Grammar : Agreement Of Verbs With Subject

Agreement Of Verbs With Subject
Subject-Verb Agreement
(Subject এর সাথে Verb এর অসঙ্গতিপূর্ণ ব্যবহারজনিত ভুল) 

Subject-Verb Agreement

Subject–Verb Agreement মূল কথা : বাক্যের Subject এর Number ও Person এর সাথে মিল রেখে Verb ব্যবহার করার নিয়মকেই Subject–Verb Agreement বলে। যেমন : You এর সাথে are, He এর সাথে is, I এর সাথে am ইত্যাদি বসে। 

এই অধ্যায়ের শুরুতে কিছু মৌলিক বিষয় জানা অত্যন্ত জরুরি। এগুলো পড়া না থাকলে অবশ্যই পড়ে নিবেন। যথা : 

Subject : একটি বাক্যর Subject হওয়ার যোগ্যতা রাখে শুধুমাত্র দুইটি parts of speech। আর তারা হল— noun এবং pronoun। 

Number : Noun/ Pronoun এর সংখ্যাকে মূলত Number বলা হয়। ইহা ২ প্রকার। যথা— Singular এবং Plural। 

Person : ইহা ৩ প্রকার। যথা— 1st Person (I, We), 2nd Person (You) এবং 3rd Person (He, She, It, They, Ripon ইত্যাদি যে কোনো Singular/ Plural Noun)। 

Tense : একটি বাক্যে Subject এর সাথে মিল রেখে Verb এর যে সকল Agreement ব্যবহার করতে হয়, সেসব মূলত Tense দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। তাই Tense ভালোভাবে জানতে হবে। 

Auxiliary Verb : এই টপিক পড়ার জন্যে আমাদের Tense Auxiliary এবং Modal Auxiliary Verb গুলো চিনতে হবে। যথা— 
  • Tense Auxiliary : do, does, did, am, is, are, was, were, have, has, had ইত্যাদি। 
  • Modal Auxiliary : Can, Could, May, Might, Shall, Should, Will, Would, Must, Need, Used to, Ought to ইত্যাদি। 

★ I এর সাথে do/ did/ am/ is/ was/ have/ had যে কোন modal verb বসে।

★ We, You, They এবং যে কোন Plural Noun এর সাথে do/ did/ are/ were/ have/ had যে কোন modal auxiliary verb বসে।

★ He, She, It এবং যে কোন Singular Noun এর সাথে does/ did/ is/ was/ has/ had এবং যে কোন modal auxiliary verb বসে। 

সাধারণ Noun/ Pronoun গুলো Subject হলে Verb কেমন হয় :
(1) সাধারণত subject singular হলে verb এর singular রূপ হয় এবং subject plural হলে verb এর plural রূপ ব্যবহৃত হয়। 
Note : singular subject বলতে কোন একটিমাত্র ব্যক্তি, বস্তু, বিষয় বা কোন একটি নামকে নির্দেশ করে। 
যেমন : The big room is air–conditioned. এবং Plural Subject  বলতে একের অধিক ব্যক্তি, বস্তু, বিষয় বা কোন নামকে নির্দেশ করে। যেমন : The boys are not lazy. 

Letter/ বর্ণ, সংখ্যা/ Number, Symbol/ চিহ্ন ইত্যাদি Subject হলে Verb যেমন হয় : 
যেকোন letter/ বর্ণ (A, B, C, D, I, X, Z, ক, খ, গ), সংখ্যা/ number (১, ৩, ৫, l, ১০), চিহ্ন /symbol (+, –, /) ইত্যাদি subject হলে তা 3rd person singular subject হয়। তাই এগুলোর পর verb এর singular বসে। যেমন :
I is a pronoun. 
I is an English letter.
A is the 1st letter of English alphabet. 

Reminder : আমি বা আমার অর্থ দিতে " I " শব্দটি 1st person হয়। (যেমন : I have a book. — আমার একটি বই আছে।) 

Subject 3rd Person Singular অবস্থায় Verb এর সাথে s/es যেভাবে বসে : 
মনে রাখতে হবে, Present Indefinite tense এ বাক্যের subject 3rd person singular হলে verb এর সাথে s/es যোগ করতে হয়। যেমন :
The headmaster wants to speak to you.
He goes to school. 

