Grammar : Strong & Weak Verb

Strong & Weak Verb

সংজ্ঞা : Tense বা কাল অনুসারে verb এর রূপ বদল হয়। বিভিন্ন প্রকার মূল Verb (v1) থেকে Verb এর Past Form (v2) ও Past Participle (v3)  এ পরিবর্তনকে Conjugation of Verb বলে। 

প্রকারভেদ : Conjugation of Verb অনুসারে Verb —গুলোকে ২ ভাগে ভাগ করা যায়৷ যথা : 
  • Strong Verb বা Irregular Verb 
  • Weak Verb বা Regular Verb 

Strong Verb বা Irregular Verb : যে সকল Verb এর অভ্যন্তরীণ Vowel পরিবর্তনের মাধ্যমে অথবা শেষে n, en, ne ইত্যাদি যোগ করে Past এবং Past Participle গঠন করা হয়, তাদেরকে Strong Verb বা Irregular Verb বলে। উদাহরণ :
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Chide তিরস্কার করা Chid Chidden
Cleave চিরে ফেলা Clove Cloven
Cling লেগে থাক Clung Clung

চেনার উপায় : 
১. Word এর অর্ন্তগত Vowel বর্ণগুলো পরিবর্তন হয়।
২. Verb এর শেষে n, en, ne ইত্যাদি যোগ হয়। 

মনে রাখার কৌশল : Strong বা শক্তিশালী Verb গুলো শক্তির কারণে মানুষ নিয়মিত পরিবর্তন করতে পারে না। তাই এদের কে Irregular Verb বলে। এদের মূলত Vowel অথবা দ্বারা n পরিবর্তন করি। সংক্ষেপে :  Sl—vn 

Weak Verb বা Regular Verb : যে সকল Verb এর শেষে d, ed, t ইত্যাদি যোগ করে  Past এবং Past Participle গঠন করা হয় তাদেরকে Weak Verb বা Regular Verb বলে। যেমন : 
Creep – Crept – Crept 
Dream – Dreamt – Dreamt
ইত্যাদি। 

চেনার উপায় : 
১. Word এর অর্ন্তগত Vowel বর্ণগুলো পরিবর্তন হয় না।
২. Verb Word এর শেষে d, ed, t ইত্যাদি যোগ হয়। 

মনে রাখার কৌশল : Weak Verb গুলোর শক্তি কম থাকার কারণে আমরা নিয়মিত পরিবর্তন করি। তাই এদেরকে Regular Verb বলে। d অথবা t দ্বারা পরিবর্তন হয়। সংক্ষেপে : WR—dt 

গুরুত্বপূর্ণ কিছু Verb (Strong — Weak মিশ্রিত) নিম্নে দেওয়া হল। এগুলো প্রায়ই পরীক্ষায় এসে থাকে। 

Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Abide মেনে চলা Abode Abode
Bear বহন করা Bore Borne
Bear প্রসব Bore Born
Bring বয়ে আনা Brought Brought
Bid আদেশ করা Bade Bidden
Bite কামড়ানো Bit Bitten, Bit
Bleed রক্ত বের হওয়া Bled Bled
Blow বাতাস বহা Blew Blown
Buy ক্রয় করা Bought Bought
Come আসা Came Come
Drink পান করা Drunk Drunk
Feel অনুভব করা Felt Felt
Fell পতন করা Felled Felled
Fling নিক্ষেপ করা Flung Flung
Lead নেতৃত্ব দেওয়া Led Led
Laud প্রশংসা Lauded Lauded
Do কোন কাজ করা Did Done
Dwell বাস করা Dwelt Dwelt
Deliberate বিবেচনা করা Deliberated Deliberated
Draw অঙ্কন করা Drew Drawn
Eat খাওয়া Ate Eaten
Fling নিক্ষেপ করা Flung Flung
Freeze জমে যাওয়া Froze Frozen
Hit আঘাত করা Hit Hit
Hurt আঘাত করা Hurt Hurt
Put রাখা Put Put
Set স্থাপন করা Set Set
Spread ছড়িয়ে পড়া Spread Spread
Lose হারিয়ে ফেলা Lost Lost
Seek খোঁজ করা Sought Sought
Shake নাড়া দেয়া Shook Shaken
Shear বিভক্ত করা Sheared Sheared/ Shorn
Smell ঘ্রাণ নেয়া Smelt Smelt
Spring লাফ দেয়া Sprang Sprung
Stink দুর্গন্ধ ছড়ানো Stank Stunk
Slay হত্যা করা Slew Slain
Slide পিছলে যাওয়া Slid Slid
Slip পা পিছলানো Slipped Slipped
Spit থুতু ফেলা Spit Spit
Split টুকরো হওয়া Split Split
Swing দোল খাওয়া Swung Swung
Swear শপথ নেওয়া Swore Sworn
Tear ছিঁড়ে ফেলা Tore Torn
Thrust জোর করে চাপানো Thrust Thrust
Telecast টিভিতে প্রচার করা Telecast Telecast
Tread পায়ে মাড়ানো Trod Trodden
Wear পরিধান করা Wore Worn
Undertake দায়িত্ব গ্রহণ করা Undertook Undertaken
Underlie দায়ী হওয়া Underlain Underlain
Welcome স্বাগত জানানো Welcomed Welcomed
Withhold প্রত্যাহার করা Withheld Withheld
Wring মোচড়ানো Wrung Wrung

