Sir Walter Scott
(স্যার ওয়াল্টার স্কট)
জীবন কথা : স্যার ওয়াল্টার স্কট ১৭৭১ সালের ১৫ আগস্ট স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন তাঁর জন্মস্থান এডিনবরা স্কুলে এবং বিশ্ববিদ্যালয়ে। তাঁর বাবা ছিলেন একজন আইনজীবী। তিনি ২১ সেপ্টেম্বর, ১৮৩২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম :
(১) উপন্যাস :
- Guy Mannering (গাই ম্যানারিং), ১৮১৫
- Ivanhoe (অ্যাইভানহো), ১৮১৯
- Rob Roy (রব রয়), ১৮১৭
- Tales of My Landlord (টেলস অব মাই ল্যান্ডসলর্ড), ১৮১৬
- Tales of the Crusade (টেলস অব দি ক্রুসেড), ১৮২৫
- The Abbot (দি অ্যাবট), ১৮২০,
- The Antiquary (দি এন্টিকোয়ারি), ১৮১৬
- The Monastery (দি মনাস্ট্রি), ১৮২০
- The pirate (দি পাইরেট), ১৮২২
- Waverley (ওয়েভার্লি), ১৮১৪
- Woodstock (উডস্টক), ১৮২৬
ছন্দের সাহায্যে মনে রাখার টেকনিক : Sir Walter Scott এর উপন্যাসে Ivanhoe সাগরে একটি Woodstock করা Waverley (দোদুল্যমান) Abbot এ বসে, Rob Roy তার দুই বন্ধু Guy Mannering ও The Monastery কে দুটি গল্প বলেছিল; (গল্প দুটির নাম হলো— ১. Tales of the Crusade ও Tales ২. Tales of My Landlord) কিন্তু হঠাৎ দেখা গেল দুর থেকে একজন The Pirate (জলদস্যূ) দ্রুত তাদের দিকে ধেয়ে আসছে, তাই তারা কি করবে এ বিষয়ে একে অন্যের সাথেb(The) Antiquary করতে লাগল।
(২) কবিতা :
- Patriotism
Note : Patriotism হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের কবিতা। কিন্তু Partiot হচ্ছে Robert Browning এর কবিতা।