Conjunction
পার্ট—৩
Conjunction এর Basic Learning
এই পোস্টের আলোচ্য বিষয়বস্তু সমূহ :
- Conjunction এর অর্থগত ব্যবহার আলোচনা কর।
- As soon as / As long as এদের অর্থগত ব্যবহার।
- As much as / as many as/ much as এদের অর্থগত ব্যবহার।
- as ___ as / so ____ as এদের অর্থগত ব্যবহার।
- কোন অর্থ প্রদানে As if / as though ব্যবহার হয়? উদাহরণ দাও।
- Because, because of (due to, owing to) এসব linkers এর অর্থগত ব্যবহার।
- By the time এর অর্থগত ব্যবহার।
- Before এবং after অর্থগত ব্যবহার।
- Though, Although, Even, even if, even though অর্থগত ব্যবহার কী? উদাহরণ দাও।
- But এবং and এর অর্থগত ব্যবহার কী? উদাহরণ দাও।
- But for, if, provided that এগুলোর অর্থগত ব্যবহার কী? উদাহরণ দাও।
- In spite of / Despite of / Instead of / yet / still এর অর্থগত ব্যবহার কী? উদাহরন দাও।
- lest / let alone এর অর্থগত ব্যবহার? উদাহরণ দাও।
- While / When / During / Whenever / Whereas এর অর্থগত ব্যবহার কী? উদাহরণ দাও।
- So that/ in order that/ Now that এর ব্যবহার দেখান।
- Otherwise / or / so / therefore / for / for what এর ব্যবহার দেখাও।
- Since / As এর ব্যবহার দেখাও।
- Till / Untill / Unless এর অর্থগত ব্যবহার কী? উদাহরণ দাও।
- In case, In case of, if, unless এর অর্থগত পার্থক্য করুন।
- Linker হিসেবে whether, what, hence, consequently এর ব্যবহার দেখাও।
- Linker হিসেবে thereby, nevertheless, unfortunately এর ব্যবহার দেখাও।
- Conjunction Adverb হিসেবে how, where, why, when, even এর ব্যবহার দেখাও।
- Conjunction + to + verb হিসেবে how, when, where, what, why এর ব্যবহার দেখাও।
১. Conjunction এর অর্থগত ব্যবহার :
Conjunction গুলো সাধারণত তাদের অর্থ
অনুযায়ী বসবে। তাই শুরুতেই তাদের অর্থ জানা জরুরি। সুতরাং নিম্নে আগে তাদের
অর্থগুলো জেনে নিন—
Conjunction | অর্থ |
---|---|
After | পরে |
and, as well as | এবং |
as if / as though | যেন |
as __ as / so __ as | মত / একই |
As __ so | যেমন __ তেমন |
Because | কারণ |
before | পূর্বে |
However | যাই হোক না কেন |
if | যদি |
lest | পাছে কিছু ঘটে |
neither __ nor | এটাওনা __ ওটাওনা |
Nevertheless | তথাপিও |
Not less __ than __ | এটার চেয়ে ঐটা কম নয় |
Not only __ but also __ | শুধু এটা নয়, ঐটাও |
still | তবুও |
than | চেয়ে |
that / so that / in order that | যাতে |
that | যে |
thereby | এই উপায়ে |
therefore | এই জন্য |
though / although | যদিও |
Both __ and | উভয় |
But | কিন্তু |
Consequently / as a result, for / because of | ফলে |
either __ or | এটা অথবা ওটা |
Even though | এমনকি যদিও |
As soon as | যেই মাত্র |
As long as | যতক্ষণ - ততক্ষণ |
only | কেবল |
or, otherwise | অথবা |
provided that | যদি |
since | যেহেতু |
on the contrary | অপরদিকে |
Till / untill | যতক্ষণ না |
unless | যদি না |
when, while | যখন |
whether | বরং |
while / whereas | অন্যদিকে |
yet | তথাপি |
২. As soon as / As long as এদের অর্থগত ব্যবহার :
As soon as : যেইমাত্র / __ মাত্রই, বুঝাতে As soon as বসে। (একটু মাথায়
রাখুন : As soon as সংশ্লিষ্ট বাক্যে বিভিন্ন tense হতে পারে, তাই এর বিস্তারিত
জানতে হলে অবশ্যই tense with conjunction চ্যাপ্টার পড়ুন)
As long as : "যতক্ষণ - ততক্ষণ" বোঝাতে As long as বসে। উদাহরণ :
I still stay with you __ there is a room free.
