Grammar : Adverb

Adverb
(ভাব বিশেষণ)

এই অধ্যায়টি Adjective, Verb, Conjunction ইত্যাদি বিষয়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত। তাই এই অধ্যায়টি ভালোভাবে পড়ুন।

এই অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ : 
  • Adverb এর সংজ্ঞা এবং Adverb এর Parts of Speech কে Modify করা 
  • Adverb এর শ্রেণিবিভাগ এবং তাদের সম্পর্কিত বিস্তর আলোচনা
  • শব্দের সাথে ly যুক্ত হয়ে Adverb এর গঠন
  • শব্দের সাথে যুক্ত ly থাকা সত্ত্বেও তা Adverb না হয়ে Adjective কেন
  • Adverb কিভাবে তৈরি করতে হয় 
  • বিভিন্ন ধরনের Adverb এর ব্যবহার
  • Simple or Independent Adverb এর আলোচনা 
  • Interrogative Adverb এর আলোচনা
  • Relative or Conjunctive Adverbs এর আলোচনা

Adverb এর সংজ্ঞা : যে শব্দ বা শব্দসমষ্টি noun, pronoun বাদে অন্য সকল কিছুকে modify করে তাকে Adverb বলে। 

Adverb word টি noun, pronoun ছাড়া অন্যসব Parts of Speech এমনকি Adverb নিজেই নিজেকে আবার পুরো Sentence কেও  modify করতে পারে। তবে Adverb এর মূল কাজ হচ্ছে verb, Adjective এবং Adverb এই তিনটিকে modify করা। 

J. X Nesfield এর মতে,
An Adverb qualifies anything except a noun or a pronoun. 

বাক্যের main verb কে how (কিভাবে), where (কোথায়), when (কখন), why (কেন) এই চারটি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই adverb। 

Advanced Learning : Adverb শব্দটি noun; আর adverb শব্দটির Adjective form হচ্ছে Adverbial এবং Adverb শব্দটির Adverb form হচ্ছে in an adverbial way। 

আসুন দেখি Adverb কোন কোন Parts of Speech কে modify করতে পারে— 
  1. Rubel runs quickly. — (How runs?) - quickly (adverb) যা modify করছে 'run' Verb কে। 
  2. Fatema is a very beautiful girl. — (কত সুন্দর?) - very (adverb) যা modify করছে 'beautiful' Adjective কে।  
  3. Zinia sings extremely well. — (কত ভালভাবে?) - extremely (adverb) যা modify করছে 'well' Adverb কে।  
  4. The bird flew exactly over our heads. — (কেমন উপরে?) - exactly (adverb) যা modify করছে 'over' Preposition কে।  
  5. Dipu dislikes him simply because he is a liar. — simply (adverb) যা modify করছে 'because' Conjunction কে।  
  6. Really Rayhan is a hard-working boy. — Really (adverb) যা modify করছে পুরো বাক্যটিকে।    

শব্দের সাথে ly যুক্ত হয়ে Adverb এর গঠন :
সাধারণত Adjective শব্দের সাথে ly যুক্ত হয়ে Adverb এর গঠন করা হয়। তাই লক্ষ্য রাখতে হবে ly যুক্ত হয়ে শব্দটি তখনই Adverb যখন শব্দটি Adjective হবে। অর্থাৎ, Adjective এর সাথে ly যুক্ত করে আমরা Adverb তৈরি করতে পারি। নিম্নে এরকম কয়েকটা শব্দের উদাহরণ দেওয়া হল— 

Adjective Adverb
Notorious Notoriously
Slow Slowly
Vigilant Vigilantly
Short Shortly
Perfect Perfectly
Hearty Heartily
Obedient Obediently
Wise Wisely
Random Randomly
Delightful Delightfully
Economical Economically
Quick Quickly

শব্দের সাথে ly যুক্ত থাকা সত্ত্বেও তা Adverb হয় যেমন করে : 
আমরা জানি, Noun এর সাথে ly যোগ করলে তা Adjective হয়, কিন্তু Adjective এর সাথে ly যোগ করলে তা Adverb হয়৷ যেমন—

Noun এর সাথে ly যুক্ত হয়ে Adjective 
Example : brother + ly = brotherly (adj) 

Adjective এর সাথে ly যুক্ত হয়ে Adverb 
Example : beautiful + ly = beautifully (adv) 

নিম্নে কিভাবে থেকে গঠন হয় এমন কিছু শব্দের উদাহরণ দেওয়া হল : 
Noun Adjective
Father (পিতা) Fatherly (পিতাসুলভ)
Month (মাস) Monthly (মাসিক)
God (ঈশ্বর) Godly (ঈশ্বরবিশ্বাসী)
Home (ঘর) Homely (সাদাসিধা)
World (বিশ্ব) Worldly (পার্থিব)
Heaven (স্বর্গ) Heavenly (স্বর্গীয়)
Man (পুরুষ) Manly (পুরুষালি)
King (রাজা) Kingly (প্রভাবি/ রাজকীয়)
Brother (ভাই) Brotherly (ভ্রাতৃসুলভ)
Coward (ভীতু) Cowardly (ভীরু)
Time (সময়) Timely (সময়োচিত)
Miser (কৃপণ) Miserly (কৃপণ/ ব্যয়কুণ্ঠ)
Mother (মাতা) Motherly (মাতৃসুলভ)
Year (বৎসর) Yearly (বাৎসরিক)
Friend (বন্ধু) Friendly (বন্ধুসুলভ)
Week (সাপ্তাহ) Weekly (সাপ্তাহিক)
Scholar (বিদ্বান) Scholarly (বিদ্যানুরাগী)

ly যুক্ত Adjective (Friendly, motherly etc. এর Adverb করার নিয়ম : 
Noun হতে উৎপত্তি ly যুক্ত adjective গুলোকে adverb করতে হলে (in a _ _ _ _ way / manner) phrase ব্যবহার করতে হয়। যেমন : in a friendly way, in a motherly way/ manner etc.। সুতরাং মনে রাখবেন শুধু Friend হল Noun, Friendly হল Adjective এবং in a friendly way হল Adverb. নিচে এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া হল— 
Noun Adjective Adverb
Father Fatherly in a fatherly way
Month Monthly in a monthly way
Coward Cowardly in a cowardly way
Home Homely in a homely manner
Time Timely in a timely manner

Adverb এর শ্রেণিবিভাগ
ব্যবহারের (function) উপর ভিত্তি করে Adverb কে নিম্নলিখিত ৩ টি প্রধানভাগে ভাগ করা যায়। যথা : 
  1. Simple or Independent Adverb 
  2. Interrogative Adverb 
  3. Relative or Conjunction Adverb 

