বড় একটা পুকুরের টলমলে পানিতে কয়েকটা সাদা হাঁস সারাদিন মনের আনন্দে সাঁতার কাটত। পুকুরের পাড়ে ছাতিম গাছের ডালে ছিল একটা কাকের বাসা। কাকের গায়ের রং কালো ছিল বলে তার মনে খুব দুঃখ ছিল। সে সাদা হাঁসগুলো অবাক হয়ে দেখে আর ভাবে- হাঁসেরা সারাদিন পানিতে থাকে বলেই তাদের কালো রং ধুয়ে সাদা হয়ে গেছে। আমিও যদি কয়েকদিন পানিতে হাঁসেদের মতো সাঁতার কাটে তাহলে সাদা হয়ে যাব। তখন আর কেউ আমাকে কালো বলতে পারবে না।
যথারীতি পরদিন সকালে কাকটা পুকুরের পানিতে নামল। কিছু সময় পরেই তার সব পালক ভিজে গেল। তার শরীর এমন ভারী হলো সে যে আর পাখা মেলে উড়তে পারল না।
হাঁস ও কাক |
বিকালে সে কোনো রকমে পুকুর থেকে পাড়ে উঠে এলো। সে পরদিন আবার গেল। এভাবে কয়েক মাস পানিতে সাঁতার কেটেও কাকটা সাদা হতে পারল না।
নীতিকথা : বিধাতা যাকে যেভাবে সৃষ্টি করেছে তার তাতেই সুখী থাকা উচিত।