★ Reminder : subject 3rd person singular অবস্থায় verb এর সাথে s/es থাকা মানে সেই verb টি singular এবং verb এর সাথে s/es যোগ না থাকলে সেই verb টি plural হয়। (অর্থাৎ, plural মানেই verb এর সাথে s/es যুক্ত হয় না।) যেমন : These grapes taste sour. 

★ Advanced Learning : See, hear, feel, like, smell, watch, like, belong, want, show, deserve, love এসব verb এর continuous tense করা যায় না। কারণ, এগুলো দ্বারা indefinite tense করলেই তা continuous প্রকাশ করে। 

যে নামগুলো s, es বা and দ্বারা যুক্ত থাকলেও Singular Noun হয়। উদাহরণসহ : 
S, es বা and দ্বারা যুক্ত Subject: s, es, and যুক্ত কোন বিষয়ের নাম, বইয়ের নাম, গ্রহের নাম,
দেশের নাম বা পত্রিকার নাম, কোম্পানির নাম, গল্প বা নাটকের নাম ইত্যাদি দেখতে plural হলেও এরা
Singular তাই এদের পর verb টি singular হয়। 
যেমন: 
The United States has a big Navy. 
A Volvo and ford motor is an international company.
Romeo and Juliet is an unforgettable play. 
Tom and Jerry is a nice cartoon.

নোট : বাক্যটি চিরন্তন সত্য হলে তা Present Indefinite tense এ হবে। এবং হওয়া অর্থে is, আছে অর্থে has হয়। 

কোন কোন বিষয়/ বিদ্যায় নামের সাথে " s " থাকলেও তা singular noun + singular verb হয় :
নিম্নের word গুলো পড়াশোনার Subject (বিষয়) এর নাম বোঝালে verb singular হয়। যেমন :
Physics is my favorite subject.
পদার্থবিদ্যা আমার পছন্দের বিষয়। 

নিম্নে এরকম শব্দগুলোর তালিকা দেওয়া হল : 
  • News (সংবাদ)
  • Statistics (পরিসংখ্যান)
  • Semantics (অর্থতত্ত্ব)
  • Athletics (ক্রিয়া অনুশীলন
  • Mathematics (গণিত)
  • Ethics (নীতিবিদ্যা)
  • Optics (আলোকবিদ্যা)
  • Phonetics (ধ্বনিতত্ত্ব)।
  • Gallows (ফাঁসি কাষ্ঠ)
  • Physics (পদার্থবিদ্যা)
  • Linguistics (ভাষা বিজ্ঞান)
  • Forestry (অরণ্যবিদ্যা)
  • Economics (অর্থনীতি)
  • Civics (পৌরণীতি)
  • Innings (পর্ব)
  • Politics (রাজনীতি)
বিশেষ সতর্কতা: Gallows শব্দটি plural ও হতে পারে।

Advance learning : শব্দগুলোর পূর্বে my, his, her, their (Noun's), no, the ইত্যাদি থাকলে এদের দ্বারা বৈশিষ্ট্য, গুণ বুঝায় বিধায় এরূপ ক্ষেত্রে verb plural হয়। যেমন: 
His Physics are low.
তার পদার্থের জ্ঞান কম

সংক্ষেপে মনে রাখুন : বিভিন্ন বিষয়/শাস্ত্র/বিদ্যা/নীতি/তত্ত্ব ইত্যাদি বোঝাতে শব্দগুলো শেষে 's' থাকলেও তা Singular হয়।

মাথায় রাখুন : বিভিন্ন প্রশ্নে একাধিক অপশন উত্তর মনে হবে তখন tense, voice ও অন্যান্য factor বিবেচনা করতে হবে।    

কোন কোন বিষয়ের নামের সাথে “s” না থাকলেও তা plural noun + verb plural হয় :
"s" না থাকলেও plural noun : অনেক noun আছে যেগুলোর সাথে “s" না থাকলেও plural noun হয়,  এরূপ noun গুলো নিজেরাই plural হয়। আর তাই এদের সাথে কখনো s/es যোগ হয় না। আবার এরা সর্বদা plural তাই এদের পর verb সর্বদা হবে plural। যেমন: 
Cattle are grazing in the field. 