Ans : as long as
He can stay ___ he wants.
Ans : as long as
Get off the bus ___ it stops.
Ans : as soon as
৩. As much as / as many as / much as এদের অর্থগত ব্যবহার :
As much as / as many as : যত পরিমাণ - বুঝাতে As much as এবং যত সংখ্যক
বুঝাতে as many as বসে।
Much as : "যদিও" অর্থে Much as বসে। উদাহরণ :
There is a plenty of food. You can have ____ you like.
Ans : as much as
_____ respect your point of view, I can not agree.
Ans : Much as I
____ I respect you, I can not obey your restrictions.
Ans : Much as
৪. as ___ as / so ____ as এদের অর্থগত ব্যবহার :
as ___ as / so ____ as : মত / সমান বুঝাতে positive degree তে না–বোধক
বাক্যে so ___ as বসে, এবং হ্যাঁ–বোধক / না–বোধক উভয় বাক্যে as ___ as বসে।
উদাহরণ :
Last week was ___ (hot) as this week.
(গত সপ্তাহে এ সপ্তাহের মত গরম
ছিল।)
Ans : as hot
Nothing seems so exciting ____ the first aeroplane ride.
Ans : as
Would you be so kind __ to keep me informed?
Ans : as
৫. কোন অর্থ প্রদানে As if / as though ব্যবহার :
As if / as though : যেন অর্থ প্রকাশ বাক্যে Past perfect / past indefinite
এর পূর্বে As if / as though বসে।
গঠন ১ : present Ind + As if / as though + past Ind (sub + v2 / were / had +
extension)
Note : Subject যাই হোক এক্ষেত্রে was ব্যবহার হয় না। যেমন : He talks as if he
were a mad.
গঠন ২ : past Ind. + As if / as though + past perfect / past Ind.
উদাহরণ :
They treated me ____ I was a child.
Ans : as if
He speaks ___ he was a scientist.
Ans : as if
He looks ____ he hasn't slept all night.
Ans : as if
It looks ___ she will start crying.
Ans : as if
৬. Because, because of (due to, owing to) এসব linkers এর অর্থগত ব্যবহার
:
Because, because of (due to, owing to / for) : because অর্থ – কারণ, যা
clause এর পূর্বে বসে। এবং because of / due to / owing to / for অর্থ – কারণে /
জন্যে, এগুলো phrase এর পূর্বে বসে।
গঠন : because + sub + verb আর because of / due to / owing to / for + noun /
noun phrase বসে।
নোট : due to, owing to, because of এগুলো সমজাতীয় তাই সাধারণভাবে একটি অন্যটির
পরিবর্তে বসতে পারে। উদাহরণ :
He went home ___ he was tired.
(সে বাড়িতে গেল কারণ সে ক্লান্ত ছিল।)
Ans : because
She was absent ____ her cold.
Ans : because of
The young executive was not chosen for the project ___ his lack of
qualification.
Ans : for
I had to go Dhaka ___ my sisters marriage.
Ans : due to
No one knows what colour dinosaurs were ____ no sample of their skin has
survived.
(কেউ জানে না কোন রঙের ডাইনোসর ছিল কারণ তাদের চামড়ার কোনো নমুনা
বিদ্যমান নেই।)
Ans : because
She didn't buy it ___ the price was so high.
