Number
(সংখ্যা/বচন)
Number (সংখ্যা/বচন) এর টপিকটি চাকরী প্রার্থী এবং এডমিশন টেস্ট উভয় পরীক্ষার
জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায় পড়ে গুরুত্বপূর্ণ শব্দ শিখবো যা
Noun, Pronoun, Subject–Verb agreement অধ্যায়গুলোর সাথে প্রত্যক্ষ / পরোক্ষভাবে
সম্পর্কিত এবং এই অধ্যায়টি পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ণ তাই ভালভাবে পড়ুন।
অধ্যায় সম্পর্কিত আলোচ্য বিষয় :
- Number কাকে বলে এবং প্রকারভেদ।
- সাধারন শব্দ ও Singular - Plural পরিবর্তন
- বিভিন্ন Letter দ্বারা সমাপ্ত word এর Singular - Plural পরিবর্তন
- সর্বদা Singular Noun গুলোর List দেখুন
- সর্বদা Plural Noun গুলোর List দেখুন
- 'S' সম্পর্কিত সমস্যা (Singular না Plural)
- উদাহরণসহ Latin শব্দের Singular - Plural করার নিয়ম
- Italy, Herbrew এবং French শব্দের Singular - Plural উদাহরসহ
- Compound Noun এর Singular - Plural উদাহরণ
- Pronoun এর Singular - Plural রূপগুলো দেখুন।
Number : Noun / Pronoun এর সংখ্যাকে Number বলে। সুতরাং জেনে রাখা
দরকার—Noun বা Pronoun বাদে অন্য কোন parts of speech এর number হয় না৷ [তবে verb
এর ক্ষেত্রে বাক্যের subject এর সাথে মিল রাখতে verb এর Singular / Plural রূপ
ব্যবহার হতে পারে; যেমন— He is _______. They are _______. ইত্যাদি।
Number ২ প্রকার। যথা—
- Singular Number (একবচন) : একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। যেমন— a boy, a girl etc.
- Plural Number (বহুবচন) : একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। যেমন— two boys, girls, etc.
বিশেষ দৃষ্টি : Noun এর ক্ষেত্রে শুধু common noun (Boy,
Book, Brother etc.) এবং collective noun (class, army etc.) এর number পরিবর্তন
হয়। কিন্তু proper noun (Dhaka, Rahim etc.), Material noun (oil, rice, etc.)
এবং abstract noun (honesty, kindness etc.) এর number পরিবর্তন হয় না।
কনফিউশন ক্লিয়ার করুন : "Number" word টি নিজে singular, এর plural হলো
"numbers" এবং number এর written abbreviation হিসেবে no. ব্যবহার করা হয়। number
শব্দের verb হলো 'Enumerate' –যার অর্থ : সংখ্যা গণনা করা৷ (Source :
Cambridge advance learner dictionary–3rd Edition)
Singular এবং Plural Number এর পরিবর্তন নিম্নে ধারাবাহিকভাবে বর্ণনা করা
হল
সাধারণ শব্দ বা s/h দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular - Plural করার সাধারণ নিয়ম
ও ব্যতিক্রম নিয়ম :
সাধারণ নিয়ম : সাধারণত Singular noun এর সাথে s যোগ করে এবং যে noun গুলোর
শেষে ch, 'ক' এর মত উচ্চারণ হয় সেগুলোর সাথে s যোগ করে plural করা হয়।
যেমন—
Singular | Plural |
---|---|
Bag (থলে) | Bags |