(1) Simple or Independent Adverb কে আবার কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেমন— 
  • Adverb of time (when?)
  • Adverb of place (where?) 
  • Adverb of manner (how?)
  • Adverb of frequency 
  • Adverb of quantity or degree
  • Adverb of affirmation and negation 
  • Adverb of cause and effect 
  • Adverb of order 

উপরে উল্লেখিত শ্রেণিবিভাগগুলো ছাড়াও আমরা Genitive Adverb, Introductory Adverb, Prepositional Adverb, Compound Adverb, Sentence Adverb এবং Quasi Adverb সম্পর্কে আমরা আলোচনা করব। 

Simple or Independent Adverb সম্পর্কে নিম্নে আলোচনা করা হল : 
Adverb of manner
বাক্যের Main verb কে 'how' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই Adverb of manner. Manner মানেই 'ধরন' বা 'কায়দা'৷ Verb এর কাজ সংঘটিত হওয়ার ধরন বুঝায় বলে এই adverb এর এরূপ নাম। 

মূলত adj.+ly যুক্ত adv. গুলো adv. of manner হয়৷ যেমন— badly, sadly, bravely, slowly, softly, well, locally ইত্যাদি। 

Adverb of manner এর কিছু বাক্যসহ উদাহরণ দেখুন—
  • The boy walks (হাঁটে) slowly (ধীরে ধীরে). লক্ষ্য করুন : কেমনভাবে হাঁটে? ধীরে ধীরে। বা, how? → slowly 
  • We worked hard (কঠোরভাবে).
  • I slept soundly (প্রগাঢ়ভাবে).  
  • The army fought bravely (সাহসিকতার সাথে).  
  • You have thought (ভেবেছ) wisely (বুদ্ধিমানের মত).
  • He is highly honoured (তাকে সম্মান করা হয়) here.
  • This pen writes well (ভালভাবে). 
  • She read aloud (জোরে শব্দ ক'রে).
  • Get ready (প্রস্তুত হও) quickly

Adverb of place
বাক্যের Main Verb কে 'where' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই Adverb of place. 

এই জাতীয় Adverb গুলো কোন ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থানকে (place) নির্দেশ করে। 'where' বা "কোথায়'' প্রশ্নের জবাবে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়।

যেমন :  here, there (এখানে), hither (এখানে), thither (সেখানে), near in out up above below inside outside home। এছাড়া সকল place এর নামসমূহ, যেমন—Dhaka, Rajshahi ইত্যাদি। 

নিম্নে বাক্যসহ কয়েকটি উদাহরণ দেওয়া হল— 
  • I went there (সেখানে). "where"? —এর উত্তর দিচ্ছে) 
  • She lives here (এখানে).
  • We moved thither (ওদিকে).
  • Come hither (এদিকে).
  • There is a pond (পুকুর) near (নিকটে) the school. 
  • Sitting on the branch of the tree (গাছটির ডালে ব'সে), we looked below (নিচের দিকে). 
  • She is below (নিচে) and I am above (উপরে) in the class. 
  • Air is found everywhere (সর্বত্র).
  • The dog ran away (দূরে)
  • Is he within (ভেতরে)? 
  • Come in (ভেতরে).
  • She has gone out (বাহিরে).
  • The sun has risen up.
  • The place is far (দূরে) from here. 
  • We walked three miles thence (সেখান থেকে). 
  • He went inside (ভেতরে).

বিশেষ সতর্কতা : বাক্য ছাড়া সাধারণভাবে প্রশ্ন করলে Dhaka, Rajshahi ইত্যাদি স্থানের নামগুলো Noun হবে। 

Adverb of Time
বাক্যের Main Verb কে 'when/ how long' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই Adverb of Time. যেমন : yesterday, now, today, already, someday, sometime, sometime, tomorrow, long, before, after, ago, late, daily, just now, ইত্যাদি। 

এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায় অর্থাৎ 'when' বা 'কখন'? প্রশ্নটির উত্তর দেয়। 

নিম্নে বাক্যসহ কয়েকটি উদাহরণ দেওয়া হল—
  • She will come late (দেরিতে). (when? —এর উত্তর দিচ্ছে) 
  • I came back soon. (when?) —এর উত্তর দিচ্ছে) 
  • Did you see me before? (when? —এর উত্তর দিচ্ছে।) (তুমি কি আমাকে আগে কখনও দেখেছ?) 
  • We shall go tomorrow (আগামীকাল). 
  • She went yesterday (গতকাল).
  • We rise early (সকাল সকাল) in the morning. 
  • We will go then (তখন).
  • What are you doing now? (এখন)
  • He always (সব সময়) comes to our house. 
  • She gives us milk daily (প্রতিদিন).
  • I will ever (চিরদিন) love to you.
  • He will never (কখনওনা) come back.
  • The child was born two months ago (আগে).
  • I have already (ইতিমধ্যে) completed (শেষ করেছি) my work.
  • If you are in danger, telephone me immediately. (তৎক্ষণাৎ). (যদি তুমি বিপদে পড় তাহলে তৎক্ষনাৎ আমাকে টেলিফোন কর।)
  • I have come today (আজ). 

Adverb of Down toner / Negative Adverb
Hardly, barely, rarely, scarcely, seldom, few, little, bit, never, again, not once, not until, not only, no sooner ইত্যাদি। এই Adverb গুলো Main verb এর গুরুত্ব কমিয়ে দেয়। তাই এদেরকে Negative Adverb বলে।

Negative Adverb এর ব্যবহার : বাক্যে এরূপ Negative Adverb গুলো বাংলা অর্থ হয়— কদাচিৎ/ নেই বললেই চলে/ খুব কম/ অল্প কিছু ইত্যাদি। এরূপ Negative Adverb যুক্ত বাক্যে আলাদা করে not/ no/ never এর ব্যবহার করা যাবে না। কারণ এরা নিজেরাই Negative word। যেমন— 
I can hardly see it.
(can not / can't ব্যবহার করা যাবে না।) 
আমি এটা দেখতে পারি না বললেই চলে। 

তাই এই ধরনের বাক্যে তথা (Negative Adverb যুক্ত বােক্য) Not বা No ব্যবহার করা যাবে না। 

মনে রাখবেন একই বাড়িতে যেমন ২ জন সতীন থাকতে পারে না তেমনি একটি ইংরেজি বাক্যে ২ টি / ২ বার ‘না—বোধক’ (Negative word) শব্দ বসবে না। 

Adverb of Order
এরা verb এর ক্রম বা order (শৃঙ্খলা) নির্দেশ করে। যেমন : Firstly (প্রথমে), First, Second, Secondly (তারপর/ ২য়ত) Lastly (সবার শেষে) ইত্যাদি। 

এই Adverb গুলো মূলত verb এর কাজ সম্পন্ন হওয়ার ক্রম বা Order নির্দেশ করে। উদাহরণের মাধ্যমে বাক্যে এর প্রতিফলন দেখা যাক : 
  • First (প্রথমত), We have to collect the money.
  • He came last (অবশেষে) but he finished first (প্রথমে). 
  • Secondly (তারপর বা দ্বিতীয়ত), we have to call a meeting. 
  • Lastly (অবশেষে), We must arrange for a picnic. 

