সাধারণ জ্ঞান : বিভিন্ন পরীক্ষায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সম্পর্কে যত প্রশ্ন এসেছে

বিভিন্ন পরীক্ষায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সম্পর্কে যত প্রশ্ন এসেছে

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জাতির পিতার জন্মদিন উপলক্ষে তার রাজনৈতিক কর্মযজ্ঞ ও অন্যান্য বিষয়ে চাকরির পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নাবলি নিয়ে আমাদের মার্চ মাসের আয়োজন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কত? — ১৭ মার্চ ১৯২০।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে উদযাপিত হয় — জাতীয় শিশু দিবস। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস — ১০ জানুয়ারি। 

জাতীয় শোক দিবস — ১৫ আগস্ট। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নতুন নামকরণ ‘বাংলাদেশ’ করেন — ৫ ডিসেম্বর ১৯৬৯। 

‘Poet of Politics’ বলা হয় কাকে? — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান — ৮ জানুয়ারি ১৯৭২। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করেছিলেন কে? — লোবেন জেঙ্কিল। 

বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের কত তারিখে? — ১০ অক্টোবর। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? — আইন। 

আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন — যুগ্ম সম্পাদক।

ছয়দফা 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন — ৫ ফেব্রুয়ারি ১৯৬৬। 

বঙ্গবন্ধু-ঘোষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে — ৩। 

১৯৬৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল? — আমাদের বাঁচার দাবি : ছয় দফা কর্মসূচি। 

আগরতলা ষড়যন্ত্র মামলা 
বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন? — ৩৫ জন। 

জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ খেতাবে ভূষিত করা হয় — ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯। 

‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ এ মামলা থেকে ১৯৬৯ সালের যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয় — ২২ ফেব্রুয়ারি।

আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? — টমাস উইলিয়ামস। 

আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

ভাষণ 
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? — পঞ্চম তফসিল। 

বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো — পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। 

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? — রেসকোর্স ময়দানে। 

৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শে মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? — ৪ দফা।

৭ মার্চ ১৯৭১-এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল? — স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। 

জাতিসংঘের যততম সাধার অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজি রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন — ২৯তম। 

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম — ওরা ১১ জন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশন বাংলায় বক্তৃতা দেন কোন সালে কত তারিখে? — ২৫ সেপ্টেম্বর ১৯৭৪। 

ইউনেস্কো কবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? — ৩০ অক্টোবর ২০১৭। 

মুক্তিযুদ্ধ 
২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন — ওয়্যারলেসের মাধ্যমে। 

বঙ্গবন্ধুর ‘স্বাধীনতা ঘোষণা ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? — এম এ হান্নান। 

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন? — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন যে সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন — ইস্ট পাকিস্তান রাইফেল। 

মুক্তিযুদ্ধকালীন শেখ মুজিবুর রহমানকে বন্দি করে রাখা হয়েছিল — পাকিস্তানের করাচি শহরের মিয়ানওয়ালি কারাগারে। 

অন্যান্য 
লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? — ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন — জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? — ১৯৭৩, আলজিয়ার্স। 

বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত? — সুন্দরবনের দক্ষিণে। 

‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ যে বিষয়ে ঘোষিত হয়েছে — সৃষ্টিশীল অর্থনীতি। 

সম্প্রতি বাংলাদেশ সরকার যে ক্ষেত্রে বঙ্গবন্ধু জাতীয় পদক প্রদানের ঘোষণা দিয়েছে — কৃষি। 

রাশিয়া ভ্রমণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোন কবির দেখা হয়েছিল? — নাজিম হিকমত। 

কোন প্রতিষ্ঠানের জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন? — বিবিসি। 

স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ফিল্ম তৈরি করছে — শ্যাম বেনেগাল। 

বঙ্গবন্ধু প্রথম কবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন? — ১৯৭২ সালের ১২ জানুয়ারি। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ রাত কয়টায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? — ১২টা ২০ মিনিটে। 

বাংলাদেশের প্রথম সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাক্ষর করেন? — ১৪ ডিসেম্বর, ১৯৭২। 

বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় স্বাধীন বাংলাদেশের প্রথম টেকনোক্র্যাট অর্থমন্ত্রী কে ছিলেন? — আজিজুর রহমান মল্লিক। 

নাওয়ামি অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে? — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ নিচের কোন সময়কাল? — বর্তমানে মুজিববর্ষের মেয়াদকাল ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০২২। 

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান পাওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয়েছে? — ধান। 

গ্রন্থসমূহ 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে? — ১৯৫৫ সাল। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কোন সালে? — ২০১২। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদকের নাম কি? — কাজুহিরো ওয়াতানাবে। 

সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থ কত সালে প্রকাশিত হয়? — ২০১৮। 

বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক কে? — অধ্যাপক ড. ফকরুল আলম। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

‘অসমাপ্ত আত্মজীবনী’র বর্ণনানুসারে বঙ্গবন্ধু ঢাকা জেলে কি কাজ করতেন? — মালির কাজ। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের ওপর রচিত বইয়ের নাম কী? — ৩০৫৩ দিন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইংরেজি অনুবাদ করেন — ফকরুল আলম। 

‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ -এর কোন খণ্ড সম্প্রতি বের হয়েছে? — ১ম।
Post a Comment (0)
Previous Post Next Post