সাধারণ জ্ঞান : The Modern & Post Modern Age

১৯০১ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়ে ১৯৩৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ৩৮ বছর সময়কে ইংরেজি সাহিত্যের The Modern & Post Modern Age (আধুনিক ও উত্তর আধুনিক যুগ) বলা হয়। The Modern & Post Modern যুগের শুরু হয় রাণী ভিক্টোরিয়ার মৃত্যুর পর থেকে এবং এর শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে। এই যুগের ইংরেজি সাহিত্য এবং চিন্তাধারায় সমাজতন্ত্রের (Socialism) প্রভাব পরিলক্ষিত হয়৷ ১৯১৫ খ্রিঃ The Guild Socialist League প্রতিষ্ঠিত হয়। 

বিভিন্ন শাসকের নাম অনুসারে আধুনিক যুগকে ২ ভাগে ভাগ করা হয়েছে। যথা— 
  • The Edwardian Period (1901–1910)
  • The Georgian Period (1910–1936) 

নিম্নে এই যুগগুলোর ধারাবাহিক বর্ণনা দেওয়া হলো— 

The Edwardian Period
(1901–1910)

১৯০১ খ্রিঃ থেকে শুরু করে ১৯১০ খ্রিঃ পর্যন্ত সর্বমোট এক দশক বা ১০ বছরকে ইংরেজি সাহিত্যের The Edwardian Period বলা হয়। 

আধুনিক যুগের প্রথম দশককে এডওয়ার্ডীয় (The Edwardian Period) যুগ বলা হয় কারণ— সপ্তম এডওয়ার্ড ১৯০১ থেকে ১৯১০ খ্রিঃ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাঁর নাম অনুসারে এই যুগের নামকরণ The Edwardian Period করা হয়েছে। এ যুগের খ্যাতনামা সাহিত্যিকরা হলেন— 
  • Hardy (হার্ডি) 
  • Kipling (কিপলিং) 
  • G.B. Shaw (জর্জ বানার্ড শ) 
  • W.B. Yeats (ডব্লিউ বি. ইয়েটস) 
  • J.M. Synge (জি.এম. সিঞ্জ) ইত্যাদি। 

The Georgian Period
(1910–1936)

১৯১০ সাল থেকে ১৯৩৬ সাল পর্যন্ত সময়কালকে জর্জীয় যুগ বলা হয়। জর্জ পঞ্চম (George V) এর নাম অনুসারে এই যুগের নাম The Georgian Period রাখা হয়েছে। 

W.W. Gibson, Rupert Broke, J. Masefield, Raplh Hodgson ইত্যাদি কবিগণ ''Georgean Poetry'' (1911–1922) শিরোনামে চারটি সংকলন (anthologies) প্রকাশ করেন। এজন্য তাদের 'জর্জীয় কবি' বলা হয়। ''Georgean Poetry'' (জর্জীয়ান কাব্যগ্রন্থ) যেসব বিষয় ফুটে তোলা হয়েছে— 
  • গ্রাম্য বিষয় (Rural in subject matter) 
  • ঐতিহ্যগত গঠন ও কৌশল (Traditional in form and technique) ইত্যাদি। 

Makn Features (প্রধান বৈশিষ্ট্য) : 
  • The breakdown of established values (প্রতিষ্ঠিত মূল্যবোধের ভাঙ্গন দেখা দেয়)
  • Doubt, fear, confusion, frustration and self–centredness in human life (মানবজীবনের সন্দেহ, ভয়, দ্বিধা, হতাশা এবং আত্মকেন্দ্রিকতা) 

বিগত বিসিএস প্রশ্ন :
Which of the following ages in literary history is the latest? — The Georgian Age
Post a Comment (0)
Previous Post Next Post