T. S. Eliot
(টি. এস. ইলিয়ট)
জীবন কথা : T. S. Eliot (টি. এস. ইলিয়ট) ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮ সালে আমেরিকার সেন্ট লুইস –এ জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম— Thomas Stearns Eliot (থমাস স্টিয়ার্নস ইলিয়ট)। ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
কর্ম ও সাহিত্য : কর্ম জীবনে তিনি কিছুকাল শিক্ষকতা করেন এবং পরে 'দি ইগোইস্ট' পত্রিকার সহ সম্পাদকের পদে চাকরী শুরু করেন। এবং ১৯২৩ সালে তিনি 'দি ক্রাইটেরিয়ান' পত্রিকার সম্পাদক পদে নিযুক্ত হয়েছিলেন। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৪৮ সালে নোবেল পুরস্কার পান। তিনি তাঁর ''Theory of Objective Co–relative'' এর জন্য বিখ্যাত হয়ে ওঠেন।
উপাধি : ১৯৪৮ সালে নোবেল বিজয়ী সাহিত্যিক।
তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নিম্নে তুলে ধরা হলো :
- Ash Wednesday (অ্যাস ওয়েডনেসডে)
- Four Quarters (দি ফোর কোয়ার্টস)
- Journey to the Magi (জার্নি টু দা ম্যাজাই)
- Portrait of a Lady (পরটেইট অব এ লেডি)
- The Hollow Men (দি হলৌ ম্যান), ১৯২৫
তাঁর রচিত উল্লেখযোগ্য কবিতা (Poem) সমূহ নিম্নে তুলে ধরা হলো :
- Purock and other Observations
- The Waste Land (দি ওয়েস্ট ল্যান্ড), ১৯২২
- Gerontion (জেরনশন), ১৯২০
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক (Drama) নিম্নে তুলে ধরা হলো :
- Murder in the Cathedral (মার্ডার ইন দি ক্যাথেড্রাল)
- The Family Reunion (দি ফ্যামলি রিইউনিয়ন)
- The Cocktail Party (দি ককটেইল পার্টি)
- The Elder Statesman (দি এল্ডার স্টেটসম্যান)
- The Rock (দি রক)
অনুশীলন (বিসিএস / ব্যাংক / পিএসসি / ভার্সিটি) পরীক্ষার জন্য—
Q : ''Gerontion'' is a poem by—
A : T. S. Eliot
(ব্যাখ্যা : ''Gerontion'' is a poem by T. S. Eliot that was first published in 1920 after World War (l). Eliot considered using this already published poem as a preface to 'The Waste Land' but decided to keep it as an independent poem. ''Gerontion'' discusses themes of religion, sexually and other general topics of Modernist poetry.)
Q : 'Murder is the cathedral' is written by—
A : T. S. Eliot
Q : T. S. Eliot was born in—
A : USA
Q : Who is famous for the theory of ''Objective Co–relative''?
A : T. S. Eliot