মিথুন রাশির রাশিফল
কুষ্টি নামের আধ্যাক্ষর : ক, ছ
আয় | ব্যয় | স্থিতি |
---|---|---|
১১ | ২ | ৯ |
বর্ষারম্ভকালে রাশি ও চতুর্থপতি বুধের বৃষরাশিতে অবস্থানে আয় উপার্জনের সকল
রাস্তা খুলে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল, পাওনা টাকা আদায় ছাড়াও নতুন
গৃহ, বাড়ি, ভূ-সম্পত্তি, যানবাহনাদি লাভের জন্য বছরটি ভাল যাবে। এ বছরের বিনিয়োগ,
বন্ধুত্ব, প্রেম, বিবাহ, লাভদায়ক তথা সুদূরপ্রসারী হবে। মনটা ধর্ম ও আধ্যাত্মকতার
প্রতি আকৃষ্ট হবে।
মিথুন রাশির জাতব্যক্তিদের মধ্যে সর্বদাই বিনম্রভাব, উদার, বুদ্ধিমত্তা,
শান্তিপ্রিয়তা, পরাক্রমী ও প্রশংসাপ্রিয়তার ছাপ ছাড়াও এরা স্বগুণে, নিজস্ব
ক্ষমতায় জনসমাজে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়।
৯ই আষাঢ় বুধের আর্দ্রানক্ষত্রে গমন দীর্ঘদিনের হারানো মনবল, জনবল, অর্থবল ফিরিয়ে
দেবে এবং হারানো বন্ধুর সাথে সাক্ষাত শুভফল প্রদান করবে। বাণিজ্যিক সফর লাভজনক
তথা সুদূর প্রসারী হবে। ১৫ই ভাদ্র বৃহস্পতির বক্রত্ব পিতামাতাসহ কোনো বয়স্ক লোকের
শরীর, স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। পিতামাতা ও সন্তানদের সাথে তীব্র মতানৈক্য
তৈরি হওয়ায় মনে গৃহত্যাগের বাসনা জাগবে।
২৪শে অগ্রহায়ণ রাহুর মীন রাশিতে সঞ্চার এবং মঙ্গলের জ্যেষ্ঠানক্ষত্রে গমন
ভ্রাতাভগ্নী, সহকর্মীবৃন্দ, বন্ধুবান্ধব জীবনসাথী ও ব্যবসায়িক অংশিদারদের সাথে
দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হবে এবং তাদের সহযোগিতায় দীর্ঘদিনের মনোবাঞ্ছা
পূরণ হবে।
সমগ্র বছরটাই শনি মহারাজের অবস্থান বিদ্রোহ, ফাঁটল, ক্ষয়ক্ষতি, ধ্বংস, বিপর্যয়,
ক্রনিক ব্যাধি, চর্ম, যৌন রোগ, ঘাঢ়, মেরুদণ্ড, শিরাদি, হাঁটু থেকে পা পর্যন্ত
ব্যথা প্রভৃতিতে কষ্ট পাবেন। সময়োপযোগী চিকিৎসা গ্রহণ না করলে শরীরের রোগ স্থায়ী
হয়ে যাবে। অশুভ শান্তির জন্য ইস্পাত ধারণ অথবা বুধ শনির স্তবাদি পাঠ করা প্রশস্ত।