বাক্যে এই সকল Adverb গুলো কাজের ধারা বা ক্রম নির্দেশ করতেছে। অর্থাৎ কোনটির পর কোনটি বা কোন কাজ হবে তার Order নির্দেশ করছে। সেজন্যে এদের Adverb of Order বলা হয়৷ 

Adverb of Frequency
যে সব adverb ক্রিয়া কতবার সম্পন্ন হয় তা বুঝায় তাদেরকে বলে Adverb of Frequency. Frequently মানে কতবার। এই শব্দটিই একটি Adverb of Frequency. 

এরা Verb এর গুণবাচক সংখ্যা প্রকাশ করে থাকে। যেমন— Once, twice, thrice (তিনগুণ) ইত্যাদি। আরো ভালোভাবে বুঝতে নিচের উদাহরণগুলো পড়ুন : 
  • I have met (সাক্ষাৎ করেছি) him (তার সাথে) once in my life. লক্ষ্য করুন : কতবার? → উত্তর হল : once (একবার)
  • He will come again (আবার). 
  • Give the patient this pill (বড়ি) thrice (তিনবার) a day. 
  • He always (সব সময়, সর্বদা) speaks the truth.
  • I often (প্রায়ই) go to the sea–shore. 
  • He will never (একবারও না, কখনও না) come back. 
  • We usually (সাধারণত অনেকবার, সচরাচর) do this.
  • They do not generally (সাধারণত) come here.
  • She sometimes (মাঝে মধ্যে অল্প কয়েকবার) comes to my house.
  • Such a good boy is rarely (কমই, খুব অল্প সংখ্যক) found (পাওয়া যায়).
  • She occasionally (মাঝে মধ্যে) invites me.

তাহলে আমরা এতক্ষণে দেখলাম যে Adverb of Frequency কোনো না কোনোভাবে সময় (time) কে নির্দেশ করে।  

Adverb of Quantity or Degree
এই ধরনের adverb 'কতখানি', 'কি মাত্রার', 'কি পরিমাণে' এসব বুঝায়। নিচের উদাহরণগুলোর মাধ্যমে সহজেই এই adverb গুলো সম্পর্কে ধারণা স্পষ্ট হয়ে যাবে : 
  • He has lost almost (প্রায়) all his money. (সে প্রায় তার সব টাকাই হারিয়েছে।) এখানে, almost (প্রায় সবই) দ্বারা হারানো টাকার পরিমাণ বুঝাচ্ছে। 
  • I drank (পান করেছিলাম) enough (যথেষ্ট, পর্যাপ্ত) milk this morning. 
  • She is quite (বেশ) happy.
  • He is very (খুব) strong. 
  • He is too (অনেক বেশি) weak to walk. 
  • Earn much and spend less.
  • He knows little (বলতে গেলে মোটেই না) about it.
  • I am rather (কিছুটা) sick today. 
  • He hardly ever (বলতে গেলে মোটেই না) comes here.
  • No such germ can live in ice.
  • You are partly (আংশিকভাবে) right.
  • A too luxurious (বিলাসবহুল) thing is least (খুবই কম, বলতে গেলে মোটেই না) used (ব্যবহৃত হয়).
  • The more man gets the more he wants (মানুষ যত পায় তত চায়).
  • Rice grows abundantly (প্রচুর পরিমাণে) in Bangladesh. 

Adverb of Affirmation and Negation
এই ধরনের adverb গুলো হ্যাঁ বা না নির্দেশ করে। যেমন : 
  • Really (প্রকৃতপক্ষে —হ্যাঁ বোধক) he is an honest man. 
  • You are probably (সম্ভবত —হ্যাঁ ও না —এর মিশ্রণ) right. 
  • He has perhaps (সম্ভবত) seen a train. 
  • He is truly (সত্যি করে হ্যাঁ বুঝাচ্ছে) a genius (প্রতিভাবান ব্যক্তি).
  • I am indeed (আসলে) a fool.
  • No, he did not go there.
  • Yes, you are right.  
  • You shall (অবশ্যই) not tell a lie (মিথ্যা বলা).
  • She has certainly (নিশ্চয়ই) done it.
  • He will possibly (সম্ভবত) come today.

Adverb of Cause and Effect
এই ধরনের adverb গুলো কোন verb —এর কাজ সংঘটিত হওয়ার কারণ ও ফলাফল নির্দেশ করে।
Cause = কারণ;
Effect = ফলাফল।
বিস্তারিত ভালোভাবে জানতে নিচের উদাহরণগুলো পড়লে ধারণা অবশ্যই স্পষ্ট হয়ে যাবে— 
  • I therefore, (অতএব —কারণকে নির্দেশ করছে; অর্থ হল 'সুতরাং এই কারণে) hope that you will do it. 
  • The man was unable to work. (লোকটি কাজ করার অযোগ্য ছিল।) 
  • Hence (এই কারণে) he was dismissed from the job (চাকরী).
  • He taught me how to do it (সে আমাকে শিখিয়েছিল কিভাবে এটা করতে হয়) and l did it accordingly (সেভাবে). (ফলাফল বুঝাচ্ছে) 
  • You did not work; Consequently (ফলত) you failed in your exam.
  • Wherefore (কি জন্যে) do you come here? I do not know why (কেন) he has done it.

Interrogative Adverb
adverb (Question) (place) (time) (quantity) 
  • When did he go? (Time বুঝাচ্ছে)
  • Where did he go? (Place বুঝাচ্ছে) 
  • How are you now? (অবস্থা বুঝাচ্ছে)  
  • How did he go? (Manner বা উপায় বুঝাচ্ছে) 
  • How much did he buy? (পরিমাণ বুঝাচ্ছে) 
  • How often (কতবার) did he come? (Frequency বা সংখ্যা বুঝাচ্ছে) 
  • Why did he go? (Cause বা কারণ বুঝাচ্ছে) 

উপরের adverb গুলো প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথে কোনো সময়, পরিমাণ, স্থান, অবস্থা, কারণ ইত্যাদি বুঝাচ্ছে। 

নোট : Direct Question এ auxiliary verb সব সময় Subject এর আগে বসে। যেমন : 
Incorrect : Why you did go there?
Corrrect : Why did you go there? 
(এখানে Subject হল you; এর আগে did বসবে।) 

Incorrect : Where she did go?
Corrrect : Where dis she go? 

Incorrect : When you will come?
Corrrect : When will you come?

Incorrect : How they have done it? 
Corrrect : How have they done it? 

