (1694)
- The Indian Queen
- The Indian Emperor (1665)
- The Mistaken Husband
- Mac Flecknoe (1682)
- Aureg–Zebe
- Don Sebastian (1690)
- King Arthur (1691)
(২) কাব্যগ্রন্থ :
- Absalom and Achitophel (1681)
- Astraea Redux (1660)
(৩) প্রবন্ধগ্রন্থ :
- An Eassay on Dramatic Poesy (1665)
(৪) উক্তি :
- We first make our habits then habits make us.
- Jealousy is the proof of love.
- They think too little who talk too much.