Robert Browning
জীবন কথা : রবার্ট ব্রাউনিং ১৮১২ সালের ৭ মে লন্ডনের কেমবারওয়েল এ জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন ব্যাংক কর্মচারী এবং মা একজন সঙ্গীত শিল্পী ছিলেন। ১৮৮৯ সালের ১২ ডিসেম্বর কবি মৃত্যুবরণ করেন। তাঁকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে (Westminster Abbey) তে সমাধিস্থ করা হয়।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্য কর্মের সাথে পরিচয়—
(১) কাব্যগ্রন্থ
- A soul's Tragedy (এ সোলস্ ট্রাজেডি)
- Dramatic Lyrics (ড্রামাটিক লিরিকস)
- Dramatic Romances (ড্রামাটিক রোমান্স)
- Dramatis Idol (ড্রামাটিক ইডিলস)
- Dramatis Personae (ড্রামাটিক পার্সোন)
- Man and Women (ম্যান এন্ড উইমেন)
- Paracelus (পারাসেলসাস)
- Pauline (পলিন)
- Sordella (সর্দেলা)
(২) কবিতা
- The Patriot
- My Last Duchess
- Fra Lippp Lippi
- The Ring and The Book (epic)
- Andrea Del Sarto
- Rabbi Ben Ezra
- The Pied Piper of Hamelin
(৩) নাটক
- Strafford
- Pippa Passes
- The Return of the Druses
- A Blot in the Scutcheon
- Colombe's Birth Day
Thomas Hardy
জীবন কথা : টমাস হার্ডির জন্ম ২ জুন, ১৮৪০ সালে এবং মৃত্যু ১১ জানুয়ারি, ১৯২৮ সালে।
উপাধি : একজন প্রখ্যাত ঔপন্যাসিক ও কবি (Famous Novelist And Poet)।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস (Novel) :
- Far From the Madding Crowd (ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড)
- Jude The Obscure (জুড দা অবস্কিউর)
- Tess of D'Urbervilles (টেস অব ডারভারভিলস), ১৮৯১
- The Mayor of Caster Bridge (দা মেয়র অব ক্যাসটার ব্রিজ)
- The Return of the Native (দি রিটার্ন অব দি নেটিভ)
- The Woodlanders (দি উডল্যান্ডার্স)
- Under the Greenwood Tree (আন্ডার দি গ্রিনউন ট্রি)
অনুশীলন (বিসিএস / ব্যাংক / ভার্সিটি / পিএসসি) পরীক্ষার জন —
1. Which of the following books is written by Thomas Hardy?
Ans : The Return of the native
2. Who is the writer of famous poem 'The Durking Thrush'?
Ans : Thomas Hardy
3. 'The Patriot' কবিতাটি কে রচনা করেছেন?
Ans : Robert Browning
4. Who introduced Dramatic Monologue?
Ans : Robert Browning