কিন্তু indirect narration (speech) —এ অর্থাৎ  indirect question এ auxiliary verb subject  এর পরে বসে।

Incorrect : I know where did she go?
Corrrect : I know where she went? 
(এখানে auxiliary verb ব্যবহৃত হবে না কারণ বাক্যটি indirect হওয়াতে এখন affirmative —এ পরিণত হয়েছে৷ কিন্তু negative বাক্যে auxiliary verb থাকবে।) 

Incorrect : He ate when did he not work. 
Corrrect : He ate when he did not work. 
(subject he— এর did বসবে।) 

Relative Adverb
How (কিভাবে), where (কোথায়), when (কখন), why (কেন) এগুলো যখন কোন verb কে modify করে আবার একই সাথে বাক্যের দুটি অংশ বা (clause) কে যুক্ত (Relate) করে তখন এদেরকে Relative Adverb বলে। যেমন : 
  • I know how you work. 
  • Rony likes the place where he went last night.  

চেনার সহজ কৌশল : 
  1. বাক্যে পূর্বপদ সময়বাচক শব্দ + when, 
  2. স্থানবাচক শব্দ + where 
  3. কারণবাচক শব্দ (reason) + why 
এভাবে পাশাপাশি একসাথে থাকলে where, when, why এদেরকে Relative Adverb বলে।  

আরো সহজ করে মনে রাখুন :
Interrogative adverb গুলো  মনে আছে তো? এগুলো হলো : when, where, why, how এইগুলো যখন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার  করা হয় তখন এগুলোকে interrogative adverb বলে এটাই আমরা একটু আগে জেনেছি। কিন্তু এগুলো যখন প্রশ্ন জিজ্ঞাসার জন্য ব্যবহৃত না হয়ে দুটি sentence কে সংযুক্ত (relate) করার জন্য ব্যবহৃত হয়, তখন এদেরকে Relative adverb বলে। এক্ষেত্রে এগুলো adverb ও conjunction উভয় parts of speech এর কাজ করে। নিচের বাক্য দুটি পড়ুন : 
  1. I know the place. (আমি জায়গাটি চিনি।)
  2. He lives there. (সে সেখানে বাস করে।)

এখন, এই দুই বাক্যকে যদি একত্রে সংযুক্ত করি তাহলে—
I know the place where he lives. 
আমি জায়গাটি চিনি যেখানে সে বাস করে।

এই যেখানে = where. এটি হল relative adverb, কারণ এটি দুটি বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়েছিল। আরেকটা জিনিস লক্ষ্য করুন : এখানে  where কোন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়নি।

আমরা কিন্তু চাইলে বাক্যটিকে আরো চমৎকারভাবে ছোট করতে পারি। এখানে where এর আগে যে the place ' noun টি দেখা যাচ্ছে! ওটাই where - word টিকে নির্দেশ করছে। the place where জায়গাটি যেখানে। এই noun টিকে বলে antecedent (বা পূর্বগামী শব্দ)। 

এই Antecedent সব সময় সংযোজক শব্দের (যেমন : relative pronoun - who, which) ঠিক এর আগে বসে। এই antecedent টিকে চাইলে বাদ দিয়েও বাক্যটি গঠন করা যায় এবং এভাবে তৈরি করা বাক্যটি একদম সঠিক। যেমন :
I know where he lives. 
(মজার ব্যাপার এই বাক্যটির অর্থ আর বড় করে লেখা বাক্য উভয়ের অর্থই একই)। কিন্তু এটি আগের চেয়ে ছোট ও সহজ হয়েছে এটাই এদের পার্থক্য। এবার আরো কয়েকটি উদাহরণ দেখুন :
I know the time. 
He will come then. 

এই বাক্য দুটিকে antecedent সহ যোগ করে পাই— I know the time when he will come. 

আবার এই বাক্য দুটিকে antecedent ছাড়া যোগ করে পাই— I know when he will come.

এবার মনে রাখুন : antecedent সহ যখন wheb, where, how, why ব্যবহৃত হয় তাদেরকে বলে Relative Adverb এবং antecedent ছাড়া যখন এরা ব্যবহৃত হয় তখন এদেরকে বলো Conjunctive Adverb. 

Introductory Adverb
নিচের বাক্যগুলো পড়ুন : 
There lived a man in a village. 
এক গ্রামে বাস করত এক লোক।

Here are many boys playing. 
অনেক বালক খেলছে। 

উপরের বাক্য দু'টিতে There এবং Here কোন স্থান বুঝায়নি (এবং একারণে adverb of place নয়), শুধু Sentence শুরু করার জন্য ব্যবহৃত হয়েছে। এই ধরনের কাজে (Sentence শুরু করার কাজে) Here ও  There ব্যবহৃত হলে তাদেরকে বলে Introductory Adverb. (Introductory মানে সূচনামূলক বা আরম্ভসূচক)।

নোট : Introductory 'There ও Here' দ্বারা বাক্য শুরু হলে finite verb (সমাপিকা ক্রিয়া) সব সময় subject এর আগে বসে। যেমন : 
Incorrect : There a man lived in a village. 
Corrrect : There lived a man in a village. 

এখানে subject ''a man'' এর আগে finite verb ''lived'' বসেছে।

Late, hard, fast এগুলো কি শুধুই adverb!
Late, hard, fast এর সমস্যার সমাধান : 
  • Hard (কঠিন বুঝাতে adj.) : Mathematics is a hard subject. (অর্থ : গণিত একটি কঠিন বিষয়।) 
  • Hard (কঠিনভাবে বুঝাতে adv.) : He works hard. (অর্থ : সে কঠোরভাবে কাজ করে।)
  • Hardly (কদাচিৎ/ খুব কমই বুঝাতে adv.) : He hardly speaks in English. (অর্থ : সে খুব কমই ইংরেজিতে কথা বলে।) 
  • Late (দেরি বুঝাতে adv.) : He learned to read and write quite late in his life. [late = দেরিতে]
  • Lately (সম্প্রতি বুঝাতে adv.) : Lately My new book has been published. [Lately = সম্প্রতি] 
  • Fast (দ্রুত বুঝাতে adj. / দ্রুতভাবে বুঝাতে adv.) :  He is a fast boy. He ran fast. [ নোট : Fastly — এটি ভুল শব্দ ]
  • Firstly (প্রথমত বুঝাতে adv.) : Firstly He came to my room and then take my money. 

