Grammar : Confusing Pair of Words

Common Mistakes with Confusing Words

ইংরেজিতে এমন অনেক বিষয় রয়েছে যা সর্বদাই ইতস্তত / Confusion সৃষ্টি করে। এরূপ confusing বিষয়গুলো উত্তর করতে সাধারণভাবে ভুল হয়ে যায় বলে এদেরকে  Common Mistake বলা হয়। 

এক নজরে এই আর্টিকেলের আলোচ্য বিষয়বস্তু সমূহ দেখুন—
affect – effect 
access – excess
anger – consent
artist – artiste
been to – gone to 
censor – censer
discover – invent
drown – sink
economical – economic 
elicit – illicit
eligible – illegible  
flee – flow – fly
greeting – welfare
hang – hang
high – tall
how to tell time
injure – hurt – wound – dented
jubilee 
lie – lie – lay
live – stay 
loose – lose – loss
peak – pick – peck
quiet – quietly – quit – quite 
rhyme 
rise – arise – raise – rouse 
sensible – sensuous – sensitive 
some time – sometime – sometimes 

চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। অবশ্যই এই অধ্যায়টি মনোযোগ সহকারে পড়বেন। এখান থেকে বিসিএস, পিএসসি এবং প্রায় সব চাকরী নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আজকের এই আর্টিকেল থেকে হুবহু পরীক্ষায় কমন আসবে এমন কিছু আলোচনা থাকবে। তাই পুরোটা মনোযোগ সহকারে পড়ুন। 

Rule  1
(affect – effect)

বাক্যের শূন্যস্থানে verb এর প্রয়োজন হলে affect বসে। আর noun এর প্রয়োজন হলে effect বসে। 

Affect : এটি verb এর কাজ করে। এর অর্থ : attack - প্রভাব ফেলা, ক্ষতি করা / feign - ভান করা ইত্যাদি। উদাহরণ : 
Smoking affects our health. 

Effect : এটি Noun এর কাজ করে। এর অর্থ : result - ফলাফল। উদাহরণ : 
One of the effects of globalization is cultural assault. 

বিশেষ ক্ষেত্রে Effect : verb হলে তখন তার অর্থ (accomplish –সম্পাদন করা; produce – উৎপাদন করা।) 

মনে রাখার কৌশল :
Affect শব্দের প্রথম বর্ণ 'A' কে উল্টালে 'V' এর মত লাগে; তাই Affect শব্দটি Verb হবে এমন করে মনে রাখুন।  

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 
The flood did not ____ (affect/effect) us that much, thank goodness. 
Ans : affect

Wars ____ everybody, and their destructive ___ last for generations. 
Ans : affect, effects

(অর্থ : যুদ্ধ প্রত্যেকের উপর প্রভাব ফেলে, এবং এর ধ্বংসাত্বক ফলাফলগুলো প্রজন্মের পর প্রজন্ম স্থায়ী হয় / বিরাজ করে।)

One of the ___ of globalization is Cultural ____. 
Ans : effects, assault (one of the এর পরে plural noun বসে। *see : Subject Verb Agreement)

Rule – 2
 (access – excess)

Access (প্রবেশাধিকার) : কোন স্থানে প্রবেশের অগ্রাধিকার আছে এরূপ বুঝাতে Access ব্যবহার হয়। 

Excess (অতিরিক্ত) : কোন বিষয়ে অত্যাধিক বা উগ্র বুঝাতে Excess ব্যবহার করা হয়। 

The student had free ___ to the principal. 
Ans : access
(অর্থ : ছাত্রছাত্রীদের শিক্ষকের কাছে যাওয়ার অধিকার ছিলো।)

Rule  3
(anger – consent) 

Anger (রাগ) : কোন বিষয় নিয়ে খুব রাগ বুঝাতে how dare ব্যবহার হয়। যেমন— How dare you talk to me like that? 

Consent (সম্মতি) : কোন বিষয় নিয়ে খুব ভাল সম্মতি বুঝাতে Well done ব্যবহার হয় — You are success, well done. 