এরূপ noun গুলোর উদাহরণ নিম্নে দেখুন : 
  • People/public (লোকজন)
  • Majority (অধিকাংশ)
  • Perfumery (সুগন্ধি দ্ৰব্য সমূহ)
  • Police (পুলিশ)
  • Mankind (মানবজাতি)
  • Gentry (ভদ্র সম্প্রদায়)
  • Children (শিশু)
  • Clergy (ধর্ম যাজক)
  • Vermin (কীটপতঙ্গ)
  • Government (সরকার)
  • Peasantry (কৃষক সম্প্রদায়)
  • Off-spring (সন্তান-সন্তুতি)
  • Cattle (গবাদি পশুর সল)
  • Aristocracy (অভিজাত সম্প্রদায়)

সংক্ষেপে মনে রাখুন : বিভিন্ন দল/গোষ্ঠি/সম্প্রদায়/জাতি ইত্যাদি বোঝাতে শব্দগুলো শেষে 's' না থাকলেও তা Plural হয়।

মাথায় রাখুন : বিভিন্ন প্রশ্নে একাধিক Option উত্তর মনে হবে আর তখন tense, voice ও অন্যান্য factor বিবেচনা করতে হবে।

and দ্বারা যুক্ত একাধিক ব্যক্তি বা বস্তুবাচক Sub. এরপর Verb singular না plural হয় :
একাধিক Sub + Verb : and দ্বারা যুক্ত দুই বা ততোধিক noun গুলো আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝালে এদের verb টি plural হয়। যেমন:
Shumi and Bokul were my friends when I studied in high school.
My family and I are well. 

ভুল না করার কৌশল : যে কোনো Plural subject কে মনে মনে they ভাবুন, দেখবেন তখন  উত্তর করা সহজ হবে।

মাথায় রাখুন : বিভিন্ন প্রশ্নে একাধিক অপশন উত্তর মনে হবে আর তখন tense, voice ও অন্যান্য factor বিবেচনা করতে হবে।

and দ্বারা যুক্ত গাণিতিক ক্ষেত্রে Sub. এরপর Verb singular না plural হয় :
Verb with math Calculation: (And দ্বারা যুক্ত / অন্যভাবে) গাণিতিক ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি যাই বুঝানো হোক না এরূপ subject কে singular বিবেচনা করে verb singular হয়।

বিশেষ সতর্কতা : বাক্যগুলো চিরন্তন সত্য বিধায় Present Indefinite tense হয়। যেমন:
Four and four makes eight / sixteen. 
৪ এবং ৪ যোগে ৮ হয় / গুণে ১৬ হয়।
Two plus five equals/is seven.
২ এবং ৫ মিলে সাত হয়। 

and এর উভয়পাশে Each/ Every / No + Noun থাকলে Verb singular না plural হয় :
And এর উভয়পাশে Each/ Every / No + Noun : And দ্বারা যুক্ত প্রত্যেকটি singular noun
এর পূর্বে Each / Every / No থাকলে Verb টি singular হয়। যেমন:
Each boy and each girl was dressed in a new dress.

মাথায় রাখুন : বিভিন্ন প্রশ্নে একাধিক অপশন উত্তর মনে হবে। তখন tense, voice ও অন্যান্য factor বিবেচনা করতে হবে। তাহলে সঠিক উত্তর পাবেন।

and এর উভয়পাশে খাদ্যদ্রব্যের নামগুলো থাকলে Verb singular না plural হয় :
Verb with foods : And দ্বারা যুক্ত খাদ্যদ্রব্যের নামগুলো খাবার বোঝালে verb singular হয়। তবে এক্ষেত্রে বাক্যে dinner supper, lunch, breakfast এসব শব্দ থাকে। যেমন:
Rice and meat is my favourite food for lunch.
এখানে ভাত এবং মাংস খাবার হিসেবে সমন্বিত ধরে is উত্তর।

কিন্তু And দ্বারা যুক্ত খাদ্যদ্রব্যের নামগুলো খাবার না বুঝিয়ে আমদানি রপ্তানি, ক্রয়-বিক্রয়, উৎপাদন ইত্যাদি বোঝালে verb plural হয়। যেমন :
Rice and meat have been brought from Bazar.
এখানে ভাত এবং মাংসকে আলাদা আলাদা বিবেচনা করে plural ধরে have উত্তর করা হয়েছে।

and এর উভয় পাশে পদবি (Designation) যুক্ত হলে Verb singular না plural হয় :
Verb with Designation : and দ্বারা দুটি পদবি যুক্ত হলে তাদের উভয়ের পূর্বে the থাকলে ২ জন ব্যক্তিকে বুঝায় বিধায় verb plural হয়।

