Conjunction
পার্ট—১
Conjunction এর Basic Learning
Conjunction চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক৷ যেকোনো পরীক্ষায় এই অংশ থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তাই আমরা গুরুত্বের সাথে এই অধ্যায়টি অবশ্যই পড়বো। আলোচনার সুবিধার জন্যে বৃহত্তর অধ্যায়টিকে ৩ অংশে বিভক্ত করে ছোট ছোট পার্টে আলোচনা করা হয়েছে।
- পার্ট—১ : Conjunction এর Basic Learning
- পার্ট—২ : Conjunction এর গঠনগত ব্যবহার
- পার্ট—৩ : Conjunction এর অর্থগত ব্যবহার
নিম্নে (পার্ট—১) Conjunction এর Basic Learning এর আলোচনা শুরু করা হলো—
এই অধ্যায়ের আলোচিত বিষয়সমূহ :
- Conjunction এর সংজ্ঞা? প্রকারভেদ ও কী কী? ইহা কার সাথে যুক্ত হয়?
- Co–ordinating Conjunction গুলো কী কী? বাংলা অর্থসহ এরূপ ১০ টি Conjunction এর নাম।
- Sub–ordinating Conjunction গুলো কী কী? বাংলা অর্থসহ এরূপ ১০ টি Conjunction এর নাম।
- Conjunction চেনার উপায় কী কী? / Identification of Conjunction
Conjunction এর সংজ্ঞা : Conjunction এমন এক Parts of Speech যা দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে৷ যেমন : and, or, but, yet, though, although ইত্যাদি।
A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses or sentences.
Conjunction যাদের কে যুক্ত করে :
- He is poor but (he is) honest. (এখানে but দুটি clause কে যুক্ত করেছে।)
- Rahim is an expert in English and Management. (এখানে and দুটি word কে যুক্ত করেছে।)
- I saw him playing football and shouting with the boys. (এখানে and দুটি phraseকে যুক্ত করেছে।)
- Karim or Rahim will go. (এখানে or দুটি word কে যুক্ত করেছে।)
Advanced Learning : Conjunction Vs Preposition :—
১. প্রথম কথা হলো : কোন শব্দ/ শব্দগুচ্ছ দ্বারা Subject + verb ------/ Clause/ Sentence কে যুক্ত করা হলে সেটি নির্দিধায় conjunction হয়। যেমন : I went after he had come.
২. দ্বিতীয় কথা হলো : কোন শব্দ/ শব্দগুচ্ছ দ্বারা Word/ phrase কে যুক্ত করা হলে তা Preposition ও conjunction উভয়ই হতে পারে। এ অবস্থায় বুঝার উপায় বা পার্থক্য কী হতে পারে?
৩. Basic পার্থক্য : Preposition তার পরবর্তী Word/ Phrase এর সাথে সম্পর্ক করে বিভক্তির আশ্রয়ে অর্থ দিয়ে থাকে।
যেমন : of Dhaka = ঢাকা + এর = ঢাকার
before morning = সকাল এর পূর্বে
তাহলে বিভক্তিসমূহ (কে, রে, প্রতি, দিকে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, র, এর, এ, য়, তে ইত্যাদি)। আর বিভক্তিহীন দুটি শব্দকে যুক্ত করে conjunction। যেমন : Rajshahi and Dhaka = রাজশাহী এবং ঢাকা, এখানে কোন বিভক্তি আশ্রয় নেই।
Conjunction প্রকারভেদ : Conjunction প্রধানত ২ প্রকার। যথা :
- Co–ordinating Conjunction
- Sub–ordinating Conjunction
এদের আবার আরো কতকগুলো প্রকারভেদ আছে। নিম্নে সেগুলো একনজর দেখে নিন—
Co–ordinating Conjunction
যে Conjunction গুলো দুই বা ততোধিক সমশ্রণীর স্বাধীন Clause কে যুক্ত করে তাদেরকে Co–ordinating Conjunction বলে।
ইহা ব্যবহার ও অর্থ অনুসারে ৪ ভাগে বিভক্ত। যথা—
(i) Cumulative Conjunction (সংযোজক অব্যয়) : এদের কাজ হল, এরা বা ততোধিক Co–ordinating Clause কে (সমশ্রেণীভুক্ত Clause কে) যুক্ত করে।
উদাহরণ :
- Go there. (সেখানে যাও।)।
- You will find him. (তুমি তাকে পাবে।)
বাক্য দু'টিকে and দ্বারা যুক্ত করলে পাওয়া যায় Go there and you will find him. (এখন কিন্তু বাক্য দুটি Clause এ পরিণত হয়েছে।)
Cumulative Conjunction (সংযোজক অব্যয়) গুলো হল : and, both ___ and, no less ____ than, as well as, not only ___ but also ইত্যাদি।
(ii) Alternative Conjunction (বিকল্পবাচক অব্যয়) : এই ধরনের Conjunction গুলো দুইটি ভাব বা বক্তব্যের মধ্যে থেকে একটিকে বেছে নেয়। মনে রাখবে, এরাও কিন্তু Co–ordinating Conjunction এর দলে। মাত্র একটি ভাবকে বেছে নিলেও এরা দু'টি স্বাধীন ভাবের মধ্য থেকেই একটিকে বেছে নেয়।
উদাহরণ :
- Biva has not passed the exam.