What feeling is expressed in the sentence? "How dare you talk to me like that?
Ans : Anger

Rule  4
(artiste – artist) 

Artiste : বিশেষত গায়ক, নায়ক (অভিনয় শিল্পী) বা নৃত্যকার; A troupe of artistes has gone to entertain the soldiers. 

Artist : চিত্রশিল্পী; artisan (manual skilled worker) –সুদক্ষ কর্মী; He is an artist. 

মনে রাখার কৌশল :
'Artiste' শব্দের শেষে 'e' = 'energy' ধরলে বলতে পারি - Energy থাকলে নাচ, গান, নৃত্য হয় অর্থাৎ artiste এর অর্থ— গায়ক, নায়ক (অভিনয় শিল্পী) বা নৃত্যকার আর 'Artist' শব্দের শেষে 'e' = 'energy' নাই। তাই ভাবুন কারো energy না থাকলে সে ঘরে বসে বসে ছবি আঁকে অর্থাৎ Artist = চিত্রশিল্পী বা যে ছবি আঁকে।  

Rule – 5
(been to  gone to)

Been to :  কেউ কোনো স্থানে গিয়ে সে স্থান পরিদর্শন করে আসলে been to বসে। 

Gone to : কোনো স্থানে গিয়ে এখনো অবস্থান করছে, ফিরে আসে নি এরূপ অর্থে Gone to ব্যবহার করা হয়। 

মনে রাখার কৌশল : 
(১) যখন গেছে তো গেছেই আর আসে নাই তখন Gone to ; এখানে গেছে = Gone to। যেমন : He has gone to Dhaka,. (ভাবার্থ হলো এমন যে, সে ঢাকা গেছে এবং সে এখনো ঢাকায় অবস্থান করছে। অর্থাৎ অবস্থান করার জন্যই গেছেন।) 

(২) যখন গেছে আবার (বউয়ের জন্য) চলে আসছে তখন  been to (এখানে বউ = been to)
যেমন : Have you ever been to abroad? (তুমি কি কখনও ঢাকায় গিয়াছে? অর্থাৎ গিয়ে আবার চলে এসেছো বা বেড়াতে গিয়েছেন কিনা তা জানতে চেয়েছেন।) 

নোট : কখনো কখনো been to না থাকলে হতে gone to পারে। আর interrogative বাক্যে Have you ever + v3 হয়। 

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
Have you ever ____ to Japan? 
Ans : been 

What is the translation of 'তুমি কি কখনো রাঙামাটি গিয়েছ?
Ans : Have you ever been to Rangamati?

Have you ever ___ ___ ___ Sundarbans? (তুমি কি কখনো সুন্দরবনে গিয়েছ?) 
Ans : been, to, the (কোনো স্থান পরিদর্শন করা অর্থে been to ব্যবহৃত হয়। যেহেতু Sundarbans একটি নির্দিষ্ট বনের নাম তাই এর নামের পূর্বে the বসবে।) 

Rule – 6
(censor – censer – census)

Census (আদমশুমারী) : কোন দেশের জনসংখ্যা গণনা / লোকগণনা কে আদমশুমারী বলে। 

Censor : সিনেমা পর্যবেক্ষণ করে আপত্তিকর দৃশ্য থাকলে তা বাদ দিয়ে সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে Censor Board। 

Censer (ধূপাধার) : ধর্মীয়  অনুষ্ঠানে ধোঁয়া উৎপন্ন করার জন্য ব্যবহৃত বিশেষ পাত্র।

মনে রাখার কৌশল :
  • এর মনে রাখুন us; মানে আমাদের; অর্থাৎ আমাদের গণনা করা; সুতরাং Census শব্দটির অর্থ আদমশুমারী। 
  • এর মনে রাখুন Actor; যার শেষে or; Censor এর ও শেষে or আছে। সুতরাং Actor ও Censor শব্দগুলো সিনেমার সাথে জড়িত।
  • এর মনে রাখুন religion; Censer এর er আগে পরে সাজালে হয় re; এর দ্বারা ধর্ম বুঝায়। 
The _____ Board has deleted a number of senses.
Ans : censor 
Rule – 7
(discover – invent)