Doll (পুতুল) | Dolls |
Boy (বালক) | Boys |
Toy (খেলনা) | Toys |
Monarch (মোনার্ক : সম্রাট) | Monarchs |
Stomach (পাকস্থলি) | Stomachs |
পার্থক্য / ব্যতিক্রম নিয়ম : Singular noun এর শেষে s, ss, sh, ch (ch –চ এর মত
উচ্চারণ হলে), x, z ইত্যাদি থাকলে es যোগ করে plural করা হয়। যেমন—
Singular | Plural |
---|---|
Fox (খেঁকশিয়াল) | Foxes |
Glass (গ্লাস) | Glasses |
Bus (বাস) | Buses |
Box (বাক্স) | Boxes |
Loss (হারানো) | Losses |
Fez (টুপি) | Fezzes / Fezes |
Branch (শাখা) | Branches |
Dish (থালা) | Dishes |
ইংরেজিতে f দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular - Plural করার সাধারণ নিয়ম ও
ব্যতিক্রম নিয়ম :
সাধারণ নিয়ম : Singular noun এর শেষে f বা fe থাকলে এদের স্থলে ves দিলে
plural হয়৷
Singular | Plural |
---|---|
Theif (চোর) | Thieves |
Leaf (পাতা) | Leaves |
Loaf (খন্ড) | Loaves |
Life | Lives |
Calf (বাছুর) | Calves |
Wife (স্ত্রী) | Wives |
Prince | Princes |
Half | Halves |
Self (নিজ) | Selves |
Knife (চাকু) | Knives |
Wolf | Wolves |
Piece | Pieces |
ব্যতিক্রম নিয়ম : তবে নিচের Noun গুলো f, fe, ef থাকলেও s যোগ করে plural
হয়।
Singular | Plural |
---|---|
Cheif (প্রধান) | Chiefs |
Proof (প্রমাণ) | Proofs |
Gulf (উপসাগর) | Gulfs |
Belief | Beliefs |
Cliff (খাড়া উচু পাহাড়) | Cliffs |
Hoof (খুর) | Hoofs |
Dwarf (বামন) | Dwarfs |
Scarf (ওড়না) | Scarfs |
Roof (ছাদ) | Roofs |
ব্যতিক্রম
Scarf (ওড়না) | Scarves |
Hoof (খুর) | Hooves |
ইংরেজিতে O দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular — Plural করার সাধারণ ও
ব্যতিক্রম নিয়ম :
সাধারণ নিয়ম : Noun এর শেষে Consonant + O থাকলে es যোগ করে plural করা
হয়।
Singular | Plural |
---|---|
Echo (প্রতিধ্বনি) | Echoes |
Cargo (মালপত্র) | Cargoes |
Tornado (ঘূর্ণিঝড়) | Tornadoes |
Hero (নায়ক) | Heroes |
Zero (শূন্য) | Zeroes |
Volcano (আগ্নেয়গিরি) | Volcanoes |
Tomato (টমেটো) | Tomatoes |
ব্যতিক্রম
Mosquito (মশা) | Mosquitoes / Mosquitos |
Calico (বিছানার চাদর) | Calicos / Calicoes |
ব্যতিক্রম নিয়ম :Vowel + O থাকলে S যোগ করে Plural করা হয়।
Singular | Plural |
---|---|
Bamboo (বাঁশ) | Bamboos |
Radio (বেতার যন্ত্র) | Radios |
Cuckoo (কোকিল) | Cuckoos |
Studio (চিত্রকরের কর্মশালা) | Studios |
ব্যতিক্রম
Photo (ছবি) | Photos |
Canto (কবিতার খণ্ড) | Cantos |
Piano (বাদ্যযন্ত্র) | Pianos |
Halo (জ্যোতির্মন্ডল) | Halos |
ইংরেজিতে Y দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular — Plural করার সাধারণ ও
ব্যতিক্রম নিয়ম :