- Eiva has not passed the exam.
বাক্য দু'টির প্রত্যেকটি না–বোধক বা Negative। এখানে Biva বা Eiva কেউই পরীক্ষায় পাশ করতে পারে নি এরূপ না–বোধক বাক্যের একটিকে বেছে নেওয়ার জন্য neither ___ nor ব্যবহৃত হয়। তাহলে উপরের বাক্য দু'টিকে একত্রে লেখা যায়—
Neither Biva nor Eiva has (have হবে না) passed the exam.
অর্থ : বিভা বা ইভা কেউই পরীক্ষায় পাশ করে নি।
Alternative Conjunction (বিকল্পবাচক অব্যয়) গুলো হল : Either ___ or (এটা অথবা ওটা), Neither ___ nor (এটাও না ওটাওনা), or, otherwise (অথবা)।
(iii) Adversative Conjunction (বিপরীত বাচক অব্যয়) : দুটি ভাবের মধ্যে তুলনা বুঝাতে এই ধরনের Conjunction ব্যবহৃত হয়।
যেমন :
- He is rich. (সে ধনী।)
- He is unhappy. (সে অসুখী।)
এখানে বাক্য দু'টির ভাব দু'টি একে অপরের বিরোধিতা করে। কারণ ধনী হলে মানুষ সচরাচর সুখীই হয়। কিন্তু এই বাক্যের কর্তার ক্ষেত্রে তা উল্টো ঘটেছে। সুতরাং এখানে but (কিন্তু), yet (তথাপি), still (তবুও) —এর যেকোনো একটি ব্যবহার করে বাক্য দুটির ভাবের তুলনা করা যায় :
He is rich but (he is) unhappy.
or, He is rich, yet he is unhappy.
or, He is rich, still he is unhappy.
Adversative Conjunction (বিপরীত বাচক অব্যয়) গুলো হলো : but (কিন্তু), yet (তথাপি), still (তবুও), nevertheless (তথাপিও/ তা সত্ত্বেও), on the contrary (অপরদিকে), while/ whereas (অন্যদিকে), only (কেবল)।
(iv) lllative Conjunction (সিদ্ধান্ত বাচক অব্যয়) : এই ধরনের Conjunction কোন কার্যকারণ সম্পর্ক বুঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, একটি ভাব "কার্য" (ফল) এবং অপর একটি ভাব "কারণ" —এর মধ্যে এই Conjunction গুলো সম্পর্ক স্থাপন করে। সংকেতের মাধ্যমে নিম্নরূপে দেখানো যেতে পারে—
কারণ → কার্য (ফলাফল)
যেমন :
- He has starved for three days. (সে তিনদিন ধরে না খেয়ে আছে।)
- He has become weak. (সে দূর্বল হয়ে পড়েছে।)
উপরের বাক্য দুটির ভেতর ১ম বাক্যটি হলো কারণ এবং ২য় বাক্যটি হলো তার ফলাফল। এদের কে নিম্নরূপে যুক্ত করা যায়—
He has starved for three days; therefore (সুতরাং) he has become weak.
or, He has starved for three days; as a result he has become weak.
or, He has starved three days. Consequently, he has become weak.
উপরেরব বাক্যগুলোতে "ফলাফল" প্রকাশক ভাবটির আগে therefore, as a result, consequently এগুলো ব্যবহার করেছি। আমরা কিন্তু চাইলে এখানে for ব্যবহার করতে পারতাম। যেমন : He has become weak, for he has starved for three days.
* Note : for ব্যবহারের ক্ষেত্রে কতকগুলো রেস্ট্রিকশন আছে। এখানে সেগুলো পরবর্তীতে বর্ণনা করা হবে।
Sub–ordinating Conjunction
যে Conjunction গুলো একটি স্বাধীন Clause ও এক বা একাধিক নির্ভরশীল Clause যুক্ত করে তাদেরকে Sub–ordinating Conjunction বলে।
নিচের বাক্যগুলোতে Sub–ordinating Conjunction এর কতিপয় উদাহরণ লক্ষ্য করুন :
We had reached the station before the train left.