গঠন : (The + পদবি) + and + (The + পদবি) + verb plural__________. যেমন :
The poet and the novelist were present at the meeting 
কবি ঔপন্যাসিক (দুইজন) সভায় উপস্থিত ছিলেন। 

আবার and দ্বারা দুটি পদবি যুক্ত হলে তাদের প্রথমটির পূর্বে the থাকলে ১ জন ব্যক্তিকে বুঝায় বিধায় verb singular হয়।

গঠন : (The+ পদবি) + and + (পদবি) + verb singular__________. যেমন:
The poet and novelist was present at meeting. 
কবি এবং ঔপন্যাসিক (একই ব্যক্তি) সভায় উপস্থিত ছিলেন।

পদবি : কোন ব্যক্তির মর্যাদা, পেশা, উপাধি ইত্যাদি দ্বারা পদবি বুঝায়। যেমন teacher (শিক্ষক),  journalist (সাংবাদিক), cobbler (মুচি), student (ছাত্র), secretary (সচিব), poet (কবি), novelist (উপন্যাসিক), minister (মন্ত্রী), pri-minister (উপমন্ত্রী), speaker (বক্তা), ইত্যাদি। 


and যুক্ত Phrase গুলো subject হলে Verb singular না plural হয় :
and যুক্ত Phrase গুলোর সাথে verb : And যুক্ত Well and woe (সুখ – দুঃখ), Slow and
steady (ধীর – স্থির), bed and breakfast (অতিথিসেবা) ইত্যাদি phrase গুলো Singular হয়। তাই এদের পরের verb-টি singular হয়। এরূপ বাক্যগুলো চিরন্তন সত্য হয় বিধায় বাক্যটি সাধারণত present indefinite tense হয়। যেমন : 
Well and woe comes by turns.

★ ব্যতিক্রম : Time and tide wait for none. (এই বাক্যের subject plural ধরা হয়েছে।) 

★ Tips : দ্রুত উত্তর করতে যেকোন singular subject কে মনে মনে He বা It ভাবুন এবং Plural subject কে They ভাবুন।

The+ Adjective দ্বারা subject হলে Verb singular না plural হয় :
Verb with (The+Adjective) : Adjective এর সামনে the বসালে উক্ত adjective টি plural common noun এ পরিণত হয়। যেমন: 
  • poor (গরিব) হচ্ছে adjective এবং the poor (গরিবেরা) হচ্ছে plural common noun।
  • rich(ধনী) - the rich(ধনী ব্যক্তিরা)
  • honest (সৎ) - the honest (সৎ ব্যক্তিরা),
  • brave (সাহসী) - the brave(সাহসীরা),
  • young (যুবক) - the young (যুবকেরা) ইত্যাদি। 
এই সমস্ত noun গুলো নিজেই plural তাই অন্য কোনভাবে plural করতে হয় না। এরূপ noun গুলো subject হলে verb plural হয়। 

অর্থাৎ নিয়মটি হচ্ছে :  The + Adj + Plural verb ____________.  যেমন : 
The poor are always unhappy.
The virtuous are always happy.
ধার্মিকেরা আশির্বাদস্বরূপ।

মাথায় রাখুন : দ্রুত উত্তর করতে যেকোন Plural subject মনে মনে They ভাবুন এবং singular subject He বা It ভাবুন।

বিভিন্ন Preposition যুক্ত Subject এর ক্ষেত্রে Verb ব্যবহারের নিয়ম? 