Ans : because
৭. By the time এর অর্থগত ব্যবহার :
By the time : By the time দ্বারা clause যুক্ত থাকলে তা "যখন / পূর্বেই"
অর্থ দেয়। এক্ষেত্রে By the time + present indefinite এবং অপর পাশে future
indefinite / future perfect / future perfect continuous tense হয়। উদাহরণ :
___ you get this letter, I'll be in New Zealand.
(তুমি এই চিঠি পাওয়ার
পূর্বেই আমি নিউজিল্যান্ড থাকবো।)
Ans : By the time
____ we get to the seminar, the presentation will have started.
(আমরা
সেমিনারে পৌছানোর পূর্বেই উপস্থাপন শুরু হবে।)
Ans : By the time
৮. Before এবং after অর্থগত ব্যবহার :
"Before" and "After" : দুটি কাজের মধ্যে পূর্বে অর্থে Before এবং পরে অর্থে
after বসে। উদাহরণ :
My father usually has a cup of hot milk ___ the alarm clock rings.
(ঘড়িতে
ঘন্টা বাজার পূর্বে আমার বাবা সচরাচর গরম দুধ পান করেন।)
Ans : before [have / has এর একটি ভিন্ন অর্থ হলো খাবার গ্রহণ করা]
I take only five minutes to wake up __ the alarm clock rings.
Ans : after
____ invention of television, People spent more time reading.
Ans : Before
৯. Though, Although, Even, even if, even though অর্থগত ব্যবহার :
Though, Although : দুটি clause এর বিপরীতমুখীতা বোঝাতে Though, Although
বসে। অর্থাৎ, একটি clause affirmative হলে অন্যটি negative হয়৷ বাংলায় সাধারণত "যদিও, __ তথাপি / তবু __ এরূপ অর্থ দেয়। যেমন :
Although he worked very hard, he did not pass.
(যদিও সে কঠোর পরিশ্রম করেছিলো তবুও সে পাশ করে নি।)
Note : Though / Although কোনো phrase এর সামনে বসে না, clause এর সামনে বসে
বিধায় এদের Conjunction বলে।
Advanced Learning : Through (থ্রো) বাংলায় "মধ্য দিয়ে / উপায়ে" বুঝাতে
phrase এর পূর্বে through বসে। এটি মূলত preposition হয়। যেমন : Through hard
work and determination, he has made his dreams come true. (কঠোর পরিশ্রম ও দৃঢ়
সংকল্পের মধ্য দিয়ে সে তার স্বপ্নকে সত্য করেছে।)
উদাহরণ :
____ the student was not very intelligent; he spoke very well.
Ans : Though
___ hard work and determination, he has made his dreams come true.
Ans : Through
I could not sleep ___ I was very tired.
Ans : although
___ traffic in Dhaka is going up, no one is doing anything about it.
Ans : Although / Though
____ the situation infuriated him, he did his best to hide his anger.
Ans : Though
___ glass is, for all practical purposes, a solid, its molecular structure
is that of a liquid.
Ans : Although
Even though / Even if : Although এর চেয়ে বেশি জোড় প্রদান করতে অর্থাৎ
"এমনকি যদিও" —তথাপিও / তবুও অর্থে even though / even if বসে। উদাহরণ :
I can not touch the roof even if I stand on a chair.
[ স্পষ্টভাবে
সত্যতা থাকলে বাক্যে even though কে প্রাধান্য দিতে হবে, যেমন : Even though she
can't drive, she has bought a car. ]
Even : কোন clause এর সামনে "এমনকি" অর্থে even বসে। যেমন : Even a
child can understand it.
উদাহরণ :
Hospitable people like speaking to foreigners __ they have not been
introduced.
Ans : even if
They like to keep their old houses rather than build new ones ___ it very
difficult and expensive to maintain them.
Ans : even though
১০. But এবং and এর অর্থগত ব্যবহার :
But এবং and : দুটি clause এর বিপরীতমুখীতা বোঝাতে but বসে। অর্থাৎ
একটি clause affirmative হলে অপরটি negative হয়। বাংলায় : __ কিন্তু __
অর্থ দেয়। উদাহরণ :
He worked very hard but he did not pass.
