সাধারণ জ্ঞান : GDP'র চূড়ান্ত হিসাব ২০২২

৮ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০২০-২১ অর্থ বছরের চূড়ান্ত GDP'র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয় প্রকাশ করে। কৃষি, শিল্প ও সেবা- এই তিনটিকে প্রধান খাত ধরে গণনা করা হয় GDP।

জনসংখ্যা
১৬৯.১১ মিলিয়ন
GDP
৩৫,৩০১,৮৪৮ মিলিয়ন টাকা
GNI
৩৭,১৫৯,৯৯৬ মিলিয়ন টাকা
মাথাপিছু GDP
২০৮,৭৫১ টাকা বা ২,৪৬২ মা.ড.
মাথাপিছু জাতীয় আয়
২১৯,৭৩৮ টাকা বা ২,৫৯১ মা.ড.
GDP'র প্রবৃদ্ধির হার
৬.৯৪%

মাথাপিছু আয় : মাথাপিছু আয় কোনো নাগরিকের ব্যক্তিগত আয় নয়। একটি অর্থবছরে রাষ্ট্রের সার্বিক আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে যে আয় পাওয়া যায়, সেটিই মাথাপিছু আয়।

GDP : একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবাসমূহের সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদনকে ইংরেজিতে Gross Domestic Product বা সংক্ষেপে GDP বলে। জিডিপি হিসাব করার সময় দেশের মধ্যে ও সেবাসমূহের সমষ্টিকে বোঝায়। কিন্তু বিদেশে অবস্থানরত দেশের জনগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবা জিডিপি’র মধ্যে বিবেচনা করা হয় না। সুতরাং কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন বলা হয়।

GDP'র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার (%)
ভিত্তি বছর ২০১৫ - ২০১৬
বৃহৎ খাত খাত/উপখাত অবদানের হার (%) প্রবৃদ্ধির হার (%)
২০১৯-২০ ২০২০-২১ ২০১৯-২০ ২০২০-২১
কৃষি ১. কৃষি, বনজ ও মৎস্য
ক. শস্য ও শাকসবজি
খ. প্রাণিসম্পদ
গ. বনজ সম্পদ
ঘ. মৎস্য সম্পদ
১২.৫২
৫.৯৬
২.০৬
১.৭৮
২.৭১
১২.০৭
৫.৭০
১.৯৮
১.৭৫
২.৬৪
৩.৪২
২.৫০
৩.১৯
৫.৩৪
৪.৪০
৩.১৭
২.২৯
২.৯৪
৪.৯৮
৪.১১
শিল্প ২. খনিজ ও খনন
ক. প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল
খ. অন্যান্য খনিজ সম্পদ ও কয়লা
১.৯১
০.৪৩
১.৪৯
১.৯১
০.৪০
১.৫১
৩.১৬
-৪.৪৭
৫.৫৮
৬.৪৯
০.৩২
৮.২৬
৩. শিল্প (ম্যানুফ্যাকচারিং)
ক. বৃহৎ শিল্প
খ. ক্ষুদ্র, মাঝারি ও মাইক্রো শিল্প
গ. কুটির শিল্প
২২.৪০
১১.৪৩
৭.০৪
৩.৯৪
২৩.৩৬
১১.৮১
৭.৪৯
৪.০৬
১.৬৮
০.৪১
২.৬৯
৩.৬৭
১১.৫৯
১০.৬১
১৩.৮৯
১০.২৭
৪. বিদ্যুৎ ও গ্যাস
ক. বিদ্যুৎ
খ. গ্যাস
১.২২
০.৯৭
০.২৫
১.২৫
১.০১
০.২৪
০.৬৭
১.৮৭
-৩.৬৮
৯.৫৪
১১.৬৫
১.৪৫
৫. পানি সম্পদ, নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা ০.১০ ০.১০ ২.১৮ ৬.৬৫
৬. নির্মাণ ৯.৩১ ৯.৪০ ৯.১৩ ৮.০৮
সেবা ৭. পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন মেরামত ১৪.৯৭ ১৫.০৬ ৩.২১ ৭.৬৪
৮. পরিবহন ও সংরক্ষণ
ক. স্থলপথ পরিবহন
খ. জলপথ পরিবহন
গ. আকাশপথ পরিবহন
ঘ. সহযোগী পরিবহন সেবা ও সংরক্ষণ
ঙ. ডাক ও পরিবহন সেবা
৭.৬৫
৬.৭০
০.৫৩
০.০৯
০.২৮
০.০৪
৭.৪৪
৬.৫৬
০.৫১
০.০৮
০.২৫
০.০৪
১.৭৩
১.৭৪
০.৭৫
১.২৯
৩.৪২
২.০৭
৪.০৪
৪.৬৮
১.৭০
-২.০০
-৪.৯৯
৩.৩৪
৯. বাসস্থান ও খাদ্য সেবা কার্যক্রম ১.১২ ১.০৯ ১.৬৯ ৪.৫৩
১০. তথ্য ও যোগাযোগ ১.২৯ ১.২৯ ৬.৫৭ ৭.১১
১১. আর্থিক প্রতিষ্ঠানিক সেবা
ক. ব্যাংক
খ. বীমা
গ. অন্যান্য
৩.২৬
২.৭৮
০.২৮
০.২০
৩.২২
২.৭৫
০.২৭
০.২০
৪.৭২
৪.৯৪
২.১৬
৫.৩৮
৫.৮২
৫.৯৬
৩.২২
৭.৪৮
১২. রিয়েল এস্টেট সেবা ৮.৬৮ ৮.৩৯ ৩.৬৮ ৩.৪২
১৩. পেশাগত, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেবা ০.১৮ ০.১৮ ৩.৩৮ ৫.০৯
১৪. প্রশাসনিক ও সহযোগী সেবা কার্যক্রম ০.৭৪ ০.৭৩ ৬.৩৩ ৬.০২
১৫. লোক প্রশাসন ও প্রতিরক্ষা ৩.৫৬ ৩.৫২ ৫.৪৯ ৬.০৫
১৬. শিক্ষা ২.৭১ ২.৬৮ ৫.৩৩ ৫.৮১
১৭. জনস্থাস্থ্য ও সমাজকল্যাণমূলক সেবা ৩.২১ ৩.৩২ ১০.৭০ ১০.৬০
১৮. শিল্প, খেলাধুলা ও বিনোদন ০.১৫ ০.১৪ ৫.৪৩ ৫.৭৬
১৯. অন্যান্য সেবা ৫.০৩ ৪.৮৫ ৩.০৬ ৩.০৮

GDP'তে খাতসমূহের অবদান ও প্রবৃদ্ধির হার
খাত সমূহ অবদানের হার (%) প্রবৃদ্ধির হার (%)
২০১৯-২০ ২০২০-২১ ২০১৯-২০ ২০২০-২১
কৃষি ১২.৫২ ১২.০৭ ৩.৪২ ৩.১৭
শিল্প ৩৪.৯৪ ৩৬.০১ ৩.৬১ ২০.২৯
সেবা ৫২.৫৪ ৫১.৯২ ৩.৯৩ ৫.৭৩
সার্বিক GDP (উৎপাদন মূল্য) ১০০.০০ ১০০.০০ ৩.৪৫ ৬.৯৪
Post a Comment (0)
Previous Post Next Post