Preposition যুক্ত Subject এর ক্ষেত্রে Verb : of, in, to, by, between, among, with, but, or, nor, except, between among ইত্যাদি Preposition গুলো দ্বারা যুক্ত দুই বা ততোধিক noun /pronoun, Subject আকারে আসলে, প্রথম noun/ pronoun বা ১ম preposition এর আগের N/P অনুযায়ী verb বসে। যেমন:
Every member of my family is here tonight.
এককথায় বাক্যের Sub. থাকে ১ম preposition এর আগে। উপরের বাক্যে আসল subject member, family নয়। 

মাথায় রাখুন : বিভিন্ন প্রশ্নে একাধিক অপশন উত্তর মনে হবে তখন tense, voice ও অন্যান্য factor বিবেচনা করতে হবে।

Advance Learning : Subject এর অবস্থানে কোনো noun এর apposition হিসেবে দুই কমার মাঝে অতিরিক্ত যাই থাক তা বাক্যে অর্থ ছাড়া কোন প্রভাব ফেলবে না। দ্বিধাগ্রস্থ হওয়ার কারণ নেই। এক্ষেত্রে subject থেকে verb অনেক দুরে থাকতেই পারে। যেমন: নিচের বাক্যগুলোতে decoration ও scopes হলো subject। আর বেশ দুরে শূন্যস্থানে বসবে verb।

The decoration of the new office block, including the furniture and curtains, _____________. 
(a) is more pleasing
(c) have most pleasing
(b) are more pleasing
(d) is most pleasing

Ans : (d) is most pleasing

Hints : এই বাক্যের আসল sub হলো decoration যা singular এবং খুব ভালো বুঝাতে most আর বিধায় উত্তর (d) হয়েছে। 

বিভিন্ন Prepositional Phrase যুক্ত Subject এর ক্ষেত্রে Verb ব্যবহারের নিয়ম :
Prepositional Phrase যুক্ত Subject এর সাথে : together with, along with, accompanied with, as well as, and not, in addition to, including to, due to, in spite of despite ইত্যাদি Prepositional Phrase গুলো দ্বারা যুক্ত দুই বা ততোধিক noun/pronoun, Subject আকারে আসলে, প্রথম noun/ pronoun বা ১ম preposition এর আগের N/P অনুযায়ী verb বসে। যেমন :
He together with his friends has already come.

মাথায় রাখুন : বিভিন্ন প্রশ্নে একাধিক অপশন উত্তর মনে হবে আর তখন tense, voice ও অন্যান্য factor বিবেচনা করতে হবে। 

বিভিন্ন co–ordinating conjunctions যুক্ত Subject এর ক্ষেত্রে Verb ব্যবহারের নিয়ম :
Verb with co–ordinating conjunction : বিভিন্ন প্রকার co–ordinating conjunction যেমন :
Either _______ or _______ ,
neither _______ nor _______,
not only _______but also_______,
not _______ but _______
ইত্যাদি দ্বারা দুটো noun pronoun যুক্ত হলে, or, nor, but also এবং but, এদের পরবর্তী বা ২য় noun/ pronoun অনুসারে verb বসে। যেমন : 
Neither Sufia nor I am capable of solving the problem. 

শর্টকার্ট : এক্ষেত্রে আসল sub থাকে verb এর নিকটে।

A many এবং Many a/an যুক্ত Subject এর ক্ষেত্রে Verb ব্যবহারের নিয়ম :
Verb with (A many Many a/an) + Noun : A many এর পর noun ও verb দুটিই plural হয়।

গঠন : A Many + plural noun+ plural verb _______.
[কৌশল : এখানে পরে many plural তাই সব plural।] 
A many men have done the work.
অনেক সংখ্যক লোক মিলে কাজটি করেছে।

আবার, Many a/an এর পরে noun ও verb দুটোই singular হয়। 
গঠন : Many a/an+ singular common noun+ singular verb _______.
[কৌশল : এখানে পরে a/an singular আর তাই singular।] 
Many a man has done the work.
অনেক লোকই কাজটি করেছে।

Indefinite/ Distributive Pronoun যুক্ত Subject এর ক্ষেত্রে Verb :
Verb with Indefinite/Distributive Pronoun : One of, Each of, Either of, Neither of ইত্যাদির পর noun plural হয় কিন্তু Verb singular হয়। কারণ লক্ষ্য করুন, অনেকের মধ্যে বোঝাতে noun plural আর প্রতি বা এক বুঝাতে of এর পূর্বে One Each, Either, Neither, Much সব singular বিধায় Verb হয় Singular। 
গঠন : One of, Either of, Neither of, much of + the + noun (plural)+ verb (singular) _____________. 
One of the boys was present.
বালকদের মধ্যে একজন উপস্থিত ছিলো।

Reminder : বিভিন্ন প্রশ্নে একাধিক অপশন উত্তর মনে হবে আর তখন tense, voice ও অন্যান্য factor বিবেচনা করতে হবে।

It, Who one, body এবং thing যুক্ত Subject এর ক্ষেত্রে Verb :
Verb with It, Who, ____one/ ____body/ ____thing : It, Who, Everyone, Everybody, Everything, No one, Nobody, Nothing,  Anyone, Anybody, Anything, Someone, Somebody, Something ইত্যাদি হচ্ছে singular। তাই এদের পরে verb সর্বদাই Singular হবে। যেমন :
Everybody has gone there.
Everybody loves flowers.
 