[and দ্বারা বাক্যে দুটি
সমজাতীয় বিষয়কে যোগ করে অর্থাৎ, উভয়পাশে affirmative হয় অথবা উভয়পাশে negative
হয়।]
Advanced Learning : ছাড়া / ব্যতিত অর্থে but একটি preposition, যেমন :
We had no choice but to go home. (আমাদের বাড়ী যাওয়া ছাড়া উপায় ছিল না।) উদাহরণ :
I was waiting for Ushoshi ____ she never came.
Ans : but
I awake one-morning ___ found myself famous.
Ans : and
"The plane will take off in time provided (যদি) the weather ____ (be
good)."
Ans : is good
Dr. Mary Edwards Walker was a surgeon, soldier, ___ fighter for Women's
rights.
Ans : and
Mr. Ahmed was rich ____ he was not a happy man.
Ans : but
I am fair ____ my sister is dark.
Ans : but
১১. But for, if, provided that এগুলোর অর্থগত ব্যবহার :
But for : শর্তমূলক বাক্যে if + negative clause কে সংক্ষেপে but for + noun
/ noun phrase আকারে লিখতে হয়। বাংলায় ( যদি ___ না করতে তবে ____) এরূপ অর্থ
দেয়। যা 3rd conditional এর অনুরূপ গঠন হয়। যেমন :
But for your sincerest
coorperation, I would have failed.
(যদি তোমার অকৃত্রিম সহযোগিতা না থাকতো তবে
আমি ফেইল করতাম।)
If : দুটি clause এর মধ্যে "যদি" অর্থে if বসে। যেমন :
Ask him if he likes
it.
(তাকে জিজ্ঞাসা কর যদি সে এটা পছন্দ করে।)
Provided that : এই শর্ত থাকে যে / যদি / if ইত্যাদির ন্যায় অর্থ দিতে
provided that বসে। যেমন :
The flight will take off provided that the weather
is good.
(যদি আবহাওয়া ভালো হয় তবে প্লেন ছাড়বে)
আরো উদাহরণ :
____ your sincerest cooperation I would have failed.
Ans : But for
____ the polar ice-caps melt, many coastal cities and islands could be
submerged.
Ans : lf
He'll end up in prison ____ he's not careful.
Ans : if
___ You get father's permission I will take you fishing next week.
Ans : Provided that
১২. In spite of / Despite / Instead of / yet / still এর অর্থগত ব্যবহার
:
In spite of / Despite : কোন বিষয়ে সত্ত্বেও বোঝাতে In spite of / Despite
ব্যবহার করা হয়। এরা অবশ্যই noun / noun phrase এর সামনে বসে, কোন clause এর
সামনে নয়।
নোট : Despite এর পর কখনো of বসে না।
Instead of : বাংলায় "পরিবর্তে" অর্থে Instead of বসে।
yet / still : কোন বিষয়ে সত্ত্বেও / তবুও বোঝাতে Yet ব্যবহার হয়। এগুলো
clause এর সামনে বসলে conjunction হয় আর word এর সামনে বসলে তা adverb এর ন্যায়
আচরণ করে।
উদাহরণ :
____ all his attempts to solve the problem, he failed.
Ans : Despite
The train was late. ____ I managed to arrive on time.
Ans : Despite that
_____ his being innocent of the crime, the judge sentenced him to one-year
imprisonment.
Ans : In spite of
____ my advice, he did not work hard.
Ans : In spite of
_____ of this richness, the man is unhappy.
Ans : In spite
___ a good student, he failed in the exam.
Ans : Despite being
১৩. lest / let alone এর অর্থগত ব্যবহার :
Lest : পিছে কিছু ঘটে এই ভয়ে কিছু করা উচিত এরূপ বোঝাতে lest এর পর subject
+ should + v1 বসে। বাক্যে lest এর অন্য অর্থ হলো "otherwise / অন্যথায়।"
গঠন : ___ lest + subject + should (না থাকলে might) + verb এর base form
____.
উদাহরণ : I told him everything lest he should misunderstand me.
Let alone : কোনো কিছু ভাবা যায় না / তাও আবার / চিন্তাই করা যায় এরূপ অর্থে
word বা phrase এর পূর্বে let alone বসে। উদাহরণ :
He can not walk a mile let alone ten miles.