Discover : পৃথিবীতে কোনো কিছু পূর্বে থেকে ছিল কিন্তু জানা ছিল না, তা খুঁজে বের করা অর্থে Discover বসে। 

Invent : পৃথিবীতে কোনো কিছু পূর্বে থেকে ছিল না কিন্তু তা আবিষ্কার করা অর্থাৎ সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করা হয়েছে এরূপ অর্থে Invent বসে। 

মনে রাখার কৌশল :
  • Dis-cover এইভাবে পড়ুন, অর্থাৎ কভারের নিচে কিছু একটা আগে থেকেই ছিলো। Cover এর সাথে Prefix 'Dis' যুক্ত হয়ে কভার উন্মোচন করা বুঝাচ্ছে। অর্থাৎ কিছু একটা কভারের নিচে বা মানুষের অগোচরে ছিল, Just কেউ একজন কভারটা সরিয়ে জনসম্মুখে কিছু নিয়ে এলো, তাই Discover।
  • Invent থেকে n দ্বারা new বা নতুন কিছু। অর্থাৎ আগে ছিলো না, নতুন করে কিছু আবিষ্কার করা হলে, Invent।

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
Man did not know that the earth moves around the sun until it was ___. 
Ans : discovered 

Man did not know how to make fire until it was ____. 
Ans : discovered 

Alexander Fleming ____ penicillin. 
Ans : invented 

Rule – 8
(drown – sink)

Drown : প্রাণী / ব্যক্তি ডুবে যাওয়া।
Sink : বস্তু ডুবে যাওয়া।

মনে রাখার কৌশল :
Drown এ পাঁচ বর্ণ; মনে করুন 5 Star.
Sink এ চার বর্ণ; মনে করুন 4 Star.
মনে করুন প্রাণী ও বস্তু দুইটা একসাথে ডুবে যাচ্ছে। কাকে আগে বাঁচাতে হবে? অবশ্যই আগে প্রাণীকে বাঁচাতে হবে। সুতরাং প্রাণী বাঁচানোর গুরুত্ব 5 Star মানে Drown এবং বস্তু বাঁচানোর গুরুত্ব 4 Star মানে Sink.

যেমন :
The Titanic sank during its first voyage. 
The little boy drowned.

Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Drown প্রাণী / ব্যক্তি ডুবে যাওয়া Drowned Drowned
Sink বস্তু ডুবে যাওয়া Sank Sunk


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
Our little puppy was ____ in the river. 
Ans : drowned

The Titanic ____ during its first voyage. 
Ans : sank 

Rule – 9
(Economic – Economical) 

Economic (adjective) : কোন দেশের / ব্যক্তির অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বোঝাতে Economic বসে।

Economical (adjective) : কোন ব্যক্তির আর্থিক মিতব্যয়ীতা সম্পর্কে বোঝাতে Economical বসে।

Economically (adverb) : Adverb অর্থ প্রকাশ করে।

মনে রাখার কৌশল :
mic = অর্থনৈতিক / আর্থিক অবস্থা; mical = মিতব্যয়ীতা; (mic — অবস্থা; mical — মিতব্যয়ীতা)। 

বিকল্প কৌশল : 
  • Economic : ছোট শব্দ বড় বিষয় = সামগ্রিক অবস্থা / অর্থনৈতিক অবস্থা / ব্যক্তির বা পরিবারের আর্থিক অবস্থা 
  • Economical : বড় শব্দ ছোট কাজ = ব্যক্তির মিতব্যয়ীতা / শুধু একজনের কৃপণতা/ চলাফেরার অবস্থা। 

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
Do not be too ___. (এত বেশি মিতব্যয়ী হইও না।) 
Ans : economical

The finance minister said that the ____ situation was really grave.
Ans : economic 

Rule – 10
(elicit – illicit)

Illicit (adjective) : (unlawful, illegal) — অবৈধ; illegitimate — জারজ; prohibited, banned — নিষিদ্ধ। 

Elicit (verb) : (draw out, bring out) — বের করে আনা / টেনে বের করা / কৌশলে কথা বলে বের করা)।

