জনজীবনের উপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু’বন্ধুর মধ্যে সংলাপ

জনজীবনের উপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু’বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।


রাহাত : কী রে, একা একা এখানে বসে কী ভাবছিস?

অনিক : তেমন কিছু না। ভাবছি আমরা যে প্রতিদিন টেলিভিশনে, রাস্তাঘাটে এত এত বিজ্ঞাপন দেখি, এতে কতটুকু লাভবান হই।

রাহাত : কখনো কখনো লাভবান হই, আবার কখনো তা ক্ষতির শিকারও হই। তবে সবকিছুরই তো খারাপ-ভালো দুটোই দিক থাকে।

অনিক : হুম, তা থাকে। কিন্তু তোর কি মনে হয় না বিজ্ঞাপনে কিছু অবান্তর জিনিস দেখানোর কারণে মানুষ বিভ্রান্তির শিকার হয়? বিজ্ঞাপনের কথা বিশ্বাস করে পণ্য কিনে ঠকে যায়? এমনকি ক্ষতিগ্রস্তও হয়।

রাহাত : তোর এ কথা নির্দ্বিধায় মেনে নিলাম। কিন্তু বাজারে নতুন কোনো পণ্য এলে বিজ্ঞাপন ছাড়া তুই জানবি কীভাবে? দোকানে গিয়ে জানতে পারাপ আগেই তুই বিজ্ঞাপন থেকে পণ্যের কথা জানতে পারবি। আর এখন তো ইন্টারনেটে সব ধরনের তথ্য পাওয়া যায়। চাইলে সেখান থেকে সন্দেহ দূরও করে নেওয়া যেতে পারে।

অনিক : এটা মেনে নিচ্ছি। তবে দ্রব্যের গুণগত মানের তুলনায় বিজ্ঞাপনে অধিক প্রচার মানুষকে বিভ্রান্ত করে।

রাহাত : এই কথার সাথে আমি একমত। আবার কিছু কিছু পণ্য আছে যেগুলোর গুণগত মানের তুলনায় বিজ্ঞাপন তেমন নেই। কিন্তু পণ্য ব্যবহার করে সন্তুষ্টি লাভ করা যায়।

অনিক : ঠিক বলেছিস। এমনও অনেক পণ্য আছে। যাই হোক, ভালো থাক। এখন একটু কাজ আছে। কাল আবার দেখা হবে।

রাহাত : ঠিক আছে। তুইও ভালো থাকিস। আমিও বাসায় দিকে যাব।
Post a Comment (0)
Previous Post Next Post