রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১২৬১ সালে
(খ) ১২৫৯ সালে
(গ) ১২৬৭ সালে
(ঘ) ১২৬৭ সালে
নিম্নের কোন সাহিত্যিক ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী?
(ক) শরৎচন্দ্র
(খ) বঙ্কিমচন্দ্র
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের স্ত্রীর নাম-
(ক) জাহ্নবি দেবী
(খ) প্রমীলা
(গ) মৃণালিনী দেবী
(ঘ) বিনোদিনী
রবীন্দ্রনাথের ছদ্ম নাম-
(ক) বিশ্ব কবি
(খ) ভানুসিংহ
(গ) গুরুদেব
(ঘ) রবি
রবীন্দ্রনাথের প্রথম কবিতাটি কত বৎসর বয়সে প্রকাশ পায়?
(ক) ১৩ বৎসর
(খ) ১৪ বৎসর
(গ) ১৫ বৎসর
(ঘ) ১৬ বৎসর
রবীন্দ্রনাথ রচিত প্রথম কাব্য কোনটি?
(ক) প্রভাত সংগীত
(খ) কবি কাহিনী
(গ) মানসী
(ঘ) বলাকা
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য কোনটি?
(ক) বলাকা
(খ) কবি কাহিনী
(গ) বনফুল
(ঘ) প্রভাত সংগীত
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
(ক) চোখের বালি
(খ) চোখের বালি
(গ) চোখের বালি
(ঘ) বৌ ঠাকুরানীর হাট
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্প কোনটি?
(ক) ভিখারিনী
(খ) গল্পগুচ্ছ
(গ) গল্পসল্প
(ঘ) সে
রবীন্দ্রনাথের বনফুল কাব্যটি কত বৎসর বয়সে প্রকাশ পায়?
(ক) ১৪ বৎসর
(খ) ১৫ বৎসর
(গ) ১৬ বৎসর
(ঘ) ১৭ বৎসর
ষোল বছর বয়সে নিচের কোন সাহিত্যিক ছোটগল্পকার হিসাবে আত্মপ্রকাশ করেন?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) সৈয়দ মুজতবা আলী
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক কোনটি?
(ক) তাসের দেশ
(খ) চিরকুমার
(গ) অচলায়তন
(ঘ) বাল্মীকি প্রতিভা
রবীন্দ্রনাথকে বিশ্ব কবি উপাধি দেন কে?
(ক) মহাত্মা গান্ধী
(খ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
(গ) লর্ড কার্জন
(ঘ) পন্ডিত নেহেরু
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে রবীন্দ্রনাথকে ডি-লিট ডিগ্রি প্রদান করে?
(ক) ১৯০০ সালে
(খ) ১৯১৩ সালে
(গ) ১৯১১ সালে
(ঘ) ১৯৩৬ সালে
গীতাঞ্জলি ইংরেজি নাম কি?
(ক) Songs Offering
(খ) Offering Son
(গ) A Song Offering
(ঘ) Song Offerings
রবীন্দ্রনাথ এশিয়ার নোবেল জয়ীদের মধ্যে কততম?
(ক) প্রথম
(খ) চতুর্থ
(গ) দ্বিতীয়
(ঘ) তৃতীয়
রবীন্দ্রনাথ ব্রজবুলি ভাষায় রচনা করেন?
(ক) গীতাঞ্জলি
(খ) বাল্মীকি প্রতিভা
(গ) বনফুল
(ঘ) ভানুসিংহ ঠাকুরের পদাবলী
রবীন্দ্রনাথ কোন দেশের জাতীয় সংগীত রচনা করেন?
(ক) ভারত
(খ) ভারত+বাংলাদেশ
(গ) বাংলাদেশ
(ঘ) শ্রীলংকা
রবীন্দ্রনাথ তাঁর বসন্ত নাটকটি উৎসর্গ করেন কাকে?
(ক) বিভূতিভূষণ-কে
(খ) মানিক-কে
(গ) শরৎচন্দ্র-কে
(ঘ) নজরুল-কে
রবীন্দ্রনাথ ‘কালের যাত্রা' নাটকটি উৎসর্গ করেন-
(ক) বিভূতিভূষণ-কে
(খ) মানিক-কে
(গ) শরৎচন্দ্র-কে
(ঘ) নজরুল-কে
রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কোথায়?
(ক) বগুড়া
(খ) বরিশাল
(গ) খুলনা
(ঘ) মেদিনীপুর
রবীন্দ্রনাথ 'পূরবী' কাব্যটি উৎসর্গ করেন-
(ক) বিভূতিভূষণ-কে
(খ) মানিক-কে
(গ) শরৎচন্দ্র-কে
(ঘ) ভিক্টোরিয়া ওকাম্পোকে
নিচের কোনটি রবীন্দ্রনাথের পত্র সাহিত্য-
(ক) ছিন্নপত্র
(খ) রাশিয়ার চিঠি
(গ) চিঠিপত্র
(ঘ) ক+খ+গ
রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ কোথায়?
(ক) খুলনায়
(খ) বিলেতে
(গ) কলকাতায়
(ঘ) কুষ্টিয়ায়
অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) সবুজপত্র পত্রিকায়
(খ) বঙ্গদর্শন পত্রিকায়
(গ) মোসলেম ভারত পত্রিকায়
(ঘ) উত্তরাধিকার পত্রিকার
অপরিচিতা গল্পটি কোন গ্রন্থে প্রথম অন্তর্ভুক্ত হয়?
(ক) তিন সঙ্গী
(খ) গল্পসপ্তকে
(গ) গল্পগুচ্ছে
(ঘ) পিপীলিকা
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
(ক) ১৮১৩
(খ) ১৯১১
(গ) ১২৬৮
(ঘ) ১৯১৩
অপরিচিতা গল্পটি-
(ক) যৌতুক বিরোধী
(খ) যৌতুক লোভী
(গ) প্রেমের
(ঘ) রাজনৈতিক
অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানীতে লেখা হয়েছে?
(ক) উত্তম পুরুষ
(খ) মধ্যম পুরুষ
(গ) নাম পুরুষ
(ঘ) আত্মপক্ষ
অপরিচিতা গল্পটির কথক কে?
(ক) রবীন্দ্রনাথ
(খ) মামা
(গ) কল্যাণী
(ঘ) অনুপম
গল্পে বর্ণিত আন্ডামান দ্বীপ কোথায় অবস্থিত?
(ক) জাভা সাগরে
(খ) ভারত মহাসাগরে
(গ) বঙ্গোপসাগরে
(ঘ) বার্মা সাগরে
অপরিচিতা গল্পটি কোন রীতিতে লেখা?
(ক) আঞ্চলিক
(খ) উপভাষায়
(গ) কথ্য রীততে
(ঘ) সাধু রীততে
পণ্ডিতমশায় অনুপমকে কি বলিয়া বিদ্রুপ করার সুযোগ পাইয়াছিলেন?
(ক) শিমুল ফুল
(খ) গজানন
(গ) মাকাল ফল
(ঘ) শিমুল ফুল ও মাকাল ফল
অনুপমের বাবা এককালে-
(ক) গরিব ছিল
(খ) ধনী ছিল
(গ) মধ্যবিত্ত ছিল
(ঘ) নিম্নবিত্ত ছিল
অনুপমের বাবা কি করিয়া প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন?
(ক) মাস্টারি
(খ) ওকালতি
(গ) ডাক্তারি
(ঘ) যৌতুক নিয়ে
অনুপমের মা-
(ক) ধনী ঘরের মেয়ে
(খ) ডাক্তার ঘরের মেয়ে
(গ) গরিব ঘরের মেয়ে
(ঘ) উকিলের মেয়ে
মামা অনুপম থেকে কত বছরের বড়?
(ক) ৬ বছর
(খ) ১০ বছর
(গ) ৮ বছর
(ঘ) ৫ বছর
_____ টুকু পর্যন্ত খাই না। খালিস্থানে নিচের কোন অংশটুকু বসবে?
(ক) গুড়গুড়ি
(খ) বাঁধাহুঁকা
(গ) বিড়ি
(ঘ) আফিম
গল্পে বর্ণিত ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?
(ক) কল্যাণী
(খ) শম্ভুনাথবাবু
(গ) বিনুদাদা
(ঘ) মামা
কল্যাণীদের গৃহে কোন দেবীর মঙ্গলঘট ভরা ছিল?
(ক) ভাগ্য দেবীর
(খ) মনসা দেবীর
(গ) দেবী সরস্বতীর
(ঘ) দেবী লক্ষ্মীর
অপরিচিতা গল্পে মেয়ের বয়স কত?
(ক) ১৪
(খ) ১৫
(গ) ১৬
(ঘ) ১৮
কোন জিনিস সবুর করিতেছে না?
(ক) বিবাহের সময়
(খ) অনুপমের মামা
(গ) কন্যার বয়স
(ঘ) পণের টাকা
কণ্যাকে আশীর্বাদ করার জন্যে কাকে পাঠানো হয়েছিল?
(ক) মামাকে
(খ) হরিশ-কে
(গ) বিনুদাদা-কে
(ঘ) মা-কে
কাদের মধ্যে বিরোধ নেই?
(ক) প্রজাপতির সঙ্গে পঞ্চশরের
(খ) পঞ্চশরের সঙ্গে প্রজাপতির
(গ) কন্যাপক্ষের সঙ্গে বরপক্ষের
(ঘ) পাত্রপক্ষের সঙ্গে পাত্রীপক্ষের
বিবাহের কতদিন পূর্বে শম্ভুনাথবাবু অনুপমকে দেখিয়াছিলেন?
(ক) ২ দিন
(খ) ৭ দিন
(গ) ৩ দিন
(ঘ) ৫ দিন
চমৎকারের জাগায় বিন্দা বলত-
(ক) মানানসই
(খ) যু সই
(গ) টেকসই
(ঘ) চলনসই
বেহাই সম্প্রদায়ের কি থাকা দোষের?
(ক) রাগ
(খ) তেজ
(গ) গোঁ
(ঘ) ভাব
অনুপমদের সংসারের গর্বের বিষয়-
(ক) মামা
(খ) ধন-সম্পদ
(গ) মা
(ঘ) বাবার ওকালতি
অপরিচিতা গল্পে পদ্মবন কার?
(ক) প্রজাপতির
(খ) অন্নপূর্ণার
(গ) পঞ্চশর
(ঘ) সরস্বতীর
ভিতর বাড়ি থেকে শম্ভুনাথ গহনা এনে ছিলেন-
(ক) ব্যাগে করে
(খ) তৈজস পাত্র ভরে
(গ) রুমালে করে
(ঘ) গামছায় করে
গল্পে কোন দেশের নাম উল্লেখ আছে?
(ক) ভারত
(খ) বাংলাদেশ
(গ) আন্ডামান
(ঘ) নেপাল
ভ্রমনে বের হয়েছিল-
(ক) ক্যাপ্টেন
(খ) জেনারেল
(গ) বিগ্রেডিয়ার জেলারেল
(ঘ) বিগ্রেডিয়ার
অনুপমের কোন জিনিসটি স্টেশনে পরেছিল?
(ক) বই
(খ) ব্যাগ
(গ) ব্যাগ
(ঘ) ক্যামেরা
কল্যাণীর সাথে ট্রেনে ছোট ছেলে-মেয়ে ছিল-
(ক) দুটি-তিনটি
(খ) একটি-দুইটি
(গ) তিনটি-চারটি
(ঘ) পাঁচটি ছয়টি
কল্যাণী কোন স্টেশনে নেমে ছিল?
(ক) কলকাতায়
(খ) কোন্নগরে
(গ) কানপুরে
(ঘ) হাবড়ায়
শম্ভুনাথ কোথাকার ডাক্তার?
(ক) কলকাতার
(খ) কোন্নগরের
(গ) কানপুরের
(ঘ) হাবড়ায়
কল্যাণীর মাতৃ-আজ্ঞা মানে-
(ক) মায়ের আজ্ঞা
(খ) মা জাতির আজ্ঞা
(গ) মাসির আজ্ঞা
(ঘ) মাতৃ-ভূমি
জন্মান্তর কোন সমাস?
(ক) নিত্য সমাস
(খ) ব্যতিহার সমাস
(গ) অলুক সমাস
(ঘ) প্রাদি সমাস
আসল কোন ভাষার শব্দ?
(ক) হিন্দি
(খ) উর্দু
(গ) ফার্সি
(ঘ) আরবি
সৎপাত্র কোন সমাস?
(ক) কর্মধারয় সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) কোনটিই নয়