মনে রাখার কৌশল :
"ill" একটি negative prefix যার অর্থ— অবৈধ / নিষিদ্ধ; তাই  illicit অর্থ— অবৈধ।

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ:
By asking many questions, the instructor tried to ____ information from the students. 
Ans : elicit 

The sale of ____ drugs is prohibited in our country. 
Ans : illicit 

Rule – 11
(eligible – illegible) 
Eligible (adjective) : Qualified, যোগ্য, উপযুক্ত, যোগ্যতাসম্পন্ন
Illegible (adjective) : Unreadable, অস্পষ্ট, দুষ্পাঠ্য

মনে রাখার কৌশল :
legible – স্পষ্ট, ill – prefix যোগে Illegible যার অর্থ – অস্পষ্ট  

উদাহরণ :
He is eligible for this post. 
It is an illegible writing. (লেখা) 

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 
Current students are not ___ to apply for this award. 
Ans : eligible 

He is ___ for the post.
Ans : eligible 

Few doctor's handwriting is ___.
Ans : illegible 

I can not read what you have written. Your handwriting is totally ___. 
Ans : illegible 

Rule – 12
(flee – flow – fly)

বাক্যের মধ্যে বিভিন্ন অর্থানুসারে verb এর রূপ বসাতে হবে। তাই ভালোভাবে শিখে রাখুন— 
Present (v1) উচ্চারণ : বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Flee ফ্লী : পলায়ন করা Fled Fled
Flow ফ্ল : প্রবাহিত হওয়া Flowed Flowed
Follow ফলো : অনুসরণ করা Followed Followed
Fly ফ্লাই : উড়া Flew Flown
Fly শব্দটি Noun হলে এর অর্থ মাছি হয়।

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
The past participle form of 'flow' is ___
Ans : flowed

Sometimes there was so much rain that the river ___ over the bridge.
Ans : flowed 

The bird has ___ away. (পাখিটি উড়ে গেছে।) 
Ans : flown 

The enemy has (to flee) away.
Ans : fled (শত্রু পালিয়ে গেছে।)

Rule – 13
(greeting – welfare)

Greeting : কারও সাথে সাক্ষাতের সময় ভদ্রোচিত/ বন্ধুভাবাপন্ন সম্মোধন করতে greeting (সম্ভাষণ) করা হয়। 
  • Good morning : কারও সাথে সকালে সাক্ষাত হলে Good morning বলতে হয়। 
  • Good afternoon : কারও সাথে অপরাহ্নে সাক্ষাত হলে Good afternoon বলতে হয়।
  • Good evening : সন্ধ্যাকালে মধ্যে কারও সাথে সাক্ষাৎ হলে Good evening বলতে হয়। 

Welfare : কাউকে বিদায় জানানোর সময় ভদ্রাচিত বা বন্ধুভাবাপন্ন উক্তি করতে নিচের phrase গুলো ব্যবহার করতে হয়। 
  • Good night : বিদায় বেলায় রাত হলে Good night বলতে হয়।
  • Good bye : বিদায় বেলায় দিন হলে Good bye বলতে হয়। সুতরাং Good night কোনো greeting নয়। (মনে রাখুন) 

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 
To greet something at 10 pm, we say ___. 
Ans : Good evening 

If you meet anybody at 11 p.m. how will you greet them?
Ans : Good evening 

When you take leave of somebody at night, you say ___. 
Ans : good night 

Rule – 14
(hang – hang)

বাক্যের মধ্যে বিভিন্ন অর্থানুসারে verb এর রূপ বসাতে হবে। তাই ভালোভাবে শিখে রাখুন—
Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3)
Hang ফাঁসি দেওয়া Hanged Hanged
Hang বস্তু ঝুলানো Hung Hung

মনে রাখার কৌশল :
  • Hang দ্বারা ফাঁসি দিতে দড়ি লাগে; অর্থাৎ দড়ি = ed ভাবুন। তাই ed দ্বারা  v2 / v3 হয়। 
  • Hang দ্বারা কাপড় বা বস্তু ঝুলাতে u এর মত hanger (হ্যাঙ্গার) লাগে; অর্থাৎ u দ্বারা v2 / v3 হয়। 

