W. S. Maugham
(ডব্লিউ. এস. মম)
জীবন কথা : W. S. Maugham (ডব্লিউ. এস. মম) ১৮৭৪ সালের ২৫ জানুয়ারি প্যারিসে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম— William Somerset Maugham (উইলিয়াম সমারসেট মম)। ১৬ ডিসেম্বর, ১৯৬৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
জ্ঞানের শাখা : তিনি ইংল্যান্ডের হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছেন।
সাহিত্যকর্ম : তাঁর বিখ্যাত ছোট গল্প 'দি লাঞ্চিয়ন' (The Luncheon)।
উপাধি : তিনি একজন বিখ্যাত ছোট–গল্পকার এ ঔপন্যাসিক।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের নাম নিম্নে তুলে ধরা হলো—
- Cakes and Ale (কেকস এন্ড এল), ১৯৩০
- Liza of Lambeth (লিজা অব ল্যামবেথ), ১৮৯৭
- Moon and Sixpence (দি মুন এন্ড সিক্সপেন্স)
- Mrs. Craddock (মিসেস ক্রাডক), ১৯০২
- Of Human Bondage (অফ হিউম্যান বন্ডেজ), ১৯১৫
- The Sacred Flame (১৯২৮)
- The Razor's Edge (দি রেজার্স এজ), ১৯৪৪
- Then and Now (দেন এন্ড নাউ), ১৯৪৬
- The Painted Veil (দি পেইন্টেড ভেইল)
তাঁর উল্লেখযোগ্য ছোট গল্প (Short Story) :
- The Luncheon
- Mr. Know All
- Rain
- The Ant and Grasshopper
E. M. Foster
(ই. এম. ফস্টার)
জীবন কথা : E. M. Foster (ই. এম. ফস্টার) ১লা জানুয়ারি, ১৮৭৯ সালে জন্মগ্রহণ করেন এবং ৭ জুন, ১৯৭০ সালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর পুরো নাম— Edward Morgan Foster (এডওয়ার্ড মর্গান ফস্টার)।
সাহিত্যকর্ম : তিনি 'A Passage to India' (এ প্যাসেজ টু ইন্ডিয়া) উপন্যাসের জন্য বিখ্যাত হয়ে উঠেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ নিম্নে তুলে ধরা হলো :
- A Passage to India (1924)
- A Room with a View (1908)
- Howards Ends
- Maurice
- The Longest Journey (1907)
- Where Angles Fear to Tread (1905)
অনুশীলন (বিসিএস / ব্যাংক / পিএসসি / ভার্সিটি) পরীক্ষার জন্য—
Q : Who is the author of the book ''of human Bondage''?
A : W. S. Maugham
Q : Who wrote the famous story ''Mr. Know Ali''?
A : W. S. Maugham
Q : ''A Passage to India'' is written by—
A : E. M. Foster
Q : What is the unfinished novel by E. M. Foster?
A : Arctic Summer