অনুচ্ছেদ : পানি দূষণ

পানি দূষণ


পরিবেশে ক্ষতিকারক দূষণকারী পদার্থের উপস্থিতিই হচ্ছে পরিবেশ দূষণ। পানি হলো পরিবেশের প্রধান উপাদানগুলোর একটি। পানিকে জীবন বলা হয় কেননা পানি ছাড়া উদ্ভিদ ও প্রাণী উভয়েরই জীবন অসম্ভব। কিন্তু বহু কারণে দিন দিন এ পানি দূষিত হচ্ছে। পানি দূষণের প্রধান কারণ মানুষের দায়িত্বহীনতা। লোকজন পানিতে আবর্জনা ফেলে এবং পানি দূষিত করে। জাহাজ থেকে তেল, মানুষের বর্জ্য এবং অন্যান্য আবর্জনা নদীতে এবং সমুদ্রের পানিতে নির্গত হয় যা পানি দূষিত করে। কৃষকরা তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে যা বৃষ্টির পানিতে মিশে নদী কিংবা খালে বয়ে যায় এবং পানিকে দূষিত করে। তাছাড়া কিছু লোক নদী, খাল, নালা ইত্যাদির পাশে অস্বাস্থ্যকর শৌচাগার নির্মাণ করে যা মারাত্মকভাবে পানি দূষিত করে। দূষিত পানি পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ে। দূষিত পানিতে মাছ মারা যায়, এমনকী মারাত্মকভাবে দূষিত পানিতে চাষাবাদও অসম্ভব হয়ে পড়ে। এটি আমাদের প্রাকৃতিক পরিবেশের ওপর হুমকিস্বরূপ। পানি দূষণের পরিণতি সম্পর্কে সচেতন হয়ে মানুষ পানি দূষণ বন্ধ করতে পারে। কৃষকদের জমিতে প্রাকৃতিক অথবা সবুজ সার ব্যবহার করা উচিত। লোকজনের স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করা উচিত। জাহাজ মালিকদের তাদের জাহাজের নিচের স্তর তৈরিতে সতর্ক হওয়া উচিত যাতে তেল চুয়ে পড়া বন্ধ হয়। এভাবে আমরা পানিকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারি।
Post a Comment (0)
Previous Post Next Post