স্পেশাল টিপস : বাক্যের অর্থ বুঝা জরুরি, দেখতে হবে বাক্যে ফাঁসি দেওয়া বুঝাচ্ছে নাকি অন্য কোন বস্তু ঝোলানো বুঝাচ্ছে। ফাঁসি দেওয়া বা মানুষকে দড়িতে ঝুলিয়ে হত্যা করা অর্থে সাধারণত বাক্যে for murder / killing উল্লেখ থাকে।

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
The picture was ___ on the wall.
Ans : hung 

My roommate has ___ the photo of famous tennis player on a wall.
Ans : hung 

I (to hang) the picture on the wall yesterday. 
Ans : hung

The principal desired the notice to ___.
Ans : be hung

The man was ___ for murder.
Ans : hanged 

The accused was ___ for murder.
Ans : hanged 

Rule – 15
(high – tall) 

উচ্চতা নির্ণয়ে ব্যক্তির ক্ষেত্রে tall এবং বস্তুর ক্ষেত্রে high শব্দ ব্যবহার করা হয়। যেমন—
I am 1.5 metres tall.
He is 10 meters tall.
The tree is 300 inches high.

Rule – 16
(How to tell time)

ঘড়ির সময় বলার সময় কোথায় to আর কোথায় past বসবে তা খেয়াল করবেন। 
  1. কোন ঘন্টা এইমাত্র বোঝাতে ঐ ঘন্টার পূর্বে just struck ব্যবহার হয়। যেমন : এইমাত্র পাঁচটা বাজলো— It has just struck five. 
  2. কোন ঘন্টা বেজে অতিরিক্ত বোঝাতে past ব্যবহার হয়। যেমন : এখন আটটা বেজে দশ মিনিট — It is ten minutes past eight. 
  3. ঘন্টার কম বা বাকি সময় বুঝাতে to ব্যবহার করা হয়। যেমন : এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি — It is five minutes to seven. 
  4. কোন ঘন্টার সোয়া বুঝাতে ঐ ঘন্টার পূর্বে a quarter past ব্যবহার করা হয়। যেমন : এখন সোয়া দশটা বাজে — If is a quarter past ten.
  5. ঘন্টার পৌনে বোঝাতে ঐ ঘন্টার পূর্বে a quater to ব্যবহার করা হয়। যেমন : এখন পৌনে দশটা বাজে — It is a quarter to ten. 
  6. ঘন্টার সাড়ে বোঝাতে ঐ ঘন্টার পূর্বে half past ব্যবহার করা হয়। যেমন : এখন বেলা সাড়ে দশটা বাজে — lt is half past ten now. 
  7. তবে বর্তমানে কোন ঘন্টার সাড়ে বুঝাতে ঐ ঘন্টার পরে thirty ব্যবহার করা হয়। যেমন : এখন বেলা সাড়ে দশটা বাজে — It is ten–thirty.
  8. শুধুমাত্র পূর্ণ ঘন্টার সময় বুঝাতে o'clock ব্যবহার করা হয়। যেমন : এখন বেলা এগারটা — It is eleven o'clock now. (o' = of)  

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
At 8.45, how would you tell the time?
Ans : It is a quarter to nine. 

The right translation of ''It is now fifteen minutes past four.
Ans : এখন চারটা বেজে পনের মিনিট।

He came at 4 O'clock. Here "O'clock" means —
Ans : of the clock

Which is the correct translation? দশটা বাজতে ছয় মিনিট বাকি।
Ans : It is six minutes to ten.