Genitive Adverb
Possessive Noun থেকে যে adverb গঠিত হয় তাকে বলে Genitive Adverb. যেমন : 
He must needs do it.
সে অবশ্যই কাজটি করবে = তাকে তার প্রয়োজনের জন্য কাজটি করতে হবে।

এখানে, needs = of necessity = প্রয়োজনের খাতিরে। Possessive case এ যেমন পড়েছিলে : This pen is of mine. এখানেও সেরূপ of + noun বা of + necessity —র বদলে needs ব্যবহৃত হয়েছে। এজন্য এদেরকে Genitive Adverb বলে।

আরও কয়েকটি উদাহরণ দেখুন : 
  • He came here once (= of one time = একবার) in his life. 
  • I always (= of all way = সব উপায়ে = সব সময়ে) speak the truth. 
এরূপে twice (= of two times); thrice ( = of three times) ইত্যাদি এ জাতীয় adverb.

Instrumental "The"
নিচের বাক্যগুলো পড় : 
  • The sooner, the better. (যত শীঘ্র তত ভাল।)
  • The more man gets, the more he wants. (মানুষ যত পায় তত চায়।)

উপরের বাক্য দুটিতে relative adverb of quantity (more) এর আগে বসে পরিমাণ (by how much —কতখানি) বা ব্যাপ্তি (to what extent) বুঝাচ্ছে;  article হিসেবে the ব্যবহ্ত হয় নি। প্রতিটও বাক্যের প্রথম the টি antecedent রূপে এবং পরবর্তী the টি demonstrative adverb রূপে ব্যবহৃত হয়েছে। 

এইরূপে ব্যবহৃত the কে বলে Instrumental " The ".

Prepositional Adverb
Noun বা adjective এর আগে preposition যুক্ত হয়ে কতকগুলো adverb গঠিত হয়। যেমন : 

Preposition Noun Adverb
On (=a) way (পথ) away (দূরে)
On (=a) sleep (ঘুম) asleep (ঘুমন্ত)
On (=a) loof aloof (দূরে)
On (=a) shore (তীর) ashore (তীরের দিকে)
Of (=o) clock (ঘড়ি) O'clock (সময়)
by (=be) side (পার্শ্ব) beside (পাশে)
in deed (কাজ) indeed (প্রকৃতপক্ষে)
to day (দিন) today (আজ)
to morrow tomorrow (আগামীকাল)

Preposition Adjective Adverb
On (=a) new (নতুন) anew (নতুন ক'রে)

উদাহরণের মাধ্যমে বাক্যে এর প্রয়োগ দেখুন : 
  • He keeps away from school.
  • They have fallen asleep. 
  • She keeps aloof from me.
  • He will make it anew. 
  • We sailed ashore.
  • She sat besides me.
  • He is indeed a good man.
  • Today I am happy.
  • Tomorrow they will go to India. 

Adverbial Particles
নিচের বাক্যগুলো পড়ুন : 

1.
  • She put her dress on. (সে তার পোশাক পরল।).
  • She put her dress on the table. (সে টেবিলের উপর তার পোশাক রাখল।)

2. 
  • We went up.
  • We went up the hill. 

3.
  • He fell down.
  • He fell down the chair. (সে চেয়ার থেকে নিচে পড়ে গেল।)

4. 
  • She entered in. (সে ভেতরে প্রবেশ করল।)
  • She entered in the hall. (সে হল ঘরের ভেতর প্রবেশ করল।)

5. 
  • Put your shirt off. (তোমার জামা খুলে ফেল।)
  • I put off my shirt. (আমি আমার জামা খুলে ফেললাম।)

6.
  • Boys are running about. (বালকেরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে।)
  • Boys are running about the pillar. (বালকেরা খুঁটিটির চারদিকে দৌড়াচ্ছে।) 

উপরের প্রত্যেক জোড়ার প্রথম বাক্যগুলো up, down, in, out, on, off, about ইত্যাদি word গুলো adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

আবার, দ্বিতীয় বাক্যগুলোতে একই word গুলোই preposition (Noun এর আগে বসেছে ব'লে) এর মত ব্যবহৃত হয়েছে। এই word গুলোকে adverbial particles বলে। 

Compound Adverb
যে সব Adverb দুই বা তার বেশি সংখ্যক word দিয়ে গঠিত তাদেরকে Compound Adverb বলে। যেমন : 

Other + wise Otherwise অন্যথায়, অন্যভাবে
Some + times Sometimes মাঝে মাঝে
No + where Nowhere কোথাও না
Up + stairs Upstairs সিঁড়ি বেড়ে উপরের দিকে। (Up = উপরে ; Stairs = সিঁড়ি)
Down + stairs Downstairs সিঁড়ি বেড়ে নিচের দিকে
Mid + way Midway মধ্য পথে
Never + the + less Nevertheless তথাপি, তবুও
Mean + while Meanwhile ইতিমধ্যে
Some + how Somehow কোনভাবে
There + up + on Thereupon সে কারণে। অবিলম্বে
There + about (s) Thereabouts ঐ স্থান, পরিমাণ, বা সংখ্যার কাছাকাছি
there + after thereafter তারপরে, সেকথা অনুসারে
there + at thereat ঐ স্থানে, ঐ কারণে
there + by thereby তার ফলে, প্রায়
there + for therefor ঐ কারণে
there + fore therefore ঐ কারণে
there + from therefrom যেখান থেকে, তা থেকে
there + in therein তার মধ্যে
there + in + after thereinafter দলিল ইত্যাদির পরবর্তী অংশের মধ্যে
there + in + before thereinbefore দলিল ইত্যাদির পূর্ববর্তী অংশের মধ্যে
there + in + to thereinto ঐ স্থানের মধ্যে
there + of thereof উহার, উহা থেকে
there + on thereon তার উপরে
there + to thereto অধিকন্তু, তৎপ্রতি
there + under thereunder তার নিচে

Sentence Adverb
যে Adverb কোন একটি পুরো sentence কে modify করে তাকে বলে Sentence Adverb. যেমন : 
Study harf, otherwise (নইলে), you will fail. 

এখানে, otherwise (নইলে) এর পরবর্তী বক্তব্য হল সম্পূর্ণ বাক্যটি (You will fail) নইলে ________ নইলে কি ঘটতো? পরবর্তী বাক্যটির কথা সত্য হয়ে যাবে। এভাবে otherwise হল এই বাক্যটির adverb. 
  • Now, you are in a good position. 
  • I did not join the meeting. Therefore, he fired (বরখাস্ত করল) me from the job. 
  • He is a good man. Yet, he has few (খুবই কম) friends. 
  • Go along this way. Perhaps (সম্ভবত), your brother has not advanced (অগ্রসর হওয়া) much (বেশি). 
  • Good man can be trusted (বিশ্বাস করা), indeed (প্রকৃতপক্ষে).
  • He never studied much. Accordingly (ফলে), he failed in the examination. 
  • However (যাইহোক), the story is not finished here. 
  • Moreover (অধিকন্তু), he was a thief.
  • Thus (এভাবে), we reached the station. She walked barefooted (খালি পায়ে) in the garden at night. Consequently (ফলে), she had a bad cold (সর্দি). 
  • We walked for about (প্রায়) two hours and became tired. Luckily ( ভাগ্যক্রমে), we got a car. 
  • Fortunately (সৌভাগ্যক্রমে), he won the first prize. 

