Samuel Beckett
(স্যামুয়েল বেকেট)
জীবন কথা : Samuel Beckett (স্যামুয়েল বেকেট) ১৩ এপ্রিল, ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম Samuel Barclay Beckett। তিনি এন্ড্রু বেলিস (Andrew Belis) ছদ্মনামে লিখতেন। তিনি একজন বিখ্যাত ফরাসি নাট্যকার (French Dramatist)। ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
সাহিত্য কর্ম : তিনি তাঁর "Waiting for Godot" (1952) নাটকের জন্য বিখ্যাত হয়ে ওঠেন।
উপাধি : ১৯৬৯ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize) লাভ করেন।
উল্লেখযোগ্য নাটক (Drama) :
- Waiting for Godot - (1952)
- Translated in English - (1954)
- Come and Go - (1966)
উল্লেখযোগ্য উপন্যাস (Novel) :
- Endgame - (1955)
- Happy Days - (1955)
- Words and Music - (1953)
- Watt' (novel) - (1953)
William Golding
(উইলিয়াম গোল্ডিং)
জীবন কথা : উইলিয়াম জেরাল্ড গোল্ডিং ১৯১১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৯৩ সালের ১৯ জুন তিনি মৃত্যুবরণ করেন।
সাহিত্য কর্ম : তিনি "Lord of the Flies" - (লর্ড অব দি ফ্লাইস, ১৯৫৪ সালে প্রকাশিত) উপন্যাসের জন্য বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৮৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize) লাভ করেন।
উপাধি : একজন আধুনিক যুগের প্রখ্যাত ঔপন্যাসিক (Great Modern Novelist)।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস (Novel) :
- Darkness Visible (ডার্কনেস ভিজিবল), ১৯৭৯
- Fire down below
- Lord of the Flies (লর্ড অব ফ্লাইস), ১৯৫৪
- Rites of Passage (রাইটস্ অব প্যাসেজ)
- The Free Fall (দি ফ্রি ফল), ১৯৫৯
- The Inheritors (দি ইনহেরিটরস্), ১৯৫৫
- The Paper Man (দি পেপার ম্যান)
- The Pyramid (দি পিরামিড), ১৯৬৭
- The Scorpion God (দি স্কোরপিয়ন গড), ১৯৭১
- The Spire (দি স্পায়ার), ১৯৬৪
অনুশীলন (বিসিএস / ব্যাংক / পিএসসি / ভার্সিটি) পরীক্ষার জন্য—
Q : "Waiting for Godot" is—
A : a absurd drama
Q : Who is the writer of famous play "Waiting for Godot"?
A : Samuel Beckett
Q : Who is the writer of famous novel ''Lord of the Flies"?
A : William Golding
Q : " A Moving Target" was written by—
A : William Golding