Rule – 17
(injure – hurt – would – dented)

Injure : দুর্ঘটনার (accident)  ফলে আহত হলে এটি ব্যবহার করা হয়। তবে এর পরিবর্তে Hurt ও ব্যবহার করা যায়। 

Hurt : দুর্ঘটনার ফলে আহত হলে এটি ব্যবহার করা হয়। 

Wound : কোনো যুদ্ধে (war) যখম হওয়া বুঝাতে ব্যবহার করা হয়। 

Dent : ছোটখাট ক্ষত হওয়া বোঝাতে ব্যবহার করা হয়। 

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
He was ___ in a car accident. 
Ans : injured 

Rule – 18
(jubilee – জুবিলি) 

Jubilee : জয়ন্তী / বছর পূর্তী / বার্ষিকী — অনেক বছর পূর্বের বিশেষ দিনের উদযাপন।

  • Silver Jubilee : (রজত জয়ন্তী) — প্রতিষ্ঠার ২৫ বৎসর পূর্ণ হলে যে আনন্দ অনুষ্ঠান করা হয় তাকে রজত জয়ন্তী বলে। 
  • Pearl Jubilee : (সুবর্ণ জয়ন্তী) — প্রতিষ্ঠার ৩০ বৎসর পূর্ণ হলে যে আনন্দ অনুষ্ঠান করা হয় তাকে সুবর্ণ জয়ন্তী বলে। 
  • Ruby Jubilee : প্রতিষ্ঠার ৪০ বৎসর পূর্ণ হলে যে আনন্দ অনুষ্ঠান করা হয় তাকে বলে — Ruby Jubilee। 
  • Golden Jubilee : প্রতিষ্ঠার ৫০ বৎসর পূর্ণ হলে যে আনন্দ অনুষ্ঠান করা হয় তাকে সুবর্ণ জয়ন্তী Golden Jubilee বলে।
  • Diamond Jubilee : (হীরক জয়ন্তী) — প্রতিষ্ঠার ৬০ বৎসর পূর্ণ হলে যে আনন্দ অনুষ্ঠান করা হয় তাকে হীরক জয়ন্তী বলে।
  • Platinum Jubilee : প্রতিষ্ঠার ৭০ বৎসর পূর্ণ হলে যে আনন্দ অনুষ্ঠান করা হয় তাকে Platinum Jubilee বলে।
  • 2nd Diamond Jubilee : প্রতিষ্ঠার ৭৫ বৎসর পূর্ণ হলে যে আনন্দ অনুষ্ঠান করা হয় তাকে 2nd Diamond Jubilee বলে।
  • 2nd Ruby / Oak Jubilee : প্রতিষ্ঠার ৮০ বৎসর পূর্ণ হলে যে আনন্দ অনুষ্ঠান করা হয় তাকে 2nd Ruby / Oak Jubilee বলে।
  • Stone Jubilee : প্রতিষ্ঠার ৯০ বৎসর পূর্ণ হলে যে আনন্দ অনুষ্ঠান করা হয় তাকে Stone Jubilee বলে।

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
The 60th anniversary of an important event is called ___.
Ans : Diamond Jubilee 

Diamond Jubilee অনুষ্ঠিত হয়—
Ans : ষাট আছর পূর্তিতে। 

ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলে?
Ans : হীরক জয়ন্তী। 

Rule – 19
(lie – lay – lie)

Present (v1) বাংলা অর্থ Past (v2) Past Participle (v3) Example
Lie মিথ্যে বলা Lied Lied The cat is lying on the bed.
Lay কিছু রাখা/কাউকে শোয়ানো/ডিম পাড়া Laid Laid The hen laid an egg yesterday.
Lie নিজে নিজে শোয়া/কোনো কিছু পড়ে থাকা Lay Lain The cat is lying on the bed.

মনে রাখুন : lie এর সাথে ing যোগ করলে তা lying হয় আর lay এর সাথে ing যোগ করলে laying হয়। 

সতর্কতা : Lie এর Past Form হলো lay; আবার Lay নিজেই main verb হয়। 

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 
How many eggs have our hens ___ this month?
Ans : laid 

After the hurricane, uprooted trees ___ all over the ground. 
Ans : were lying

She usually ___ the baby down for sleep at this time.
Ans : lays [ এখানে সে এই সময়ে সচরাচর শিশুকে ঘুমের জন্য শোয়ায়ে রাখে। usually দ্বারা বাক্যটি present indefinite tense হয় আর subject (She) 3rd person singular তাই lay এর সাথে s যোগ করে lays হয়েছে।] 

The dog was ___ in front of the door.
Ans : lying (lie অর্থ শুয়ে থাকা; আর lie এর সাথে ing যোগ করে lying হয়েছে।) 

