মমতাজ উদদীন আহমদ
মমতাজ উদদীন আহমদ কবে জন্মগ্রহণ করেন? — ১৯৩৫ সালের ১৮ ই জানুয়ারি।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — পশ্চিমবঙ্গের মালদহে।
তিনি মূলত কী হিসেবে পরিচিত? — নাট্যকার।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের পরিচয় দাও।
নাটক : 'হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার', 'স্বাধীনতা আমার স্বাধীনতা', 'কী চাহ শঙ্খচিল', 'প্রেম বিবাহ সুটকেস', 'রাজা অনুস্বারের পালা', 'সাত ঘাটের কানাকড়ি', 'রাক্ষুসি', 'এই সেই কণ্ঠস্বর', 'পুত্র আমার পুত্র', 'হাস্য লাস্য ভাষ্য', 'বটবৃক্ষের ধরমকরম', 'ভালোবাসার দশ নাটক', 'ওহে তঞ্চক'।
উপন্যাস : 'সজল তোমার ঠিকানা', 'এক যে জোজো এক যে মধুমিতা'।
তিনি কী কী পুরস্কারে ভূষিত হন? — বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, বাচসাস চলচ্চিত্র, টেলিভিশন ও চিত্রনাট্য পুরস্কার, একুশে পদক (নাটক), শেলটেক পুরস্কার (২০০৫)।
'সুখী মানুষ' থেকে গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা
'নাড়ী' ও 'নারী' শব্দের অর্থের পার্থক্য কী? — 'নাড়ী' শব্দের অর্থ রক্তবাহী শিরা বা ধমনি (ভেন) এবং 'নারী' অর্থ স্ত্রীলোক।
'সুবর্ণ' শব্দের অর্থ কী? — সোনা।
'ব্যারাম' শব্দের অর্থ কী? — অসুখ।
'ব্যারাম' শব্দটি কিভাবে গঠিত হয়েছে? — বিদেশি উপসর্গযোগে গঠিত হয়েছে। ফার্সি উপসর্গ 'বে + আরাম' = বেআরাম > বেরাম > ব্যারাম।
'মূর্খ' এবং 'মুখ্য' শব্দের অর্থ? — 'মূর্খ' অর্থ জ্ঞানহীন আর 'মুখ্য' শব্দের অর্থ প্রধান। লক্ষণীয় : একটি বানানে ম –এর উপর ঊ–কার এবং অন্যটিতে উ–কার আছে।
'বাঘের চোখ আনা' বলতে কী বুঝানো হয়েছে? — সুকঠিন কর্ম সম্পাদন। এটি একটি বাগধারা।
'জবরদস্তি' অর্থ কী? — অত্যাচার।
'লোভে পাপ, পাপে মৃত্যু' কী জাতীয় প্রয়োগ? — এটি একটি প্রবাদ।
'ব্যামো' কী? — রোগ বা ব্যাধি।
'ব্যামো' কোন শব্দ? — সংস্কৃত বা তৎসম শব্দ।
ফতুয়া কী? — একধরনের ক্ষুদ্র গলাকাটা পোশাক।
ফতুয়া কোন শব্দ? — আরবি শব্দ।
বনে যে কাঠ কাটে –তাকে এক কথায় কী বলে? — কাঠুরিয়া বা কাঠুরে।
'কবিরাজ' বলতে কাদের বোঝানো হয়েছে?
— আগে তৃণ বা গাছগাছরা থেকে ঔষধ হিসেবে প্রদান করে অনেকে রোগের চিকিৎসা করতেন। এই পদ্ধতিকে আয়ুর্বেদ বলা হয়। আর যারা এই শাস্ত্রে চিকিৎসা করতেন তাদের কবিরাজ বলা হতো। তখনকার সময়ে আজকের মতো ডাক্তার ছিল না। কবিরাজই ছিল মূল ভরসা। এখনো আমাদের দেশে অল্প সংখ্যক এই পেশায় নিয়োজিত আছেন।
'সুখী মানুষ'কে নাটিকা বলা হয়েছে। 'নাটিকা' কী? — 'সুখী মানুষ' একটি ছোট নাটক। ছোট নাটককে 'নাটিকা' বলা হয়।