সাধারণ নিয়ম : Noun এর শেষে Consonant + y থাকলে y এর পরিবর্তে ies যোগ করে
plural করা হয়।
Singular | Plural |
---|---|
Lady (ভদ্র মহিলা) | Ladies |
Army (সেনাবাহিনী) | Armies |
Baby (শিশু) | Babies |
Spy (গোয়েন্দা) | Spies |
Fly (মাছি) | Flies |
Fly (উড়া) | Flies |
ব্যতিক্রম নিয়ম : Noun এর শেষে vowel + y থাকলে, s যোগ করে plural করা
হয়।
Singular | Plural |
---|---|
Toy (খেলনা) | Toys |
Day (দিন) | Days |
Key (চাবি) | Keys |
Attorney (আমমোক্তার) | Attorneys |
Boy (বালক) | Boys |
Way (পথ) | Ways |
Play (খেলা) | Plays |
ইংরেজি শব্দের অন্তর্গত Vowel / Consonant পরিবর্তন করে Singular — Plural করার
নিয়ম :
কিছু শব্দ vowel পরিবর্তনে plural হয়। যেমন :
Singular | Plural |
---|---|
Woman (মহিলা) | Women |
Goose (রাজহংস) | Geese |
Foot (পায়ের পাতা) | Feet |
Man (পুরুষ) | Men |
Tooth (দাঁত) | Teeth |
ব্যতিক্রম
Brahman (ধর্ম যাজক শ্রেণী) | Brahmans |
German | Germans |
কিছু শব্দ vowel ও Consonant পরিবর্তনে plural হয়। যেমন :
Singular | Plural |
---|---|
Mouse | Mice |
Ox (ষাঁড়) | Oxen |
Louse (উকুন) | Lice |
Dormouse (অলস প্রাণী) | Dormice |
ব্যতিক্রম (ren, ne, ce যুক্ত হয়ে plural হয়)
Singular | Plural |
---|---|
Child (শিশু) | Children |
Die (মুদ্রা তৈরির ছাঁচ) | Dice/ Dies |
Cow (গরু) | Kine/ Cows |
যে Noun গুলো সর্বদা Singular হয়, এরূপ Noun List দেখুন :
সর্বদা Singular Noun List : Uncountable Noun গুলো সর্বদা Singular number
হিসেবে ব্যবহৃত হয়। এদের সাথে s যোগ হয় না কারণ এরা plural হয় না। যেমন—
Information (তথ্য, Bread (রুটি), Soap (সাবান), Alphabet (বর্ণমালা), Abuse
(অপব্যবহার), Furniture (আসবাবপত্র), Equipment (সরঞ্জাম), poetry, scenery,
advice etc.
[ এরূপ আরো uncountable noun সম্পর্কে জানতে Noun অধ্যায় দেখতে পারেন। ]
যে Noun গুলো সর্বদা Plural হয়, এরূপ Noun List দেখুন :
সর্বদা Plural Noun List : Aborigines (আদিবাসি), scissors (কাঁচি), bowels (নাড়িভূঁড়ি), vitals (জীবনীশক্তি), savings (সঞ্চয়), nuptials (বিবাহ), tidings (সংবাদ), trousers (পাজামা), Spectacles (চশমা), assets, belongings (অধিকার ভুক্ত জিনিস), riches (সম্পদ), amends (ক্ষতিপূরণ), alms (ভিক্ষার কাপড়, খাদ্য ইত্যাদি জিনিসপত্র)।
গল্পের আকারে সহজেই উপরের শব্দগুলো মনে রাখুন— (গল্পের noun গুলো সর্বদা
plural number হিসেবে ব্যবহৃত হয়, এদের কোন singular রূপ নেই।
গল্প : Aborigines (আদিবাসি) –রা scissors (কাঁচি) দিয়ে bowels (নাড়িভূঁড়ি)
কেটে খায়। আর vitals (জীবনীশক্তি) savings (সঞ্চয়) করে। একদিন এক nuptials
(বিবাহ) অনুষ্ঠান থেকে tidings (সংবাদ) এল তাদেরকে সেখানে যেতে হবে। তাই তারা