Quasi Adverb
কয়েকটি Quasi Adjective আছে যারা কখনও কখনও Adverb রূপে ব্যবহৃত হয়।  
  • Adjective : It is contrary (বিপরীত) to our proposal (প্রস্তাব).
  • Adverb : She acted (কাজ করেছিল) contrary to our expectation (প্রত্যাশা).
  • Adjective : The previous (পূর্বের) date was cancelled by the instructor. 
  • Adverb : He said that his father came home the previous (পূর্ববর্তী) day. 

উপরের বাক্যগুলোতে contrary, previous - word দুটি Quasi Adverb এভাবে pursuant (to) (অনুসারে), regardless (নির্বিশেষে), preliminary (প্রাথমিক), preparatory (প্রস্তুতিমূলক) ইত্যাদি এ জাতীয় Adverb. 

Other Parts of Speech Used As Adverb

Noun : The meeting was month long.
(month একটি noun, long — adjective কে noun টি modify করেছে বলে তা এখানে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।)
The tree is breast high.
বুক পর্যন্ত লম্বা এদিকে. 

Pronoun : She will not buy it either. 
Adjective : She returned safe (নিরাপদে).
Preposition : He came in. 

Adverb Used As Noun
Adverb কখনও কখনও noun হিসেবে ব্যবহৃত হ'তে পারে। নিচে এরকম কতকগুলো উদাহরণ দেওয়া হল : 
Adverb রূপে : He went inside (ভেতরে). 
Noun রূপে : He came out from inside.
এখানে from হ'ল preposition. এর উপরে যে word বসুক না কেন তা হবে preposition এর object, আর object যখন তখন নিশ্চয়ই এটা noun হবে।

Adverb রূপে : He will come then (তখন).  
Noun রূপে : He will come by then. 
ব্যাখ্যা ঠিক আগেরটির মতনই। এখানে by হ'ল Preposition

Adverb Used As Adjective
Adverb কি কোন noun কে qualify করে? নিশ্চয়ই না। adverb qualify করে adjective, verb— এসবকে। Noun কে qualify করে adjective. অতএব noun কে যদি কোন adverb qualify করে তাহলে আমরা বলতে পারি যে ঐ adverb —টি adjective —এর কাজ করেছে। নিচের বাক্যগুলোতে এই adverb —গুলো adjective এর মত কাজ করেছে। যেমন : 
  • The down train is late today. (এখানে down train = down going train) 
  • He is going to the down town.
  • He was the then president of Bangladesh. 

উপরের বাক্যগুলোতে down, downthen - adverb তিনটি adjective এর কাজ করছে কারণ তারা যথাক্রমে train, townpresident - noun তিনটিকে qualify করছে। 

The Formation of Adverb from Adjective
সাধারণত adjective + ly → এভাবে adverb গঠন করা হয়। যেমন— 

Adjective Adverb
slow (ধীর) slowly (ধীরে)
firm (দৃঢ়) firmly (দৃঢ়ভাবে)
wise (বিজ্ঞ) wisely (বিজ্ঞভাবে)
clever (চালাক) cleverly (চালাকের সাথে)
strong (শক্তিশালী) strongly (কঠিন বা শক্তভাবে)
weak (দুর্বল) weakly (দুর্বলভাবে)
bad (মন্দ) badly (মন্দভাবে)
new (নতুন) newly (নতুনভাবে)
dear (প্রিয়) dearly (আন্তরিকভাবে)
high (উচ্চ) highly (উচ্চ ভাবে, দৃঢ়ভাবে)
gay (হাসিখুশি) gaily (হাসিখুশির সাথে)
neat (পরিচ্ছন্ন) neatly (পরিচ্ছন্ন ভাবে)
strict (কঠোর) strictly (কঠোরভাবে)
straight (সোজা) straightly (সোজাভাবে)

Comparison of Adverbs
Adjective এর degree of comparison পড়েছি আমরা সবাই কমবেশি। যেমন : good – better – best ; bold – bolder – boldest ; tall – taller – tallest ইত্যাদি। ঠিক এইভাবে কতগুলো adverb এরও degree of comparison আছে। Adjective এর মত adverb ও degree comparison পরিবর্তনের সময় কতকগুলো নিয়ম মেনে চলে। নিম্নে সেসব নিয়ম তুলে ধরা হয়েছে। যেমন : 

(১) শেষে ly নেই এমন কতকগুলো adverb এর শেষে er ও est যোগ করে যথাক্রমে comparative & superlative করতে হয়। 

Positive Comparative Superlative
fast (দ্রুত) faster fastest
late (দেরিতে) later latest
loud (উচ্চস্বরে) louder loudest
hard (কঠোরভাবে, কষ্টে) harder hardest
soon (শীঘ্র) sooner soonest
low (ক্ষীণস্বরে) lower lowest
near (নিকটে) nearest nearest
much more most
little less least
high higher highest

(২) যেসব adverb এর শেষে ly থাকে সেগুলোর আগে more এবং most অথবা less ও least বসিয়ে যথাক্রমে comparative ও superlative করা হয়।
Positive Comparative Superlative
easily more easily most easily
quickly more quickly most quickly
carefully more carefully most carefully
ব্যতিক্রম :
early earlier earliest

(৩) কতকগুলো adverb এর degree of comparison অনিয়মিত হয়। যেমন : 
Positive Comparative Superlative
in inner inmost, innermost
far farther farthest
out outer, utter outmost, utmost
well better best
forth further furthest
little less least

Order/ Serial of Adverb / MPT
Adverb (M....P....T) order/ serial মেনে চলে, অর্থাৎ একই বাক্যে adverb of manner, adverb of place, adverb of time  থাকলে প্রথমে adverb of manner, তারপর adverb of place, এবং অবশেষে adverb of time বসে। 

Example : 
The boy works carefully (M) in the field (P) everyday (T) 
Everyday he works in the field. 

Note : Time adverb গুলো বাক্যের শুরুতেও বসতে পারে। যেমন : Everyday he works in the field. 

Adverb of manner : বাক্যের main verb কে how দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা Adverb of manner। 

Adverb of place : বাক্যের main verb কে where দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা Adverb of place.

Adverb of time : বাক্যের main verb কে when দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা Adverb of time. 