(সে এক মাইল হাঁটতে পারে
না তাও আবার দশ মাইল।)
আরো কিছু উদাহরণ :
Walk fast ____ you should miss the train.
Ans : lest
Read attentively ____ you should fail in the examination.
Ans : lest
The girl is running ___ she should miss the bus.
Ans : lest
Twenty years ago mobile phones were not easily available in Bangladesh.
(বিশ বছর আগে বাংলাদেশে পর্যাপ্ত মোবাইল ফোন ছিলোই না তাও আবার নির্ধারিত মোবাইল
ফোন।)
Ans : let alone
১৪. While / When / During / Whenever / Whereas এর অর্থগত ব্যবহার :
While / When / During : একটি কাজ চলে এবং অপর কাজ ঘটে এরূপ ক্ষেত্রে, "যখন"
অর্থ দিতে clause এর সামনে while / when বসে। continuous অংশের আগে while
বসে।
"সময়" অর্থ দিতে phrase / word এর সামনে While / During বসতে পারে।
যেমন :
It was while / during the Industrial Revolution.
(এটা ছিল শিল্প বিপ্লবের
সময়।)
___ I was walking along the riverside, I saw a water snake.
Ans : While
____ a teacher in New Zealand, Webster composed the dictionary of the
American Language.
Ans : While
No examinee is permitted to leave the exam hall ___ the exam is in
progress.
Ans : while
Why don't you go and see a film __ you are waiting for the car to be
repaired?
Ans : while
Advanced Learning :
(i) Whenever : যেকোন সময় বুঝাতে Whenever বসে। যেমন :
You can ask for
help Whenever you need it.
(ii) Whereas : পক্ষান্তরে / অন্যদিকে এরূপ অর্থ দিতে clause এর পূর্বে Whereas
বসে। যেমন :
I like to eat meat Whereas my wife likes to eat fish.
আরো কিছু উদাহরণ :
A baby might show fear of an unfamiliar adult, ___ he is likely to smile
and reach out to another infrant.
Ans : whereas
You can ask for help ___ you need it.
Ans : whenever
১৫. So that / in order that / Now that এর ব্যবহার :
So that / in order that : যাতে / যার কারণে / যেন / যাহাতে এরূপ বুঝাতে so
that / in order that বসে। যেমন :
He advised us so that we could encourage the
children.
(সে আমাদের উপদেশ দিল যাতে আমরা শিশুদের উৎসাহ দিতে পারি।
Now that : এখন যেহেতু ___ অর্থে কোন clause এর পূর্বে now that বসে। যেমন :
Now that the exam is over, We can plan for a tour.
(এখন যেহেতু পরীক্ষা শেষ
হয়েছে আমরা ভ্রমণের পরিকল্পনা করতে পারি।)
আরো কিছু উদাহরণ :
____ the exam is over, we can plan for a tour.
Ans : Now that
He advised us ____ we could encourage the children.
Ans : so that
He left the room ____ he could check his laughter.
Ans : in order that
4. We have been working hard ___ we can win this year's challenge.
Ans : so that
I am reading in between the lines ___ I can understand the book well.
Ans : so that
১৬. Otherwise / or / so / therefore / for / for what এর ব্যবহার :
Otherwise / or : "অন্যথায়" "নতুবা" "নইলে" "বা" "কিংবা" "তা না হলে" এরূপ
অর্থ দিতে Otherwise/ or ব্যবহার হয়। যেমন :
Hurry up or you will be late.
(তাড়াতাড়ি কর নতুবা তোমার দেরি হবে।)
Walk quickly, otherwise you will not get
the bus.
So / therefore : সুতরাং / এই জন্যে / সেই কারণে / তার জন্যে / তাই এরূপ
বুঝাতে So / therefore বসে। যেমন :
He is going to work in England, So /
therefore he is learning English.
for / for what : "জন্যে" অর্থে for, "যা __ তার জন্যে" অর্থে for what বসে।
যেমন :
He said he was sorry for what he had done.
আরো কিছু উদাহরণ :
2 a equals 10 and ____ 1 a equals 5.