trousers (পাজামা) ও spectacles (চশমা) পড়ে সেখানে গেল। তারপর সকল assets,
belongings (অধিকার ভুক্ত জিনিস) ও riches (সম্পদ) নিয়ে চলে এলো। এই বিপদে লোকজন
amends (ক্ষতিপূরণ) হিসেবে alms (ভিক্ষার কাপড়, খাদ্য ইত্যাদি জিনিসপত্র) দিয়ে
কোনো মতে সমাধান করলো।
[নোট : Beggar অর্থ ভিক্ষুক আর alms অর্থ ভিক্ষার কাপড়,
খাদ্য ইত্যাদি জিনিসপত্র।]
Attention : Pants, trousers, spectacles (চশমা), scissors (কাঁচি) ইত্যাদির ২
টি অংশ থাকে বিধায় এরা plural হিসেবে বিবেচ্য।
শব্দের শেষে ' S ' থাকলেও Singular আবার ' S ' না থাকলেও Plural এরূপ Noun List
দেখুন :
Noun + ' S/es ' : আমরা সাধারণভাবে জানি যে কোন noun এর সাথে s/es থাকলে উক্ত
noun টি Plural কিন্তু এরূপ অনেক noun আছে যেগুলোর সাথে ' s ' থাকলেও singular
(noun / number)। আবার এরূপ অনেক noun আছে যেগুলোর সাথে " s " না থাকলেও plural
(noun / number) ; এরূপ number গুলোর উদাহরণ নিম্নে দেওয়া হল—
শব্দের শেষে ' S ' থাকলেও Singular noun/ number :
- News (সংবাদ)
- Statistics (পরিসংখ্যান)
- Semantics (অর্থতত্ত্ব)
- Physics (পদার্থ)
- Linguistics (ভাষা বিজ্ঞান)
- Athletes (ক্রিয়া অনুশীলন)
- Mathematics (গণিত)
- Ethics (নীতিবিদ্যা)
- Economies (অর্থনীতি)
- Civics (পৌরণীতি)
- Optics (আলোকবিদ্যা)
- Phonetics (ধ্বনিতত্ব)
- Gallows (ফাঁসি কাষ্ঠ)
- Innings (পর্ব)
- Politics (রাজনীতি)
শব্দের শেষে ' S ' না থাকলেও plural noun / number :
- People (লোকজন)
- Public (লোকজন)
- Majority (অধিকাংশ)
- Perfumery (সুগন্ধি দ্রব্য সমূহ)
- Government (সরকার জোট)
- Peasantry (কৃষক সম্প্রদায়)
- Gentry (ভদ্র সম্প্রদায়)
- Police (পুলিশ)
- Mankind (মানবজাতি)
- Gentry (ভদ্র সম্প্রদায়)
- Cattle (গবাদি পশুর দল)
- Aristocracy (অভিজাত সম্প্রদায়)
- Children (শিশুরা)
- Clergy (ধর্ম যাজক)
- Vermin (কীটপতঙ্গ)
- Poultry (হাঁস মুরগী)
- Off-spring (সন্তান - সন্তুতি)
নোট : Gallows শব্দটি plural ও হতে পারে। বিভিন্ন বিষয় শাস্ত্র / বিদ্যা / নীতি /
তত্ত্ব / রোগ / খেলার ইত্যাদি নামের শেষে ' S ' থাকলেও তা Sungar হয়। যেমন—
Billiards (এক প্রকার খেলা)।
সতর্ক থাকবেন যেখানে : উপরের সকল শব্দগুলো বাক্যে ব্যবহার হলে অর্থ অনুসারে
কিন্তু Singular / Plural যে কোনটি হতে পারে। যেমন :
Majority are here.
The majority of foods is spoiled.
People Vs Public : মনে রাখবেন People সর্বদা Plural হবে। আর Public শব্দটিকে
বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ব্যাকরণবিদগণ singular বা plural উভয় হিসেবে ব্যবহার
দেখিয়েছেন। যেমন :
Public is agree to accept this rule.
Public are dispersed by the police.