The hen has ___ ten eggs.
Ans : laid

The hen ___ an egg yesterday. 
Ans : laid 

You have made your own bed and now you must ___ on it.
Ans : lie 

I saw the beggar ___ in front of the door. (ভিক্ষুকটিকে মেঝেতে শুয়ে থাকতে দেখলাম।) 
Ans : lying 

Rule – 20
(live – stay)

Live (verb) : (বসবাস করা), বসবাসের ক্ষেত্রে কোনো স্থানে দীর্ঘ দিন থাকলে live ব্যবহার করা হয়। [Live – Lived – Lived]
Stay (verb) : (অবস্থান করা), বসবাসের ক্ষেত্রে কোনো স্থানে অল্প সময় বা অল্প সময় থাকলে stay ব্যবহার করা হয়। [Stay – Stayed – Stayed]

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
He intends to ____ in the country for two months.
Ans : stay [এখানে two months খুব অল্প সময় কারণ ২ মাসের জন্য কোথায় স্থায়ীভাবে থাকে না। তাই এখানে stay হবে।]

Rule – 21
(loss – loose – lose)

বাস্তব জীবনে এগুলোর অনেক ব্যবহার আছে। তাই এইগুলো ভালোভাবে জেনে রাখুন— 
  • Loss (লস) (noun) : (defeat, hammering –পরাজয়, ক্ষতি)। 
  • Loose (লুজ) (adjective) : যার অর্থ (slack –আলগা, ঢিলেঢালা)। 
  • Loose (লুজ) (verb) : unfasten – আলগা করা, খুলে দেওয়া / ফেলা 
  • Lose (লস) (verb) : হারানো, কমানো, পরাজিত হওয়া ইত্যাদি।

Present (v1) Past (v2) Past Participle (v3)
Loose Loosed Loosed
Lose Lost Lost

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
She does not want to ___ her peace of mind.
Ans : lose 

I took a map with me, as l didn't want to ___ me on the journey. 
Ans : lose 

The man (lose) his tie.
Ans : loosed (লোকটি তার গলার বন্ধনি ঢিলা / আলগা / লুজ করলো।) 

The fat man is trying hard to ___ weight. 
Ans : lose (মোটা লোকটি ওজন কমাতে চেষ্টা করছে।) 

He prefers to wear ___ clothing when exercising. 
Ans : loose 

I hope he doesn't ___ his job. 
Ans : lose 

Rule – 22
(peak – pick – peek – peck)

  • Peak অর্থ : পাহাড়ের চূড়া বা শীর্ষ / সাফল্যের সর্বোচ্চ শিখর।
  • Pick অর্থ : কুড়ানো বা সংগ্রহ করা। 
  • Peek অর্থ : উঁকি দেওয়া। 
  • Peck অর্থ : শুকনা বস্তুর পরিমাপ বিশেষ।

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
You have to work with determination to reach the highest ___ your desire.
Ans : peak 

Rule – 23
(quiet – quit – quite)

লক্ষণীয় : quit + e = quite, quiet + ly = quietly ; মোট ৪ টি শব্দ : 
  • Quit (verb) : (give up, relinquish — পরিত্যাগ করা) ; যেমন— He quits of his family. 
  • Quite (adverb) : (fully – সম্পূর্ণরূপে), যেমন— It is quite impossible. (এটা পুরোপুরি অসম্ভব।) 
  • Quiet (adjective) : (calm – শান্ত, নীরব); যেমন— The place is very quiet. (জায়গাটি খুব শান্ত।) 
  • Quietly (adverb) : (শান্তভাবে); যেমন— He entered the room quietly. (সে শান্তভাবে রুমে প্রবেশ করল।) 

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
Lynda had to ___ eating apples after the orthodontist put braces on her teeth. 
Ans : quit [ ব্যাখ্যা : had to এর পরে verb এর base form বসে। এখানে একমাত্র quit –ই হচ্ছে verb; বাক্যটির অর্থ— দন্ত চিকিৎসক লিন্দার দাঁতে বন্ধনি দেওয়ার পর তাকে আপেল খাওয়া ছেড়ে দিতে হয়েছিল। ]