ট্রেন ছাড়ার আগে আমরা স্টেশনে পৌঁছলাম৷
We waited in the street untill he came.
সে না আসা পর্যন্ত আমরা রাস্তায় অপেক্ষা করলাম।
Do not move unless l tell you to (move).
আমি যদি নড়তে না বলি তাহলে তুমি নড় না।
বাক্যগুলো before, untill, unless —এগুলো হল Sub–ordinating Conjunction. এদের পরবর্তী তে যে clause গুলো বসেছে সেগুলো হল Sub–Sub–ordinate Clause.
Sub–ordinating Conjunction গুলো ব্যবহার ও অর্থ অনুসারে বিভিন্ন শ্রেণীর হতে পারে। যেমন—
- Time (সময়)
- Cause or Reason (কারণ)
- Purpose (উদ্দেশ্য)
- Condition (শর্ত)
- Effect (ফলাফল)
- Comparison (তুলনা)
- Concession or Contrast (স্বীকৃতি বা তুলনা)
- Manner (রীতি)
- Introductory Sense (সূচনা)
- Apposition (সম্বন্ধ)
এদের উদাহরণগুলো এখানে দেখানো হল। (পার্ট—২ এবং ৩ তে বিস্তারিত ব্যবহার) :
- Time (সময়) : Till/ Untill (যতক্ষণ না), Before, after, when (কখন), while (যখন)।
- Cause or Reason (কারণ) : since (যেহেতু), as (যেহেতু), because (কারণ)।
- Purpose (উদ্দেশ্য) : that/ so that/ in order that (যাতে), lest (পাছে কিছু ঘটে)।
- Condition (শর্ত) : if/ whether (বরং)/ provided that (শর্ত থাকে যে), unless (যদি না)।
- Effect (ফলাফল) : so ____ that
- Comparison (তুলনা) : as if/ as though (যেন), than (চেয়ে), as ___ as (মত/ একই), so ___ as।
- Concession or Contrast (স্বীকৃতি বা তুলনা) : Though/ although (যদিও), even though (এমনকি যদিও), however (যাই হোক না কেন)।
- Manner (রীতি) : As ___ so (যেমন ___ তেমন)।
- Introductory Sense (সূচনা) : That (Example: That he is a good man is known to all.)
- Apposition (সম্বন্ধ) : The rumour (গুজব) that his son has become a theif is false.
Conjunction চেনার উপায় (Identification of Conjunction) :
যে শব্দ/ শব্দগুচ্ছ দুটি Sentence/ clause কে যুক্ত করে সেগুলো Conjunction হয়। এক্ষেত্রে Conjunction শব্দগুলো চিনে নিতে পারলেই সহজে উত্তর করা যাবে। যেমন : since, but, while, unless, if, though, although, till, untill, that ইত্যাদি।
Sentence Linker :
Conjunction ও Sentence Linkers এর মধ্যে পার্থক্য হচ্ছে Conjunction Link করে word/ phrase/ clause কে যা একটি বাক্যের মধ্যে, আর sentence linker, link করে full stop ( . ) যুক্ত দুটি আলাদা বাক্যকে। তবে আধুনিক ইংরেজিতে এদের মধ্যে কোন পার্থক্য করা হয় না। যেমন : I helped him. In face, he is my relative. এখানে ১ম বাক্যর অর্থের সাথে ২য় বাক্যের বিশেষ সংযোগ হয়েছে; তা হলো— আমি সাহায্য করলাম৷ বস্তুত সে আমার আত্মীয়।
কিছু Sentence Linker চিনে রাখি :
however (যাইহোক), hence (এই কারণে/ সুতরাং), nevertheless (তথাপিও/ তা সত্ত্বেও), actually (প্রকৃতপক্ষে), indeed (প্রকৃতপক্ষে), besides (তা ছাড়াও), therefore (এই জন্যে), moreover (অধিকন্তু), finally (সবশেষে), naturally (স্বাভাবিকভাবে), any way (যে কোন উপায়ে), for example (উদাহরনস্বরূপ), in fact (প্রকৃতপক্ষে), as a result (ফলে), of course (অবশ্যই), on the whole (মোটের উপর), on the contrary (অন্যদিকে), namely (অর্থাৎ/ যথা) ইত্যাদি।
পরবর্তী পর্বগুলো অবশ্যই পড়ে নিবেন। অন্যথায় Conjunction সম্পর্কিত উত্তরগুলো ভালমতো করতে পারবেন না।
Conjunction > Part One > Part Two > Part Three