তাই পরীক্ষায় বিভিন্ন প্রশ্নে শব্দটি পেলে অবস্থা বুঝে কখন কোন অর্থে অর্থাৎ না
বিবেচনা করে উত্তর করবেন।
'Zero plural' / নিজেই Singular নিজেই Plural হয়? এরূপ Noun গুলোর List দেখুন
:
'Zero Plural Noun List' : এরূপ অনেক Noun আছে যেগুলোর সাথে 's/es' থাকুক বা না
থাকুক এরা নিজেরাই কখনো Singular আবার কখনো Plural হয়ে যায়। তবে এদের সামনে
সংখ্যাবাচক শব্দ বা Determiner দেখে বুঝা যায় এরা singular নাকি plural, যেমন—
Sheep নিজেই singular আবার নিজেই plural, তবে one / 1 sheep হলো singular
এবং Five / 5 Sheep এভাবে লিখলেই plural হবে। (Sheep শব্দের সাথে s যোগের দরকার হয়
না।) এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ নিচে দেখুন :
Singular | Plural |
---|---|
Sheep (ভেড়া) | Sheep |
Deer (হরিণ) | Deer |
Pair (জোড়া) | Pair |
Dozen (আক্ষরিক অর্থে ১২) | Dozen |
Gross (১২ ডজন) | Gross |
Score (আক্ষরিক অর্থে ২০) | Score |
Fish (মাছ) | Fish (es) |
Hundred (শতক) | Hundred |
Thousand (হাজার) | Thousand |
Million (দশ লক্ষ) | Million |
Billion (একশ কোটি) | Billion |
Corps (সৈন্যের ভাগ) | Corps |
Species (প্রজাতি) | Species |
Swine (শূকর) | Swine |
Public (জনগণ) | Public |
Cannon (ক্যানন : কামান) | Cannon / Cannons |
Aircraft (বিমান) | Aircraft |
নোট : Hundred, Thousand, Million, Billion শব্দগুলো অর্নিদিষ্ট সংখ্যক অর্থ
দিতে এদের সাথে ' S ' যোগ করা হয়। যেমন—
Thousands of people were present in Bangabandhu's Speech on 7 march in
1971.
হাজার হাজার লোক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উপস্থিত ছিল।
ইংরেজি বর্ণ, সংখ্যা, সংক্ষিপ্ত নাম এবং প্রতীকগুলো Plural করার নিয়ম
কী?
নিয়ম : ইংরেজি বর্ণ, সংখ্যা, সংক্ষিপ্ত নাম এবং প্রতীকের শেষে
apostrophe ('s) যোগ করে Plural করা হয়। যেমন— one t = ১ টা টি এবং five t's =
টিগুলো ইত্যাদি।
Singular | Plural |
---|---|
Ten | ten's |
t | t's |
2 | 2's |
BBA | BBA's |
MBA | MBA's |
ব্যতিক্রম : ১ — Advanced Learner দের জন্য :
নিম্নের Uncountable Noun গুলোর সাথে S যুক্ত হলে অর্থ পরিবর্তন হয়ে Plural হয়।
নিম্নে এরকম কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো :
Singular | Plural |
---|---|
Advice (উপদেশ) | Advices (সংবাদ / তথ্য) |
Iron (লোহা) | Irons (লোহার শিকল) |
Quarter (এক চতুর্থাংশ) | Quarters (ত্রৈমাসিক) |
Air (বাতাস) | Airs (গর্বিতভার) |
Return (প্রত্যাবর্তন) | Returns (বিবরণী) |
Sand (বালি) | Sands (মরুভূমি) |
ব্যতিক্রম : ২ — Advanced Learner দের জন্য :
নিম্নের Noun গুলোর সাথে S যুক্ত হলে দ্বৈত অর্থে পরিবর্তন হয়ে Plural হয়। নিম্নে
এরকম কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো :
Singular | Plural |
---|---|
Arm (বাহু) | Arms (বাহুগুলো / অস্ত্রশস্ত্র) |
Custom (রীতি) | Customs (রীতিসমূহ / শুল্ক) |
Minute (মিনিট) | Minutes (মিনিটগুলো / সভার কার্যবিবরণী) |
উদাহরণসহ Latin শব্দের Singular — Plural করার ৭ টি গুরুত্বপূর্ণ নিয়ম
দেখুন :