Plural Countable Determiner যুক্ত Subject এর Verb টি singular না Plural? 
Verb with Plural Determiner : Plural Countable determiner গুলোর পর noun Plural বিধায় verb ও plural হয়। 
গঠন : Both/Many/ Few/ number/ another/ several/ different/ those/ these + Plural (n) + plural (v) হয়। এদের অর্থ দুই/ এর অধিক বোঝায়।

Advance Learning : এই determiner গুলোর পর noun না আসলেও verb plural হয়। আর তখন এগুলো plural pronoun এর কাজ করে। আর এদের পর noun থাকলে এগুলো Adjective হিসেবে বিবেচ্য হয়। 

যেমন: Many students are reading novels and Many are discussing the matter.

এই বাক্যে ১ম অংশে many একটি Adjective এবং subject Students আর ২য় Many Pronoun এবং Subject (Many) নিজেই।

Dual Determiner যুক্ত Subject এর ক্ষেত্রে Verb বসে কি অনুযায়ী? উদাহরণ দাও।
Verb with Dual Determiner : All, any, some, more, most, no, a lot of, a large of ইত্যাদি dual determiner এর পরবর্তী noun বা নির্দেশিত noun অনুযায়ী verb বসে। 

অর্থাৎ noun(S)+ verb(S) 4 noun(p)+ verb(p) যেমন :
All water is pure for drinking. 
All people are going to hajj.

এই বাক্যগুলোতে all অনুসারে verb বসেনি বরং water এবং people অনুসারে verb বসেছে।

Advance Learning : No one এর পর noun plural কিন্তু verb singular হয়। আর none/ none of দ্বারা যাকে নির্দেশ করে সেই অনুসারে verb বসে। (সাবধান বাজারের বিভিন্ন বই বিভিন্ন উত্তর করেছে আর modern English এসব নিয়ম মানে না তবুও আপনারা পরীক্ষার জন্য আমার আলোচিত এই নিয়ম অনুসরণ করবেন।)

Relative Pronoun যুক্ত Subject এর ক্ষেত্রে Verb ব্যবহারের নিয়ম কি? উদাহরণ দাও।
Verb with Relative Pronoun : Relative pronoun (who, which, that, what ইত্যাদি) এর ঠিক পরেই যদি verb আসে তবে তা ঐ Relative pronoun এর ঠিক সামনেই অবস্থিত Antecedent (পূর্বপদ) অনুসারে বসে।
It is he who is to blame.
It is I who am to blame.

More than Subject যুক্ত এর ক্ষেত্রে Verb বসে কি অনুসারে?

Verb with More than : More than এর পরবর্তী Noun/ Pronoun অনুসারে Verb বসে। যেমন : 
More than two general people were killed in the fighting.

MCQ-টি দেখুন :
More than two general people (to kill) in the fighting.
(a) More than two general people is killed in the fighting.
(b) More than two general people were killed in the fighting.
(c) More than two general people was killed in the fighting.
(d) More than two general people have killed in the fighting

ব্যাখ্যা : এখানে People (Plural subject) আর তাই উত্তর হতে পারে were এবং have যুক্ত অপশন অর্থাৎ b/d। কিন্তু voice বিবেচনায় বাক্যটি passive voice হবে। সুতরাং উত্তর হবে— (b)    

Fraction/ ভগ্নাংশ যুক্ত Subject এর ক্ষেত্রে Verb ব্যবহারের নিয়ম তিনটি কি কি? উদাহরণ দাও।
Verb with Fraction/ ভগ্নাংশ : আগেই বলে নেই অনেকের কাছে এই সহজ নিয়মটি কঠিন বলে মনে হয়। এই অংশটি গণিতের সাথেও জড়িত। তাই আমি ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করছি। চলুন প্রথমে জেনে নেই ভগ্নাংশ কিভাবে লিখতে হয়।