Use of Some Adverb

ago
এখন থেকে অতীতকালের কোন সময় পর্যন্ত এরূপ বুঝালে Adverb হিসেবে ago ব্যবহৃত হয়। ধরুন— আপনার সাথে আমার ১৯৯০ সালে দেখা হয়েছিল। কিন্তু আপনি ১৯৯০ সালটি সরাসরি উল্লেখ না করে (১৯৯০ থেকে ১৯৯৩) = ৩ বছর এভাবে বলতে চান। অর্থাৎ গোটা সময়টাকে আপনি একটা period of time আকারে বলতে চান। সেইক্ষেত্রে আপনাকে ago ব্যবহার করতে হবে। উদাহরণ : 
Incorrect : I have met him three years ago.
Correct : I met him three years ago. 
Note : ago কথাটি উল্লেখ থাকলে sentence টি past tense এ প্রকাশ করতে হয়। 

Quite : পুরোপুরি, সম্পূর্ণরূপে। নিচের বাক্যটি পড়ুন— 
  • She is quite happy. 
  • You are quite well. 

happy, well ইত্যাদি ইতিবাচক বা সুখের অবস্থা প্রকাশক adjective এর আগে quite বসে। কিন্তু 
Incorrect : He is quite unwell.
Correct : He is very unwell. 
অর্থাৎ অশুভ বা অমঙ্গলজনক adjective এর আগে very ব্যবহার করতে হয়, quite ব্যবহার করা যাবে না। 

very
খুব, অত্যন্ত। নিচের বাক্যগুলো পড়ুন : 

Incorrect : It will be much useful.
Correct : It will be very useful. 

এখানে useful হল positive degree এর adjective. positive degree এর adjective এর আগে much বসে না, very বসে। আবার, 

Incorrect : The scenery (দৃশ্য) is much charming (মনোহর).
Correct : The scenery is very charming. 

এখানে charming হল present participle (v + ing) বা adjective রূপে ব্যবহৃত। present participle এর আগে very বসে, much নয়।

বেশ, অনেকখানি
নিচের বাক্যগুলো পড়ুন : 
Correct : It is very interesting (present participle). কিন্তু 
Incorrect : He was very astonished ( = অবাক, past part). 
Correct : He was much astonished.

তাহলে দেখলাম যে present participle এর আগে adverb হিসেবে very বসে কিন্তু past  participle এর আগে much বসে, very নয়। আবার নিচের বাক্যগুলো পড়ুন :  

Incorrect : I am very better today.
Correct : I am much better today. 

উপরের বাক্যে better হল comparative degree—র adjective. এর আগে much বসে, very বসে না। 

তাহলে আমরা জানলাম যে past participle ও comparative adjective এর আগে much বসে।

too
অধিক, অতিরিক্ত। আমরা যখন পড়েছিলাম তখন এভাবে বাক্য তৈরি করেছিলাম।  দেখুন মনে পড়ছে কিনা, 
He is too weak to walk. 
সে এত দুর্বল যে হাঁটতে পারে না।

মনে আছে ত? এখানে মানে too 'এত বেশি যে...........'।

আবার It is too much for me. (এ আমার জন্য অতিরিক্ত) বাক্যটিতে too মানে 'অতিরিক্ত'। তাহলে দেখা গেল যে too কোন কোন ক্ষেত্রে infinite বা অন্য কোন adverb phrase বা adverb/ much এর সাথে ব্যবহৃত হয়। 

very এর জায়গায় too ব্যবহার করা যাবে না। 
Incorrect : The tiger is too strong. 
Correct : The tiger is very strong. 

Quite এর স্থলেও too ব্যবহার করা যাবে না। 
Incorrect : She is too happy.
Correct : She is quite happy. 

hard, hardly
Hard — কঠোরভাবে, পরিশ্রমের সাথে। যেমন : He studies hard. 

Hardly — কদাচিৎ, না বললেও চলে। এটি সব সময় না—বোধক বা negative অর্থ প্রদান করে।
যেমন : I have hardly any money. (আমার কোন টাকা নেই বললেই চলে।)

hardly any, hardly ever, hardly at all, hardly — when এর ব্যবহার নিম্নলিখিত ব্যবহারগুলো দেখুন : 
  • I have hardly any friends here. (এখানে আমার কোন বন্ধবান্ধব নেই বললেও চলে।) 
  • He hardly ever comes here. (সে এখানে প্রায় আসেই না = সে এখানে প্রায় আসে না বললেই চলে।) 
  • It hardly rains at all during the winter in Bangladesh. (বাংলাদেশে শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে।)
  • Hardly had we reached the station when the train left. (আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিল।)

তাহলে দেখা যাচ্ছে যে, 
hardly any = বলতে গেলে মোটেও না বা নেই।
hardly at all = বলতে গেলে (কোন কাজ) ঘটেই না। 
hardly ever = বলতে গেলে কখনই না 
hardly --------- when = একটি কাজ হতে না হতে অপরটি হল। এটি হল correlative conjunction. 

No, Not
No ব্যবহৃত হয় adjective হিসেবে। যেমন— I have no pen. (আমার কোন কলম নেই।)
(এখানে no হল indefinite numeral adjective.) 

No আবার sentence adverb রূপে ব্যবহৃত হয়।  যেমন : No, I have not seen him. 

(এখানে no দ্বারা পুরো বাক্যটিকে qualify করা হচ্ছে। কিন্তু not ব্যবহৃত হয় adverb of negation রূপে।) যেমন : He has not done it.

Note : ইংরেজিতে double negative ব্যবহৃত হয় না। এ সম্পর্কিত নিম্নলিখিত উদাহরণগুলো দেখলেই আপনার ধারণা স্পষ্ট হয়ে যাবে। 

Incorrect : I do not know nothing. 
Correct : I do not know anything.  
Or, Correct : I know nothing. 

Incorrect : I did not see none.
Correct : I saw none.
Or, Correct : I did not see anyone. 

Incorrect : Nobody did not come.
Correct : Nobody come. ইত্যাদি। 
 
Since
আমরা যখন Present Perfect Continuous Tense পড়েছিলাম তখন since এর অনেক সুন্দর কিছু ব্যবহার দেখিয়েছিলাম। মনে না থাকলে একবার দেখে আসুন। সেখানে since এর অর্থ ছিল "কোন নির্দিষ্ট সময় থেকে শুরু করে—।" কিন্তু since যদি adverb হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হয় ago = আগে অর্থাৎ Since = ago = পূর্বে, আগে। যেমন : 
I went there long since. = I went there long ago. 

fairly, rather
fairly = মুটামুটি, বেশ : ভাল অর্থে। যেমন : He is fairly clever. (সে বেশ চালাক : অর্থাৎ, বক্তা চালাকি পছন্দ করে।) 

কিন্তু He is rather stupid. (সে বড় বোকা : বক্তা বোকামি পছন্দ করে না।) 