Rules — 1 : Singular Word এর শেষে um থাকলে, ......um এর পরিবর্তে a বসিয়ে
Plural করতে হয়। উদাহরণ :
Singular | Plural |
---|---|
Datum (উপাত্ত) | Data |
Medium (গণমাধ্যম) | Media |
Rules — 2 : Singular Word এর শেষে on থাকলে, ....... on এর পরিবর্তে a বসিয়ে
Plural করতে হয়। উদাহরণ :
Singular | Plural |
---|---|
Phenomenon (অবস্থা) | Phenomena |
Rules — 3 : Singular Word এর শেষে is থাকলে, ........ is এর পরিবর্তে es
বসিয়ে Plural করতে হয়। উদাহরণ :
Singular | Plural |
---|---|
Analysis | Analyses |
Oasis (মরুদ্যান) | Oases |
Rules — 4 : Singular Word এর শেষে us থাকলে, ........ us এর পরিবর্তে i বসিয়ে
Plural করতে হয়।
অথবা, us রেখে দিয়ে es বসিয়ে Plural করতে হয়।
Singular | Plural |
---|---|
Syllabus (পাঠ্যসূচি) | Syllabi |
Syllabus (পাঠ্যসূচি) | Syllabuses |
Rules — 5 : Singular Word এর শেষে u থাকলে, u রেখে দিয়ে s/x বসিয়ে
Plural করতে হয়।
Singular | Plural |
---|---|
Bureau | Bureaus (US) |
Bureau | Bureaux (UK) |
Rules — 6 : Singular Word এর শেষে a থাকলে, a রেখে দিয়ে s/ e /ta বসিয়ে
Plural করতে হয়।
Singular | Plural |
---|---|
Stigma (কলঙ্ক) | Stigmas |
Stigma (কলঙ্ক) | Stigmata |
Alumna (প্রাক্তন) | Alumnae |
Rules — 7 : Singular Word এর শেষে ix/ ex থাকলে, ........ ix/ ex এর পরিবর্তে
ices বসিয়ে Plural করতে হয়।
অথবা, ix / ex রেখে দিয়ে es বসিয়ে Plural করতে হয়।
Singular | Plural |
---|---|
Appendix (উপাঙ্গ / পরিশিষ্ট) | Appendixes |
Index (সূচী) | Indexes |
Appendix (মেডিকেলের ক্ষেত্রে) | Appendices |
Index (বীজগণিতের চিহ্ন) | Indices |
উপরের ৭ টি নিয়মের গুরুত্বপূর্ণ অনেকগুলো উদাহরণ (যেগুলো বিগত চাকরী পরীক্ষায়
এসেছিল) একসাথে নিচে দেওয়া হলো—
Singular | Plural |
---|---|
Addendum (পরিশিষ্ট) | Addenda |
Agendum (আলোচ্যসূচি) | Agenda |
Alluvium (পলিমাটি) | Alluvia |
Alumnus (প্রাক্তন ছাত্র) | Alumni |
Calculus (গণিতের শাখা) | Calculi |
Aquarium (কাঁচের মৎসাধার) | Aquaria / Aquariums |
Axis (অক্ষ) | Axes |
Bacterium (অণুজীব) | Bacteria |
Basis (ভিত্তি) | Bases |
Corrigendum (সংশোধিত বিষয়) | Corrigenda |
Crisis (অভাব) | Crises |
Criterion (মানদন্ড) | Criteria |
Diagnosis (রোগ নির্ণয়) | Diagnoses |
Dictum (নীতি বাক্য) | Dicta |
Encomium (প্রশংসা সূচক বাক্য) | Encomia |
Erratum (ছাপার ভুল) | Errata |
Exemplum (উদাহরণ) | Exempla |
Flambeau (আলোর মশাল) | Flambeaus |
Focus (কেন্দ্র) | Foci / Focuses |
Stratum (শিলার স্তর) | Strata |
Genius (প্রতিভা) | Genii / geniuses |
Gymnasium (ব্যায়ামাগার) | Gymnasia |
Hypotheses (অনুমান) | Hypotheses |
Medium (গণমাধ্যম) | Mediums / Media |
Memorandum (স্মারকলিপি) | Memoranda |
Nucleus (পরমাণু) | Neclei |
Oasis (মরুদ্যান) | Oases |
Optimum (সর্বোচ্চ) | Optima |
Ovum (ডিম্বানু) | Ova |
Plectrum (হাতির দাঁতের খন্ড) | Plectra |
Radius (ব্যাসার্ধ) | Radii / Radiuses |
