Verb - ক্রিয়া
(Part - 2)
Transitive verb (সকর্মক ক্রিয়া)
Transitive verb (সকর্মক ক্রিয়া) এর উপশ্রেণির আবার শ্রেণিভেদ আছে। এগুলো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। জানার জন্যে আমরা এক নজরে দেখে নিই :
Primary / Tense Auxiliary Verb :
- Be verb (হওয়া অর্থে) : am, is, are, was, were, be, being, been, art, wast, wert
- Have verb (আছে অর্থে) : have, has, had, hast, hadst
- Do verb (করা অর্থে) : do, does, did
নোট : art, wert, wast, shalt, wilt, hast, hadst এগুলো কবিতায় ব্যবহৃত হয়। যেমন—
Thou you art moon.
Intransitive verb (অকর্মক ক্রিয়া)
Intransitive verb (অকর্মক ক্রিয়া) এর ভেতর Modal Auxiliary verb ও পড়ে। আমরা সাধারণত Modal Auxiliary verb হিসেবে can, could, may, might, could have, shall, should, will, would, would have, might have, must, must have, must be, need, used to, ought to ইত্যাদিকে।
Non – finite Verb (অসমাপিকা ক্রিয়া) ৩ প্রকার। যথা—
- Infinitive (to + v1)
- Gerund (v1 + ing)
- Participle (Participle কে ৩ ভাগে ভাগ করা যায়) যথা :
- Present Participle (v1 + ing)
- Past Participle (v3)
- Perfect Participle (having - v3)
এসব ছাড়াও আরো অনেক প্রকার Verb আছে। এভাবে একের পর এক শ্রেণিভেদ দেখে দেখে মেমোরিতে রাখা দুরুহ। সেজন্য এগুলো একসঙ্গে না জেনে অল্প অল্প করে মাথায় ধারণ করে নিতে হবে।
Finite Verb
যে Verb বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম, এবং বাক্যে subject এর number ও
person অনুযায়ী যার রূপ নির্ণীত হয় তাকে finite verb বা সমাপিকা ক্রিয়া
বলে।
এই Finite verb আবার ২ প্রকার। যথা :
- Main / Principal Verb
- Auxiliary / Helping Verb
যেমন :
I have given him a pen.
(এখানে have given — finite verb; যেখানে have = auxiliary
verb এবং given = main verb)
Main / Principal Verb :
Main verb ব্যতিত কোন বাক্য গঠন হতে পারে না। যে verb অন্য কোন verb এর সাহায্য
ছাড়াই বাক্যের অর্থ প্রকাশ করতে সক্ষম তাকে main verb বলে। যেমন :
Do, call, run ইত্যাদি।
উদাহরণ :
He ran fast.
Main verb / Principal verb চেনার উপায় মূলত ২ টি। যথা :
- বাক্যে একটি মাত্র verb থাকলে সেটি main verb; যেখানে বাক্যের subject 3rd person singular number হলে verb এর সাথে s বা es যুক্ত করতে হয়। যেমন : I do it. He reads the book. I did the work.
- বাক্যের tense auxiliary / modal auxiliary verb এর পরবর্তী verb টি main/principal verb. যেমন : He has done it. He should do it.