(দুইটি a = ১০, সুতরাং ১ টি a = ৫)
Ans : therefore
Do it right way ___ you will be scolded.
(ধমক দেওয়া).
Ans : or
The field was flooded heavily ___ , the farmer ploughed the land.
(জমিতে
অনেক পানি হয়েছিল এই জন্যে কৃষক জমিটি চাষ দিয়েছিল।)
Ans : therefore
He said he was sorry ___ what he had done.
Ans : for
You may accept the job an offer ____ you may wait for a better job.
Ans : or
১৭. Since / As এর ব্যবহার :
Since : "যেহেতু / (কোন ঘটনা ঘটার) পর থেকে / তখন থেকে / যখন" ইত্যাদি অর্থে
since যুক্ত অংশ past indefinite tense হলে অপর অংশ present indefinite
tense / present perfect tense হয়।
আবার, since যুক্ত অংশ pasf perfect tense হলে অপর অংশ past indefinite tense হয়।
গঠন ১ : present indefinite / present perfect + since + past indefinite
tense
উদাহরণ :
Some days have passed since my father died.
(আমার পিতা মারা যাওয়ার
কিছুদিন অতুবাহিত হয়েছে / হল।)
গঠন ২ : past indefinite + since + past perfect.
উদাহরণ :
They suffered much since tornado had hit the village.
As : যেহেতু / কারণ / মত ইত্যাদি অর্থে As বসে। যেমন :
You can drive my car
as you drive carefully.
Advanced Learning : Since / As + phrase থাকতে পারে তখন এরা
preposition হয়। এক্ষেত্রে since অর্থ : হতে, থেকে ; আর as অর্থ : মত /
সমান।
উদাহরণ :
(a) I have been reading for 5 years.
(b) He speaks like me.
আরো কিছু উদাহরণ :
Two months have passed _____ I met you.
Ans : since
Karim wanted to get married ____ he was tired of living alone.
Ans : as
১৮. Till / Untill / Unless এর অর্থগত ব্যবহার :
Till : "যতক্ষণ পর্যন্ত" অর্থে Till ব্যবহৃত হয়। বাক্যের যে অংশ শর্ত প্রকাশ
করে তার পূর্বে Till বসে।
Untill / Unless : বাক্যের যে অংশ শর্ত প্রকাশ করে তার পূর্বে Untill /
Unless বসে। Untill / Unless যুক্ত clause এ এমনিতেই negative . তাই Untill /
Unless যুক্ত clause এ not / no / never ইত্যাদি বসে না। তবে অপর অংশে negative
হতেও পারে আবার নাও পারে।
Advanced Learning : Untill বা Unless এর পার্থক্য :
(১) "যতক্ষণ না পর্যন্ত" অর্থে untill ব্যবহৃত হয়। অর্থাৎ, সময়বাচক শর্ত প্রকাশ
করে এমন clause এর সামনে Untill বসে। এক্ষেত্রে সাধারণত উক্ত clause এ
come, back, return, go, leave ইত্যাদি সময় নির্দেশক verb থাকে।
(২) "যদি না" অর্থে unless ব্যবহৃত হয়। অর্থাৎ সময় না বুঝিয়ে অন্য সকল শর্তের
সামনে বসে। (unless = if not)
আরো কিছু উদাহরণ :
I will not go ____ I am invited.
Ans : unless
Do not leave ___ I come.
Ans : untill
____ you put on your coat, you will catch a cold.
Ans : Unless
___ you do better work than this, you won't pass the exam.
Ans : Unless
____ you have a driver's license and two major credit cards, that company
will not accept your application.
Ans : Unless
১৯. In case, In case of, if, unless এর অর্থগত পার্থক্য :
If (যদি / শর্ত বোঝাতে) : যদি অর্থ দিতে শর্ত নির্দেশক অংশের পূর্বে if বসে।
যেমন :
He will end in prison if he is not careful.