তাহলে rather = বেশ, কিছুটা : মন্দ অর্থে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন : He is rather clever এবং He is fairly stupid বাক্য দুটো কেন ভুল। আবার, The book is fairly light (হালকা : অর্থাৎ, বক্তা হালকাই পছন্দ করে : বক্তা তাতে খুশী।) 
  • The book is rather heavy. (বইটা বরং বেশ ভারি; বক্তা এতে খুশি নয়।)
  • The water is fairly hot. (বললে বোঝা যায় যে, বক্তা এতটুকু গরম পানি পছন্দ করে) কিন্তু 
  • The water is rather hot. (বললে বোঝা যায় যে, বক্তা এত গরম পানি পছন্দ করে না)। 

hardly, scarcely, barely
এই তিনটি adverb সব সময় negative বা না বোধক অর্থ দেয়। hardly এর ব্যবহার আগেই আলোচনা করা হয়েছে। এখানে তাহলে বাকি দুটের ব্যবহার দেখানো হল। 

scarcely = almost not, প্রায় নয়ই, বলতে গেলে মোটেও না। যেমন : 

There are scarcely ten boys in the class. 
এই শ্রেণীতে বড় জোর দশ জন বালক আছে।

এখানে scarcely = বড়জোর; মোটেও তার বেশি নয় ভাবখানা এরকম। 

কিন্তু barely = only just, ঠিক ঠিক। মোটেও বেশি নয়৷ 

There are barely ten boys in the class.
এই শ্রেণিতে ঠিক দশজন বালক আছে।

Titu : Can you see the bird? (তুমি কি পাখিটাকে দেখতে পাচ্ছ?) 
Shitu : I can barely see the tree. ( আমি শুধু গাছটাকে দেখতে পাচ্ছি।)  

So _____ that
So _________ that যুক্ত so অংশে adverb এর ব্যবহার : 
Adjective / Adverb + that এর পূর্বে শুন্যস্থানে থাকলে শুন্যস্থানে so বসে। আবার, so _______that  থাকলে শুন্যস্থানে adjective / Adverb বসে। এরূপ বাক্যে negative / affirmative উভয় অর্থ দিতে পারে। বাংলায় ( _______তাই _______ পারে / পারে না) এরূপ অর্থ দেয়।

গঠন :  Subject + verb ________ + so + adjective/ adverb + that + subject + verb __________. যেমন :

He is so weak that he can not walk.
সে অনেক দুর্বল তাই হাঁটতে পারে না।

উল্লেখ্য বাক্যে linking verb / be verb থাকলে so এর পর adjective এবং Main verb থাকলে so এর পর adverb বসে। 

Enough এর ব্যবহার
এটি কখন Adjective হয়, কখন Adverb হয়

Enough যখন adjective হয় : গঠন— enough + noun (E + N) হয়। যেমন : 

I have no enough money. 

Enough যখন adverb হয় : গঠন— Adj. / Adv. + enough (A + E) হয়। যেমন : 

She is beautiful enough. 

সংক্ষেপে বলা যায় : enough বসে adj. / adverb এর পরে এবং noun এর পূর্বে ; 

সুতরাং এভাবে শর্টকাটে মনে রাখুন : (A + E) এবং (E + N) আরো সংক্ষেপে {A → E → N} 

মনে রাখা জরুরি যে : enough এর সাথে কখনো as, so, the, ly, yet যোগ হবে না।

জেনে রাখা ভাল : Time শব্দটি enough এর আগে/ পরে যেকোন স্থানে বসতে পারে। 

Position / Identification of adverb in a sentence
বাক্যের বিভিন্ন অবস্থানে adverb বসতে পারে। নিচের আলোচিত সব উপায়গুলো প্রমাণ করতে চাইলে আপনি সকল গঠনের Main Verb কে how/ where/ when/ why দ্বার প্রশ্ন করে উত্তর হিসেবে adverb খুঁজে পেতে পারেন। 

উপায় — 1
Main verb / action verb এর পরে adverb বসে। (main verb এর অপর নাম action verb) 

গঠন — 1 : subject + main verb + adverb + extension  যেমন : 
I know better. 
People like him little. 

গঠন — 2 : Sub + main verb + object + adverb + extension যেমন : 
He works hard all day round. 
The child sat mute in the corner of the park.

উপায় —  2
বিভিন্ন tense এ ব্যবহৃত tense marker/ adverb of time যেমন : always, often, usually, quite, seldom, hardly, rarely, never, still, sometimes, ago, last night, recently, not, once, twice ইত্যাদি adverb গুলো main verb এর আগে বসে অথবা Auxi. verb এবং main verb এর মাঝে বসে। 

গঠন — 1 : subject + adverb + main verb + extension. যেমন :
Shihab always runs quite fast.

গঠন — 2 : Sub + Aux. verb + adverb + main verb + extension. যেমন :
He has already finished his homework. 

উপায় — 3
Main verb be verb (am, is, are, was, were) be verb adverb 

গঠন : Subject + be verb + adverb + extension যেমন :
I am always busy. 

উপায় — 4
বাক্যে time adv গুলো শুরুতে বা শেষেও বসতে পারে। 

গঠন : adv. of time + subject + verb + (obj) ___________ + Adv. of time. যেমন : 
Desdemona wants to go shopping tomorrow.

উপায় — 5
বাক্যের মাঝে how, where, when, why ইত্যাদি conjunction গুলো adverb এর কাজ করে। 

উপায় — 6
Phrase দ্বারা সময় বা স্থানবাচক শব্দগুলো adv. হিসেবে বিবেচ্য। যেমন : To and fro (এদিক ওদিক)। 

উপায় — 7
comparative degree তে যত ________ তত অর্থে  more ব্যবহৃত হলে তা adverb হবে। কারণ more শব্দটি main verb কে modify করে। যেমন :
The more you read, the more you learn. 

উপায় — 8
কোন verb এর উপর জোর প্রদান করতে verb এর পূর্বে (sentence —এর শুরুতে) adverb ব্যবহার হয়। যেমন : 
Down went the Titanic.
টাইটানিকটি ডুবে গেল।

উপায় — 9
বাক্যের সর্বশেষ word টি preposition হলে অথবা preposition এর পরে কোন noun / pronoun না থাকলে preposition টি adverb হয়। যেমন :
Please, come in. 
I have seen you before. 
The sun has gone down.

এ জাতীয় উদাহরণে সাধারণত Preposition গুলো স্থান নির্দেশ করে তাই এরা Adverb হয়।

উপায় — 10
Imperative বাক্যের subject উহ্য থাকে তাই এরূপ বাক্যে verb এর পূর্বে অনুরোধ, আদেশ, উৎসাহ ইত্যাদি অর্থে please, well, now ইত্যাদি adverb বসতে পারে। যেমন :
Please come in. 

উপায় — 11
"প্রায়" অর্থ প্রদানে about - adverb হিসেবে কাজ করে। যেমন :
I have been trying for about a month. 
Post a Comment (0)
Previous Post Next Post