Main / Principal Verb ২ প্রকার। যথা :
1. Transitive verb (সকর্মক ক্রিয়া) : সহজ কথায় object বা কর্ম থাকলে
Transitive verb। এটি ৩ টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা—
- Causative verb (প্রযোজক ক্রিয়া)
- Cognate verb (সগোত্রীয় ক্রিয়া)
- Factitive verb ( প্রয়োজক ক্রিয়া)
2. Intransitive verb (অকর্মক ক্রিয়া) : সহজ কথায় object বা কর্ম না থাকলে
Intransitive verb।কে আবার ১ টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা—
- Linking verb / Copulative verb / Copula verb (সংযোজক ক্রিয়া)
Transitive verb (সকর্মক ক্রিয়া) :
যে main verb একাকী তার অর্থ সম্পূর্ণ করতে পারে না বিধায় অন্য কোন word (noun/
pronoun) / object এর সাহায্য গ্রহণ করে transitive verb তাকে বলে। তাই বলা যায়,
যে main verb এর পর, object/ কর্ম পাওয়া যায় ঐ main verb কে transitive verb বলে।
যেমন— Mother loves *me*. She reads *a book*. (বাক্যে ২ টি তে me এবং a book
Obj. বিধায় Love এবং Read শব্দ দুটি transitive verb. (সহজ কথায় কর্ম/ obj. থাকলে
transitive verb)
List of some transitive verb :
Take, Understand, Give, Read, Miss, Write, Love, Advice, Know, Order, Ask,
Manage, Raise, Lay, Set, Stop ইত্যাদি।
বাক্যের Main verb কে what (কি) (কাকে) দ্বারা প্রশ্ন করলে object পাওয়া
যায়।
Object এর সংজ্ঞা এবং প্রকারভেদ :
Object (কর্ম) : যা / যাকে কেন্দ্র করে কর্তা কাজ সম্পন্ন করে তাকে Object / কর্ম
বলে। চেনার উপায় : বাক্যের main verb কে what / whom (কি/ কাকে) দ্বারা প্রশ্ন
করলে যে উত্তর পাওয়া সেই উত্তরটিই Object। N. B. verb এর object হতে পারে
শুধুমাত্র Noun/ pronoun ; (object হল sub. এর ভিন্ন সত্ত্বা)
Object (কর্ম) ২ প্রকার। যথা :
1. Direct Object ( বস্তুবাচক কর্ম) / Do : বাক্যের main verb কে what
(কি) দ্বারা প্রশ্ন করলে যে বস্তুবাচক উত্তর পাওয়া যায় সেই উত্তরটিকেই direct
object বলে। যেমন :
He got a letter. (Direct Object)
2. Indirect Object (ব্যক্তিবাচক কর্ম) / IO : বাক্যের main verb কে whom
(কাকে) দ্বারা প্রশ্ন করলে যে বক্তিবাচক উত্তর পাওয়া যায় সেই উত্তরটিকেই
indirect object। যেমন :
His father gave me a book. (Indirect Object)
Transitive Verb এর পর একত্রে দুটি Object বসানোর নিয়ম (Order / Serial of
using double object) :
Rule 1 : Sub + Transitive Verb + Indirect Object + Direct Object +
________________.
Example :
He gave me a pen.
Rule 2 : Sub + Transitive Verb + Direct Object + for/ with/ to, etc. +
Indirect Object + ____________________.
Example :
He gave a pen to me.
নোট : direct object এর preposition বসে কিন্তু indirect object এর পর কোন
preposition বসে না।
Complement এর সংজ্ঞা এবং প্রকারভেদ :
Complement : মূলত subject / object সম্পর্কে অতিরিক্ত অর্থ সম্পন্নকারী
বা অর্থপূর্ণকারী noun ও adjective গুলোই complement।
Complement সাধারণত 2 প্রকার। যথা :
1. Subject Complement : Verb এর পরবর্তী adjective / noun যদি ঐ
verb এর subject নির্দেশ করে, তবে উক্ত adjective / noun কে subject complement
বলে। (subject এর অভিন্ন সত্ত্বা/ একই)।
Example :
She is beautiful.
এখানে beautiful adj. টি she (sub) কে নির্দেশ করে বিধায় এখানে
beautiful একটি subject complement। এরকম আরো উদাহরণ—
Shakespeare is a playwright.
He is a fool.
Honesy tastes sweet.
2. Object Complement : Object এর পরবর্তী adjective / noun যদি ঐ
object কে নির্দেশ করে, তবে উক্ত adjective / noun কে Object complement বলে।
(Object এর অভিন্ন সত্ত্বা/ একই)।
Example :
I called him a fool.
এখানে fool দ্বারা object (him) কে নির্দেশ করে বিধায় এটি object complement)।
এরকম আরো একটি Example :
We made him captain.