ভগ্নাংশ লিখার নিয়ম : গণিতে $\frac ১৩$ = এক তৃতীয়াংশ = one third, অর্থাৎ লব 1 হলে হরের সাথে s যুক্ত করা হয় না। 

আবার গণিতে $\frac ২৩$ দুই–তৃতীয়াংশ = Two–thirds, অর্থাৎ পর ১ এর অধিক হলে হরের সাথে s যুক্ত করতে হয়।

এভাবে সকল উদাহরণে লক্ষ্য রাখতে হবে। $\frac 14$th = one–fourth, দুই-চতুর্থাংশ = Two–fourths ইত্যাদি।

Verb with Fraction /ভগ্নাংশ : এককথায় fraction / Percent এর পরের noun/ Pronoun অনুসারে verb বসবে।

বিস্তারিত নিয়ম —০১ : Fraction / Percent (singular /plural) যাইহোক এরপর of + (uncountable বা singular Noun বা singular Pronoun) থাকলে verb singular হয়। যেমন:
Two-thirds of the apple has been eaten. 
আপেলের দুই-তৃতীয়াংশ খাওয়া হয়েছে।

Two-thirds of it is fine.
এটার দুই তৃতীয়াংশ ভালো।

$\frac 14$th of the work has been finished.
কাজের এক চতুর্থাংশ শেষ হইয়াছে।
[$\frac 14$ = one–fourth]

Verb with Fraction/ ভগ্নাংশ : এককথায় fraction/ Percent এর পরের noun/Pronoun অনুসারে verb বসবে।

বিস্তারিত নিয়ম— ০২ : Fraction / Percent (singular / plural) যাইহোক এরপর of + (Countable Plural Noun বা Plural Pronoun) থাকলে verb Plural হয়। যেমন: 
Two – thirds of the jackfruits have been eaten.

One – third of the students are absent.
ছাত্রছাত্রীদের তিনের এক অংশ অনুপস্থিত।

Reminder : লব 1 এর বেশি হলে হরের সাথে s/es যোগ হয়, যেমন: দুই-তৃতীয়াংশ = Two-thirds]

মাথায় রাখুন : বিভিন্ন প্রশ্নে একাধিক অপশন উত্তর মনে হবে তখন tense, voice ও অন্যান্য factor বিবেচনা করতে হবে।    

Advance Learning : বাংলায় দেড় অর্থে One and a half এবং সোয়া অর্থে One and a quarter বসে। এদের পরে noun plural হয় কিন্তু verb singular হয়। কারণ ইংরেজিতে subject 2 এর কম হলে verb singular আর ১ এর বেশি হলে noun plural হয়।

গঠন : One and a half / One and a quarter + plural noun + singular verb. যেমন :
One and a quarter apples is enough.
One and a half apples has been eaten up.
কিন্তু, Two and a half apples are enough.

Infinitive, Gerund, Clause এরা  Subject আকারে Singular না Plural হয়

Verb with Infinitive, Gerund, Clause : বাক্যে Infinitive, Gerund, Clause যখন
subject রূপে কাজ করে তখন verb টি singular হয়। 

দ্রুত উত্তর করতে চাই এরূপ ক্ষেত্রে subject কে It ধরুন মনে মনে। যেমন : 
Reading novels is my favourite pastime. (It is)
উপন্যাস পড়া আমার প্রিয় অবসর-বিনোদন।
All that glitters is not gold.
চকচক করলেই সোনা হয় না।

Attention : এসব subject সহ বাক্যটি চিরন্তন সত্য ও অভ্যাসগত বোঝালে present indefinite tens হয়। 

"A number" এবং "The number Subject" হিসেবে কোনটি singular/plural, উদাহরণ দাও।

Verb with "A number / The number" : অনির্দিষ্ট করে বোঝায় বিধায়, A (---) number of এর পর plural noun এবং plural verb বসে। 

আবার নির্দিষ্ট করে বোঝায় বিধায়, The number of এর পর plural noun কিন্তু singular verb বসে। 

Reminder : উত্তর করতে চাইলে যেকোন The number কে মনে মনে Ho/It ভাবুন। কারণ singular noun/ He /It সাথে একই verb বসে। আবার A number কে They ভাবুন: কারণ যেকোন plural noun /they এর সাথে একই verb বসে

একক যুক্ত Uncountable Noun এবং এদের এককগুলো Subject হলে Verb ব্যবহারের নিয়ম কী?
নিম্নে একক যুক্ত noun (singular বা plural) তুলে ধরা হল : 
(১) Time (সময়) : 1 day, two days, 2 months, 5 years, century, decade (10 years) etc.