Complete the sentence : We always prefer a ___ place.
Ans : quiet 

Maria was ___ tried after the long walk in the beach. 
Ans : quite 

Rule – 24
(rise – arise – raise – rouse)

বানান ও অর্থগত পার্থক্যগুলো খুব ভালো করে মনে রাখুন : 
Present (v1) উচ্চারণ : বাংলা অর্থ Past (v2) Past Participle (v3) Example
Rise রাইজ : মূল্য বৃদ্ধি পাওয়া Rose Risen The price of rice is rising.
Rise রাইজ্ : নিজে ঘুম থেকে উঠা Rose Risen Early to bed and early to rise, makes a man healthy, wise and wise" By Benjamin Franklin.
Arise এ্যারাইজ : সমস্যা উদ্ভূত হওয়া Arose Arisen Solve the problem when it arises.
Rouse রাউজ : কাউকে ঘুম থেকে জাগ্রত করা Rouse Rouse Don't rouse him from a deep sleep.
Raise রেইজ্ : পতাকা বা হাত উঠানো Raised Raised He raised the flag. Raise your hand.
Raised রেইজ্ : বৃদ্ধি করা Raised Raised We should raise our knowledge.

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
Onion prices have ___ too much this month.
Ans : risen (পেঁয়াজের দাম এই মাসে অনেক পরিমাণে বেড়েছে। এরূপ অর্থে have এরপর risen (v3) হয়।) 

It was our policy to deal with the problems as they ___. 
Ans : arose (সমস্যা উঠা / বৃদ্ধি পাওয়া / উদ্ভূত হওয়া বোঝাতে arise — arose — arisen বসে।)

The price of rice is ___. 
Ans : rising 

He was so sounding asleep that it was most difficult to ___ hum.
Ans : rouse 

Rule – 25
(rhyme)

Rhyme (রাইম) : Rhyme হচ্ছে অন্তমিল, শব্দসমূহের শেষ অংশে উচ্চারণের মিল। যেমন light, fight, bite, kite, might ইত্যাদি। 

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 
'Comb' rhymes with (কৌম) ___. 
Ans : dome (ডৌম)

Which of the following words rhyme with the word "paid" (পেইড) —
Ans : made (মেইড)। 

Which word rhymes with "brow" (ব্রাউ) —
Ans : now (নাউ)।  

Rule – 26
(sensible – sensuous – sensual – sensitive)

Sensible / Sensuous / Sensual : ভোগবিলাসি / সুখময় / ইন্দ্রিয়কে প্রভান্বিত করে এমন। 

Senstive : সংবেদনশীল / অল্পতে রেগে যায় এমন বা অভিমানি। 

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 
Be careful, he is very ___ man.
Ans : sensitive 

Rule – 27
(Some time – Sometimes – Sometime)

Once upon a time : (অতীতে কোন এক সময়) — Once upon a time, I had met him. 

Some time : (কিছু সময়) — I spent some time with the patient.  (অর্থ : আমি রোগীর সাথে কিছু সময় কাটালাম।) 

Sometimes : (মাঝে মাঝে, সময়ে সময়ে) — Sometimes I swim in the pond. (অর্থ : মাঝে মাঝে আমি পুকুরে সাঁতার কাঁটি।)

Sometime : (ভবিষ্যৎ কোন এক সময়, একদা) — I hope to meet you sometime in January. 

মনে রাখার কৌশল :
Some time এর মাঝে Space Agency (ফাঁকা) থাকলে কিছু সময়, ফাঁকা না থাকলে ভবিষ্যত সময়।

উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :
I hope to meet you ___ in January. 
Ans : sometime 

I spent ___ with the patient. 
Ans : some time 

I spent ___ with my grandfather. 
Ans : some time 

Tips : কিছু সময় বুঝাতে some time বসে। কোন এক সময় বুঝাতে sometime বসে।  sometimes = মাঝে মাঝে; some times সাধারণভাবে ভুল এটি। 
Post a Comment (0)
Previous Post Next Post