Transitive Verb
Transitive Verb এর বিস্তারিত আলোচনা :
কোনো Verb এর Object থাকলে সেটি Transitive Verb, কিন্তু উক্ত Transitive Verb
গুলো আবার তাদের অবস্থা, কাজ, গঠন ইত্যাদি অনুসারে বিভিন্ন নাম হতে পারে। আমরা
নিচে কয়েকটি নিয়ে আলোচনা করব৷
Common Verb (সাধারণ ক্রিয়া) : যে Transitive Verb এর কাজ subject দ্বারা
সম্পাদিত হয়, তাকে Common Verb বলে। যেমন—
Mother eats rice. (মা ভাত খায়)। এই বাক্যে 'eat'
শব্দটি Common Verb, কারণ বাক্যে খাওয়ার কাজটি subject (Mother) দ্বারা সম্পাদিত
হয়।
Causative Verb (প্রযোজক ক্রিয়া) : যে Transitive Verb এর কাজ Object
দ্বারা সম্পাদিত হয়, তাকে Causative Verb বলে। সহজ কথায়, কাউকে দিয়ে কোনো কিছু
করানোর অর্থে যে verb টি ব্যবহার করা হয় সেটি Causative Verb। যেমন—
Mother feeds the child. (মা শিশুকে খাওয়ায়)। এই বাক্যে
'feed' শব্দটি Causative Verb কারণ বাক্যে খাওয়ানোর কাজটি object (the
child) দ্বারা সম্পাদিত হয়।
নিম্নে কিছু Common এবং Causative Verb এর উদাহরণ দেখুন :
Common | Causative |
---|---|
Eat (খাওয়া) | Feed (খাওয়ানো) |
Learn (শেখা) | Teach (শেখানো) |
Lie (থাকা) | Lay (রাখা) |
See (দেখা) | Show (দেখানো) |
Sit (বসা) | Set (বসানো/ স্থাপন করা) |
Rise (উঠা) | Raise (উঠানো) |
Dive (ডুব দেওয়া) | Dip (ডুবানো) |
Know (জানা) | Inform (জানানো) |
Believe (বিশ্বাস করা) | Convince (বিশ্বাস করানো) |
Remember (মনে করা) | Remind (মনে করে দেওয়া) |
Causative Verb তৈরিতে Let, Make, Leave এবং Help এর ব্যবহার :
Rule : Let/ make / made / leave / left এগুলোর পর ব্যক্তি/ বস্তুবাচক
object, যেটাই আসুক এরপর v1 বসে।
গঠন : Sub + let/ make/ leave (any tense) + ব্যক্তি/ বস্তুবাচক object + v1
_____________.
উদাহরণ :
I let him go there.
The mother made her baby take the medicine.
Rule : Help/ helped এরপর ব্যক্তি/ বস্তুবাচক object যাই থাকুক তারপর v1/
(to + v1) বসতে পারে।
গঠন : Sub + Help/ helped + object (ব্যক্তি/ বস্তুবাচক) + v1 / (to + v1) বসতে
পারে।
উদাহরণ :
Sabbir helps Shikha complete/to complete the note.
Causative Verb তৈরিতে have এবং get এর ব্যবহার :
Rule : have/ has/ had/ get/ gotten এদের পরে বস্তুবাচক Object থাকলে তারপর
past participle বসে।
গঠন : Sub + have/ has/ had/ get/ gotten (any tense) + বস্তু/ বিষয়বাচক Object
+ v3 (past participle) __________.
যেমন :
I got the work done.
I have a work completed.
Rule : have/ has/ had এর ব্যক্তিবাচক object থাকলে তারপর verb এর base form
বসে।
গঠন : Sub + have (any tense) + ব্যক্তিবাচক object + v1 (verb base form)
________.
যেমন :
Anis had shahid clean the floor.
Zoo animals have a dentist fill their teeth.
Rule : get/ got এর পর ব্যক্তিবাচক object থাকলে তারপর verb এর infinitive
হয়।
গঠন : Sub + get (got/ gotten) + obj. (ব্যক্তি/ প্রাণি) + (to + v1)
যেমন :
I'll get an electrician to repair the fan.
Advanced Learner –রা শিখে রাখুন :
বিভিন্ন possessive : my, our, your, her
ইত্যাদি + যে noun থাকবে সেই noun দেখে causative verb ব্যবহার করতে হবে। সাবধান
my, our, your, her এগুলো দেখেই object কে ব্যক্তি ভাবা যাবে না। পরের noun খেয়াল
করতে হবে। যেমন :
I got my room cleaned.
(এখানে room object এবং my adj.)
Cognitive এবং Factive verb এর সংজ্ঞা ও প্রকারভেদ :
Cognitive verb (সগোত্রীয় ক্রিয়া) : যখন transitive verb এর পর object আকারে
তার সমজাতীয় রূপ/ noun form গ্রহণ করে তখন উক্ত verb টি Cognte verb বলে এবং
object টিকে cognate object বলে। (এককথায় verb এবং object দেখতে একই রকম।)।
He slept a sound sleep.