(যদি সে সতর্ক না হয়, তাকে
জেলেই থাকতে হবে।)
In case (সম্ভাবনা অর্থে) : কোন শর্ত নয় বরং সম্ভাবনা / হতে পারে এরূপ
বোঝাতে caluse এর সামনে in case ব্যবহার করা হয়৷ যেমন :
Dad, Take your umbrella
in case it rains.
(বাবা ছাতা নেও, বৃষ্টি হতে পারে।)
আবার, অতীত কালের সম্ভাবনা অর্থে main clause past tense হলে in case এর পরও past
tense হয়৷
In case of : "সম্ভাবনা / হতে পারে" এরূপ বোঝাতে simple বাক্যে, phrase এর
সামনে in case of ব্যবহার করা হয়। যেমন : In case of a problem, inform me.
(সমস্যা হলে আমাকে জানাবেন।)। এটি একটি simple sentence ; এখন বাক্যটি complex
হবে— If there is a problem, inform me.
আরো কিছু উদাহরণ :
1. I will write down the phone number ___ I forget.
Ans : in case
While going to office, take your umbrella ____ it rains.
Ans : in case
Water boils ___ you heat it to 100 degree centigrade.
Ans : if
I always take an umbrella ___ it rains.
Ans : in case
You should insure your bicycle ___ stolen.
Ans : in case it.
২০. Linker হিসেবে whether, what, hence, consequently এর ব্যবহার
:
whether : "বরং" অর্থ দিতে clause / phrase এর পূর্বে whether বসে।
what : "যা / যেগুলো–যা / যেই সব–যা" এরূপ অর্থ দিতে clause এর পূর্বে what
বসে।
hence : "এই কারণে / সুতরাং" এরূপ অর্থ দিতে দুটি clause কে যুক্ত করতে এর
পূর্বে hence বসে।
consequently : "ফলে, পরিণতিতে" অর্থ দিতে clause এর পূর্বে consequently
বসে।
উদাহরণ :
Waste or rubbish is ___ we throw everyday.
Ans : what
___ happened to the tourist, is not uncommon.
Ans : What
People are getting selfish and self centered in today's materialstic world,
_____ they feel alienated.
Ans : consequently
২১. Linker হিসেবে thereby, nevertheless, unfortunately এর ব্যবহার :
Thereby : "এভাবে / এরূপে" অর্থ দিতে clause / phrase এর পূর্বে Thereby
বসে।
Nevertheless : "তথাপিও / তা সত্ত্বেও" অর্থ দিতে clause এর সামনে
Nevertheless বসে।
Unfortunately : "দূর্ভাগ্যবশত" বুঝাতে clause এর সামনে Unfortunately বসে।
উদাহরণ :
He did his best, ___ he failed.
Ans : nevertheless
Smaller companies were merged into the parent company ___ creating a single
organization.
Ans : thereby
My friend has got a job ____ , it does not play well.
Ans : unfortunately
২২. Conjunctive Adverb হিসেবে how, where, why, when, even এর ব্যবহার :
how, where, why, when, even : এসব adverb গুলো যথাক্রমে কিভাবে, কোথায়,
কেন, কখন, এমনকি এসব অর্থে conjunction হিসেবে দুটি clause কে যুক্ত করে। যেমন :
The experts were looking for clues to determine how the fire started.
আরো কিছু উদাহরণ :
I would like to live in a place ___ is plenty of sunrise.
Ans : where there
You know ___ I did it. (তুমি জানো কেন আমি এটা করেছিলাম।)
Ans : why
The clocks strikes ___ it is 12 o'clock.
Ans : when
___ a child can understand it.
Ans : Even
There are many reasons ___ people make friends.
Ans : why
The experts were looking for clues to determine ____ the fire
started.
Ans : how
২৩. Conjunction + to + verb হিসেবে how, when, where, what, why এর ব্যবহার
:
Conjunction + to + verb : কোন কাজ কিভাবে, কখন, কোথায়, কি, কেন __ করতে হয়,
এরূপ বুঝাতে know + how, when, where, why + to verb _____ বসে।
যেমন :
I know __ to do.
Ans : what
He is so rude ____ he doesn't know ____ behave even with the
children.
Ans : that, how to