কতকগুলো Verb এর Past Form এবং Past Participle এ কোনরূপ পরিবর্তন হয় না৷ নিচে এরূপ কিছু উদাহরণ দেওয়া হল—

Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Bid নিলাম ডাকা Bid Bid
Burst ফেটে পড়া Burst Burst
Cast নিক্ষেপ করা Cast Cast
Cost দাম লাগা Cost Cost
Cut কাটা Cut Cut
Hit আঘাত করা Hit Hit
Hurt আঘাত করা Hurt Hurt
Put রাখা Put Put
Set স্থাপন করা Set Set
Spread ছড়িয়ে পড়া Spread Spread
Thrust জোর করে চাপানো Thrust Thrust
Telecast টিভিতে প্রচার করা Telecast Telecast
Split টুকরো হওয়া Split Split
Let অনুমতি দেওয়া Let Let
Quit ছেড়ে দেওয়া Quit Quit
Rid মুক্ত করা Rid Rid
Shed ঝড়ানো Shed Shed
Shut বন্ধ করা Shut Shut
Broadcast সম্প্রচার করা Broadcast Broadcast
Beset ঘেরাও করা Beset Beset

Confusing Clear Part

এখানে সংক্ষেপে শুধু রূপগুলো দেখানো হয়েছে। অনেক মজার মজার এবং মনে রাখার গোপন কৌশল দিয়ে Common mistake অধ্যায়ে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তাই এখানে আর repeat করা হলো না। চাইলে অধ্যায়টি দেখে নিতে পারেন এক্ষুণি। ১০০% শিওর আপনার অবশ্যই ভালো লাগবে। 

Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Rise বৃদ্ধি পাওয়া Rose Risen
Arise উঠা, উদ্ভুত হওয়া Arose Arisen
Rouse জাগ্রত করা Rouse Rouse
Raise উঠানো, বৃদ্ধি করা Raised Raised
Lie মিথ্যে বলা Lied Lied
Lay কিছু রাখা/ কাউকে শোয়ানো Laid Laid
Lay ডিম পাড়া Laid Laid
Loose আলগা করা Loosed Loosed
Lose হারানো, পরাজিত হওয়া Lost Lost
Drown ডুবে মরা Drowned Drowned
Sink বস্তু ডুবে যাওয়া Sank Sunk
Flee পলায়ন করা Fled Fled
Flow প্রবাহিত হওয়া Flowed Flowed
Follow অনুসরণ করা Followed Followed
Fly উড়া Flew Flown
Hang ফাঁসি দেওয়া Hanged Hanged
Hang বস্তু ঝুলানো Hung Hung

এবার কিছু Verb (Conjugation) এক নজরে দেখে রাখুন— 

A — B
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Arise ওঠা Arose Arisen
Awake জাগানো Awoke Awoken
Act কাজ করা Acted Acted
Abide মেনে চলা Abode Abode
Act কাজ করা Acted Acted
Awake জাগানো Awoke Awoken
Bear প্রসব করা Bore Borne/ Born
Become হওয়া Became Become
Befall ঘটা Befell Befallen
Beget উৎপন্ন করা Begot Begotten
Begin শুরু করা Began Begun
Believe বিশ্বাস করা Believed Believed
Bend বাঁকানো Bent Bent
Best পরাজিত করা Bested Bested
Bite কামড়ানো Bit Bitten, Bit
Blend মিশানো Blended Blended
Bless আর্শীবাদ করা Blessed Blessed
Bleed রক্ত বের হওয়া Bled Bled
Break ভাঙ্গা Broke Broken
Breed জন্ম দেওয়া Bred Bred
Beat প্রহার Beat Beaten
Befall ঘটা Befell Befallen
Blend মিশানো Blended Blended
Bless আর্শীবাদ করা Blessed Blessed
Begin শুরু করা Began Begun
Behold দেখা Beheld Beheld
Believe বিশ্বাস করা Believed Believed
Bend বাঁকানো Bent Bent
Bind বাঁধা Bound Bound
Breed জন্ম দেওয়া Bred Bred
Build তৈরি করা Built Built
Bury কবর দেয়া Buried Buried
Beseech মিনতি করা Besought Besought

C — D
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Catch ধরা Caught Caught
Chide তিরস্কার করা Chid Chidden
Choose পছন্দ করা Chose Chosen
Clap হাততালি দেয়া Clapped Clapped
Cling লেগে থাকা Clung Clung
Chew চিবানো Chewed Chewed
Clothe কাপড় পরা Clothed Clothed
Dare সাহস করা Dared Dared
Die মরা Died Died
Dye রং করা Dyed Dyed
Drink পান করা Drunk Drunk
Dream স্বপ্ন দেখা Dreamt Dreamt
Drive চালানো Drove Driven
Deliberate বিবেচনা করা Deliberated Deliberated
Dig খনন করা Dug Dug

E — F
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Eat খাওয়া Ate Eaten
Fall পড়ে যাওয়া Fell Fallen
Flee পলায়ন করা Fled Fled
Feel অনুভব করা Felt Felt
Fell পতন করা Felled Felled
Fling নিক্ষেপ করা Flung Flung
Forbear সহ্য করা Forbore Forborne
Firbid মান্য করা Forbade Forbidden
Foresee ভবিষ্যত দেখা Foresaw Foreseen
Forget ভুলে যাওয়া Forgot Forgottenb
Forgive ক্ষমা করা Forgave Forgiven
Fight যুদ্ধ করা Fought Fought
Find খোঁজ করা Found Found
Found স্থাপন করা Founded Founded
Forsake ত্যাগ করা Forsook Forsaken
Overflow ছাপিয়ে যাওয়া Overflowed Overflowed
 
G — L
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Get পাওয়া Got Got
Grow উৎপন্ন করা Grew Grown
Hide লুকিয়ে রাখা Hid Hidden
Hold ধরা Held Held
Kneel হাঁটু পেতে বসা Knelt Knelt
Knit বোনা Knit Knit
Knock কড়া নাড়া Knew Known
Leap লাফানো Leaped Leaped
Lead নেতৃত্ব দেয়া Led Led
Learn শেখা Learnt Learnt
Lean হেলান দেওয়া Leant Leant
Leave ত্যাগ করা Left Left
Lend ধরা দেয়া Lent Lent
Light আলো জ্বালানো Lighted Lighted
Load বোঝাই Loaded Loaded
Loose ঢিলে করা Loosed Loosed
Lose হারিয়ে ফেলা Lost Lost
Hang ফাঁসি দেয়া Hanged Hanged
Hang বস্তু ঝুলানো Hung Hung


Confusing Verbs " L "
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Lie মিথ্যে বলা Lied Lied
Lie শুয়ে থাকা, কিছু পড়ে থাকা, কোন জায়গায় অবস্থিত হওয়া Lay Lain
Lay কোন কিছু রাখা, স্থাপন করা, কাউকে শুয়ে রাখা, স্থাপন করা, ডিম পাড়া Laid Laid

Short Technique : Lay বসলে অবশ্যই এর Object থাকে। অর্থাৎ Lay এর পরে সরাসরি Noun/ Pronoun/ Noun Phrase থাকবে (অবশ্যই Noun/ Pronoun/ Noun Phrase —র পূর্বে কোন Preposition থাকবে না, যদি থাকে তবে Lie বসবে।) 
The postman lays/ laid the mail on the table every day. 
He lies/ lay on the sofa to rest. 
Special Notes : 
Incorrect : Her coat was laying on the chair. 
Corrrect : Her coat was lying on the chair.  

Explanation : যেহেতু পরবর্তীতে on the chair (preposition + Noun Phrase) তাই laying এর পরিবর্তে lying হবে। preposition থাকলে এর পূর্বে Lie হবে আর সরাসরি noun/ noun phrase থাকলে সেখানে Lay হবে। 

উদাহরণ : 
Incorrect : I have lain your notebook on the table by the door so that you won't forget it. 
Correct : I have laid your notebook on the table by the door so that you won't forget it. 

Explanation : যেহেতু এখানে your notebook একটি Noun Phrase যা lain (Lie এর v3 form) এর পরে দেখা যাচ্ছে, কিন্তু এখানে  Lay এর v3 Form – laid হওয়ার কথা। আর সরাসরি Lay + Noun/ Noun Phrase, এবং Lie + Preposition + Noun Phrase। 

Incorrect : Key West lays off the coast of Florida.
Correct : Key West lies off the coast of Florida. 

Incorrect : Why don't you lay down for a while?
Correct : Why don't you lie down for a while?

Incorrect : Linda always forgets where she lies her glasses. 
Correct : Linda always forgets where she lays her glasses. 