সে একটি নির্মল ঘুম ঘুমালো।
He ran a race.
সে একটি দৌড় দৌড়ালো।
He fought a battle / fight.
সে একটা যুদ্ধে যুদ্ধ করলো।
Rina sings a song.
রিনা গান গায়।
নোট : He ran a race. এখানে ran শব্দটি intransitive verb কারণ in a race
কোন object নয়, এটি একটি Adverb।
Factitive Verb (প্রয়োজক ক্রিয়া) : যে transitive verb তার একটি object এর
ধারনা সম্পূর্ণ করার জন্য নতুন complement গ্রহণ করে তাকে প্রয়োজক ক্রিয়া
(Factitive Verb) বলে। আর object টিকে Factitive Object বলে।
যেমন :
We elected him chairman.
b. We made him captain.
Phrasal Verb : বাক্যে একাধিক শব্দ মিলে verb এর কাজ করলে তাকে verbal phrase/
phrasal verb বলে। যেমন— My new book will come to light very soon. বাক্যে
come to light (প্রকাশ পাওয়া) হলো verbal phrase/ phrasal verb।
Intransitive Verb এর সংজ্ঞা ও চেনার সহজ উপায় :
Intransitive Verb (অকর্মক ক্রিয়া) : যে main verb কে whom বা what দিয়ে
প্রশ্ন করলে verb এরপর এর উত্তর হিসেবে object পাওয়া যায় না তাকে Intransitive
Verb (অকর্মক ক্রিয়া) বলে। যেমন— River flows, –Babies cry. –Econo writers well.
এই বাক্যগুলোতে flow, cry, write এদেরকে what দ্বারা প্রশ্ন করলে verb এর পরে
উত্তর পাওয়া যায় না। তাই এগুলো সব Intransitive Verb। [সহজ কথায় : কর্ম/ না থাকলে
Intransitive Verb]
গঠন : Sub + Intransitive Verb + Complement / extension/ adverb
________.
উদাহরণ :
I walk in the road. (হাঁটা)
Birds fly. (উড়া)
Rice grows in Bangladesh. (জন্মায়)
He fought in 1971.
I rise from sleep.
He ran in the field. (সে মাঠে দৌড়ালো)
Advanced Learner –দের জন্য : বাক্যে main verb কে দ্বারা প্রশ্ন করে এদের
উত্তর verb এর পূর্বে পাওয়া গেলে তা বাক্যের subject হিসেবে গণ্য। যেমন : Rice
grows in Bangladesh. এই বাক্যের verb কে দ্বারা what প্রশ্ন করে উত্তর হলো
Rice যা verb এর পূর্বে আছে বিধায় এটি একটি Subject । তাই সতর্ক থাকবেন : main
verb কে what/ whom দ্বারা প্রশ্নের উত্তর verb এর আগে হলে subject আর verb এর
পরে হলে object হয়।
Linking/ Copulative/ Copula verb এর সংজ্ঞা ও উদাহরণ :
Linking Verb (সংযোজক ক্রিয়া) : যে Verb, subject এবং complement মাঝে বসে এবং এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে Linking Verb বলে।
Linking Verb এর উদাহরণ : be verb (am, is, are, was, were), become, feel, appear, smell, stay, sound, seem, look, taste, remain, go, grow ইত্যাদি।
যেমন :
She is beautiful.
He became a politician.
Advanced Learner –দের জন্য : Linking verb গুলোকে state of perceiving বলা যায়।
Copulative Verb / Copula Verb : যে intransitive verb গুলো স্বাভাবিক অর্থের বিকৃত হয়ে 'হওয়া' অর্থ প্রকাশ করে সেগুলো Copulative/ Copula Verb হয়।
যেমন :
The dog went mad.
কুকুরটি পাগল হয়ে গেছে।
(এরূপ verb গুলোর জন্যে এমসিকিউ অপশনে Copulative/ Copula Verb না থাকলে linking verb বলা যাবে)
⤴ এই পর্যন্ত Main Verb/ Principal Verb সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করা হল। এবার আমার Auxiliary Verb নিয়ে বিস্তারিত আলোচনা করব৷ মনোযোগ দিয়ে এই আলোচনাটি পড়ুন কারন এই অংশটি অন্যান্য অধ্যায়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ।