William Wordsworth
(উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ)
জীবন কথা : উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ ৭ এপ্রিল, ১৭৭০ সালে ইংল্যান্ডের অন্তর্গত ককারমাউথে (Cumberland) এ জন্মগ্রহণ করেন। ২৩ এপ্রিল, ১৮৫০ সালে অর্থাৎ আশি বছর বয়সে এই সম্মানিত কবি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সাহিত্যকর্ম : উইলিয়াম ওয়ার্ডওয়ার্থন১৭৯৮–১৮০৮ সালে অধিকাংশ রচনা করেছেন। ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ এবং কোলরিজ (S.T. Coleridge) মিলে যৌথভাবে ‘লিরিক্যাল ব্যালাডস’ (Lyrical Ballads) রচনা করেছেন। এতে কোলরিজের ৪ টি কবিতা এবং উইলিয়াম ওয়ার্ডওয়ার্থের ১৯ টি কবিতা স্থান পেয়েছে। তিনি তাঁর অনন্য সাধারন Poetic Diction (শব্দ চয়ন) এবং Lucid Language (প্রাঞ্জল ভাষা) এর জন্য বিখ্যাত হয়ে আছেন।
উপাধি : তাঁকে—
- Thr Poet of Childhood বলা হয়।
- ইংল্যান্ডের রাজকবি (Poet Laureate) বলা হয়।
- ইংরেজি সাহিত্যের প্রকৃতির কবি (Poet of Nature) বলা হয়।
- The Lake Poet, the Worshipper of Nature বলা হয়।
- ১৮৩৯ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবিকে ডি.সি.এল উপাধি প্রদান করেন।
- রোমান্টিক আন্দোলনের প্রবর্তক (The Great Pioneer of Romantic Movement) বলা হয়।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ :
- Ecclesiastical sketches (1822)
- Lyrical Ballads (1798)
- Thanks Giving Ode (1816)
- The Prelude (আত্মজীবনীমূলক কাব্যগ্রন্থ)
- The River Duddon (A series of Sonnets)
উল্লেখযোগ্য কাব্য :
- Immortality Ode
- To Milton
- The Excursion
- I Wandered Lonely as a Cloud
- Three Years She Grew
- Titern Abbey
- The Solitary Reaper
- Michael
- The Daffodils
- The World is too much with us
উল্লেখযোগ্য নাটক :
- The Borderes
বিখ্যাত উক্তি : Nature never betray the heart that loved her.
William Wordsworth এর বিখ্যাত কবিতা 'I Wandered Lonely as a Cloud' থেকে গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা—
মোট চরণ আছে ২৪ টি
Similes (সিমিলি) :
- Continuous as the stars that shine
Metaphors (রূপক) :
- I saw a crowd
- A host of golden daffodils
- They flash upon that inward eye
- The waves beside them danced
- And then my heart with pleasure fills and dances with the daffodils
- Tossing their heads in sprightly dances
- Fluttering and dancing in the breeze
Hyperboles (অতিরঞ্জিত বা অতিশয়োক্তি) :
- in never ending line;
- Outdid the sparking waves in glee;
- Ten thousand saw I at a glance;