Radix (উৎস) | Radicss |
Spectrum (আলোকছটা) | Spectra |
Stimulus (উদ্দীপক) | Stimuli |
Syllabus (পাঠ্যসূচী) | Syllabi / Syllabuses |
Symposium (আলোচনা সভা) | Symposia |
Synopsis | Synopses |
Terminus (প্রান্তিক / শেষ) | Termini |
Ultimatum (চরমপত্র) | Ultimatums / Ultamata |
Vertex (শীর্ষ) | Vertices |
ব্যতিক্রম
Genus (গণ) | Genra |
word গুলো dictionary order এ সাজানো হয়েছে।
Italy, Hebrew এবং French শব্দের Singular – Plural এর উদাহরণ দেখুন :
Singular | Plural |
---|---|
Seraph (দেবদূত, এটি Hebrew শব্দ) | Seraphim / Seraphs (দেবদূতরা) |
Bandit (জলদস্যু, এটি ইতালিয়ান শব্দ) | Banditti / Bandits (জলদস্যুরা) |
Mr. (জনাব) | Messrs (সর্বজনাব) |
Brother (ভাই) | Brethren (ভ্রাতৃবৃন্দ) |
Madam / Mrs. (বেগম, এটি ফ্রেঞ্চ শব্দ) | Mesdames, Madams |
Cherub (সুন্দর শিশু, এটি Hebrew শব্দ) | Cherubim (সুন্দর শিশুরা) |
Mister (জনাব) | Misters (সর্বজনাব) |
সতর্ক থাকুন : Mister Mistress feminine.
Compound Noun এর Singular — Plural এর উদাহরণ দেখুন :
Singular | Plural |
---|---|
Father in law | Fathers in law |
Brother in law | Brothers in law |
Woman novelist | Women novelists |
Maid servant | Maid servants |
Commander in cheif | Commanders in cheif |
Advanced Learner –দের জন্যে : কিছু Feminine শব্দের Plural রূপ যেগুলো
Confusion তৈরি করে :
Singular | Plural |
---|---|
Actress (অভিনেত্রী) | Actresses |
Princess (রাজকুমারী) | Princesses |
Pronoun এর Singular — Plural রূপগুলো দেখান :
Singular | Plural |
---|---|
I | We |
Me | Us |
My | Our |
Mine | Ours |
Myself | Ourselves |
You | You |
Your | Your |
Yours | Yours |
Yourself | Yourselves |
He/She/It | They |
Him/Her/it | Them |
His/Her/its | Their |
His/Hers | Theirs |
Himself/Herself | Themselves |
নোট : It শব্দের Plural — They ; it শব্দের Plural — them ; It শব্দের
Possesive — its ; আর It's = It is ; সুতরাং its আর it's এক নয়। আবার Capital
letter এর It আর Small letter এর it এক বিষয় নয়। (সতর্ক থাকুন)।
এবার আরো কিছু Singular Pronoun দেখুন : anyone, anybody, anything, none,
someone, somebody, something, no one, nobody, nothing, everyone, everybody,
everything, each, one, every, either, neither, this, that ইত্যাদি।
এবার আরো কিছু Plural Pronoun দেখুন :
All, Some, these, those, several, different, both, many, few ইত্যাদি।
এবার একটি মজার জিনিস জানুন :
'Singular ও Plural' শব্দ ২ টি সাধারণত Adjective। তবে এরা noun হিসেবেও ব্যবহৃত
হতে পারে। সেক্ষেত্রে আবার এদের 'Singular থেকে Pluar' হতে পারে। তখন Singular
শব্দটি নিজেই singular আর এর plural রূপ হলো singulars এবং 'Plural' শব্দের
singular রূপ হলো plural এবং এর plural রূপ হলো 'plurals'।
Q : 'Singular' শব্দের Plural কী?
A : Singulars.
Q : 'Plural' শব্দের Plural কী?
A : Plurals.
Singular | Plural |
---|---|
Singular | Singulars |
Plural | Plurals |