R — S
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Rive ছিন্ন করা Rived Riven
Ride চড়া Rode Ridden
Rid মুক্ত করা Rid Rid
Ring ঘন্টা বাজানো Rang Rung
Rise উদিত হওয়া Rose Risen
Run দৌড়ানো Ran Run
See দেখা Saw Seen
Seek খোঁজ করা Sought Sought
Sell বিক্রয় করা Sold Sold
Send পাঠানো Sent Sent
Sew সেলাই করা Sewed Sewed/ Sewn
Shake নাড়া দেয়া Shook Shaken
Shave দাঁড়ি কাটা Shaved Shaved
Spin সুতা কাটা Spun Spun
Shine কিরণ দেয়া Shone Shone
Shrink সংকুচিত হওয়া Shrank Shrunk
Shoot গুলি করা Shot Shot
Sing গান করা Sang Sung
Sink ডুবে যাওয়া Sank Sunk
Sit বসা Sat Sat
Slay হত্যা করা Slew Slain
Slide পিছনে যাওয়া Slid Slid
Sling নিক্ষেপ করা Slung Slung
Slink সরে পড়া Slunk Slunk
Slip পা পিছলানো Slipped Slipped
Smell ঘ্রাণ নেয়া Smelt Smelt
Sow বপন করা Sowed Sowed
Speak কথা বলা Spoke Spoken
Spell বানান করা Spelt Splet
Speed দ্রুত করা Sped Sped
Spilth উপচে পড়া Spilt Spilt
Shear বিভক্ত করা Sheared Shorn, Sheared
Spoil নষ্ট করা Spoiled Spoiled
Spring লাফ দেওয়া Sprang Sprang
Stand দাঁড়ানো Stood Stood
Steal চুরি করা Stole Stolen
Stick লেগে থাকা Stuck Stuck
Sting হুল ফোটানো Stung Stung
Stride পা ফেলা Strode Stridden
Strive সংগ্রাম করা Strove Striven
Swell ফুলে ওঠা Swelled Swelled
Swim সাঁতার কাটা Swam Swum
Swing দোল খাওয়া Swung Swung
Swear শপথ নেয়া Swore Sworn
Sweep ঝাঁট দেওয়া Swept Swept

Confusing Verbs : R — S
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Rise নিজে ওঠা, বৃদ্ধি পাওয়া Rose Risen
Sit নিজে বসা Sat Sat
Arise উঠা, উদ্ভূত হওয়া Arose Arisen
Raise অন্যকে উঠানে, বৃদ্ধির কারণ হওয়া Raised Raised
Set অন্যকে বসানো, স্থাপন করা Set Set
Rouse জাগ্রত করা Roused Roused

Short Technique : Raise/ Set বসলে অবশ্যই এর Object থাকে। অর্থাৎ Raise/ Set এর পরে সরাসরি Noun/ Pronoun/ Noun Phrase থাকবে (অবশ্যই Noun/ Pronoun/ Noun Phrase এর পূর্বে কোন Preposition থাকবে না, যদি Preposition থাকে অথবা কোন Noun/ Pronoun/ Noun Phrase –ই না থাকে তবে Rise/ Sit বসবে। 

উদাহরণ : 
  • Heavh rain raised/ raises the water level of reservoir. 
  • The water lever rises/ rose when it rains.
  • The students set the lab equipments on the table.
  • The equipment sits/ sat on the table.

T — Z
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Tear ছিঁড়ে ফেলা Tore Torn
Thrive সমৃদ্ধ হয়ে ওঠা Throve Thriven
Throw নিক্ষেপ করা Threw Thrown
Tread পায়ে মাড়ানো Trod Trodden
Understand বুঝতে পারা Understood Understood
Uphold তুলে ধরা Upheld Upheld
Undertake দায়িত্ব গ্রহণ করা Undertook Undertaken
Wake জেগে ওঠা Woke Waken
Wait দেরি করা Waited Waited
Weave বোনা Wove Woven
Wear পরিধান করা Wore Worn
Weep কাঁদা Wept Wept
Welcome স্বাগতম জানানো Welcomed Welcomed
Win জিতে যাওয়া Won Won
Wind গুটানো Wound Wound
Withhold প্রত্যাহার করা Withheld Withheld
Wring মোচড়ানো Wrung Wrung

No Change Verbs
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Bet বাজি রাখা Bet Bet
Bid নিলাম ডাকা Bid Bid
Burst ফেটে পড়া Burst Burst
Cast নিক্ষেপ করা Cast Cast
Cost দাম Cost Cost
Cut কাটা Cut Cut
Hit আঘাত করা Hit Hit
Hurt আঘাত দেওয়া Hurt Hurt
Let অনুমতি দেওয়া Let Let
Put রাখা Put Put
Quit ছেড়ে দেওয়া Quit Quit
Read পড়া Read Read
Rid মুক্ত করা Rid Rid
Set স্থাপন করা Set Set

Post a Comment (0)
Previous Post Next Post