Virginia Woolf
(ভার্জিনিয়া উলফে)
জীবন কথা : Virginia Woolf (ভার্জিনিয়া উলফে) ১৮৮২ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৪১ সালের ২৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্বামী ছিলেন বিখ্যাত প্রাবন্ধিক ও রাজনৈতিক প্রবন্ধ রচয়িতা লিওনার্ড উলফ।
সাহিত্যকর্ম : তিনি সাহিত্য জীবনে Presentation of Inner Realities এর জন্য বেশি বিখ্যাত ছিলেন।
উপাধি : তিনি আধুনিক যুগের একজন প্রখ্যাত ঔপন্যাসিক।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস (Novel) সমূহের নাম নিম্নে তুলে ধরা হলো :
- The Voyage Out (দি ভয়েজক আউট)৷ ১৯১৫
- Mrs. Dalloway (মিসেস ডলওয়ে), ১৯২৫
- To the Light House (টু দি লাইট হাউজ), ১৯২৭
- The Waves (দি ওয়েভস), ১৯৩১
- Flush (ফ্লাশ), ১৯৩৩
- Pilgrimage (পিলগ্রিমেজ), ১৯৩৫
- The Years (দি ইয়ার্স), ১৯৩৭
- Jacob's Room (জ্যাকব রুম)
তাঁর রচিত কমেডি ড্রামা :
- Fresh Water (ফ্রেশ ওয়াটার)
James Joyce
(জেমস্ জুসি)
জীবন কথা : James Augustine Aloysius Joyce এর জন্ম ২ ফেব্রুয়ারি, ১৮৮২ আয়ারল্যান্ডের ডাবলিনে এবং তিনি ১৩ জানুয়ারি, ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।
জ্ঞানের শাখা : তিনি পড়াশোনা করেছেন যেসুট কলেজে এবং রয়েল বিশ্ববিদ্যালয়ে ; তিনি রোমান ক্যাথলিক হবার ইচ্ছা ত্যাগ করে প্যারিসে কিছুদিন ডাক্তারি বিদ্যা শিখেন।
সাহিত্য কর্ম : তিনি তাঁর বিখ্যাত ''Ulysses'' (ইউলিসিস) উপন্যাসের জন্য বিখ্যাত হয়ে ওঠেন।
উপাধি : তিনি ছিলেন একজন খ্যাতনামা আইরিশ ঔপন্যাসিক ও কবি।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস (Novel) সমূহের নাম নিম্নে তুলে ধরা হলো :
- A Portrait of the Artist as a Young Man (1916)
- Ulysses (ইউলিসিস), ১৯২২
- Finnegan's Wake (ফিনিগানস্ ওয়েক), ১৯৪৯
মনে রাখুন : Ulysses (ইউলিসিস) কবিতাটি আলফ্রেড টেনিসন রচিত কিন্তু Ulysses (ইউলিসিস) উপন্যাসের লেখক জেসম্ জুসি।
তাঁর বিখ্যাত গল্প সংকলন :
- Dubliners (ডাবলিনার্স), ১৮১৪
তাঁর বিখ্যাত নাটক :
- Exiles (এক্সজাইলস্), ১৯১৮
অনুশীলন (বিসিএস / ব্যাংক / পিএসসি / ভার্সিটি) পরীক্ষার জন্য :
Q : Who wrote the novel ''A Portrait of an Artist as a Young Man''?
A : James Joyce
Q : Who wrote the famous novel ''Ulysses''?
A : James Joyce
Q : What was the first novel of Virgina Woolf?
A : The Voyage