(২) Money (মূল্য) : 1 dollar, 10 dollars, taka 1000 TK. Rupee, dinner। (ব্যতিক্রম : TK/ taka শব্দটির পূর্বে plural সংখ্যা থাকলেও এর সাথে কখনো s যুক্ত হয় না। যেমন : 1000 TK.)

(৩) Length (দৈঘ্য) : Meter, 1 meter, centimeter, millimeter, 10 meters ইত্যাদি। 

(৪) Weight (ওজন) : Gram, kilogram(K.G.), 5 kg. 's

(৫) Distance (দূরত্ব) : Forty yards (গজ), Mile, Ten miles, kilometer, 100 kilometers etc.

(৬) Temperature (তাপমাত্রা) : Degree, 10 degrees. [Temperature (তাপমাত্রা)]

এককথায় মনে রাখুন : সময়, মূল্য, দৈঘ্য, ওজন, দূরত্ব, তাপমাত্রা ইত্যাদি যেভাবেই থাক verb singular হয়। 

Uncountable Noun এর সাথে Verb : উপরের Time, Money, Length, weight, distance, temperature এই একক যুক্ত noun গুলো uncountable তাই এদের পর সাধারণ নিয়মেই verb singular হয়। যেমন :
Time is most valuable for all.

এদের এককগুলো 1 day, two days, Ten miles, one mile ইত্যাদি countable যাদের singular/plural উভয় রূপ আছে। এই একক হলো singular/ plural যেভাবেই আসুক verb singular হয়। কারণ সময়, দূরত্ব, পরিমাপ, টাকা ইত্যাদি plural হলেও verb টি singular হয়। যেমন :
Ten thousand dollars is a lot of money.
১০ হাজার ডলার প্রচুর অর্থ।

নোট : এখানে dollars আছে তবুও verb is হয়েছে।

Attention : সাধারণত এসব subject সহ বাক্যটি চিরন্তন সত্য বোঝালে present indefinite tense হয়।

There/ Here Adjective এর পরের Verb টি কি অনুসারে হয়? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
Verb with There/ Here! Adjective : There/Here/Adjective verb দ্বারা বাক্য শুরু হলে, এক্ষেত্রে verb এর পরবর্তী noun/ pronoun অনুসারে verb টি singular /plural হয়। অর্থাৎ পরের noun singular হলে verb
singular এবং পরের noun plural হলে verb plural হয়। উল্লেখ্য বাকাটি interrogative হলেও এই নিয়ম প্রযোজ্য।
গঠন : a) Here/There + verb (Singular /Plural) + Subject (Singular /Plural) ________. যেমন : 
There is a glass of water on the table.
There are no lessons today.

গঠন : b) Verb(Singular /Plural) + Here /There+________+ Subject (Singular /Plural) ________? যেমন :
Are there any cars on the street?
Is there any car on the street?

গঠন : c) Adjective + verb (Singular /Plural) + Subject (Singular /Plural) যেমন :
Loud were the cries of the victim.
Sweet-the uses of adversity.

Advance Learning : Here / There + Verb এর পর group of /a number of + plural noun থাকলে এভাবে অর্থগতভাবে noun এর একত্রিত বুঝালে তা singular বুঝায়। তাই here বা there এর পরবর্তী verb টি Singular হয়।

গঠন : Here /There + Verb (singular) + a group of /a number of + plural noun ________.  যেমন :
There is a large number of boys playing on the field.
খেলার জন্য একদল বালক মাঠে একত্রিত হয়েছে।

আবার আর একটু ভিন্ন নিয়ম :  A group of /A number of Plural noun বাক্যে প্রথমেই থাকলে verb plural হয়। যেমন : 
A large number of boys are playing on the field.
একদল বালক মাঠে খেলা করছে। 
Post a Comment (0)
Previous Post Next Post