Poem : Laughing Song - William Blake

Write down the theme of the following poem (Not more than 50 words)

Laughing Song
William Blake (1757 – 1827)

When the green woods laugh with the voice of joy,
And the dimpling stream runs laughing by;
When the air does laugh with our merry wit,
And the green hill laughs with the noise of it;
When the meadows laugh with lively green,
And the grasshopper laughs in the merry scene;
When Mary and Susan and Emily
With their sweet round mouths sing “Ha ha he!”
When the painted birds laugh in the shade,
Where our table with cherries and nuts is spread;
Come live, and be merry, and join with me,
To sing the sweet chorus of “Ha Ha he!”

যখন সবুজ গাছগুলো আনন্দিত কণ্ঠে হাসতে থাকে,
আর টোলপড়া নদীগুলোও হেসে চলে;
যখন বাতাসেরা আমাদের প্রফুল্ল রসিকতায় হাসে,
আর সবুজ পাহাড়েরাও এ হোলাহলে হাসতে থাকে;
যখন তৃণভূমিগুলো প্রাণবন্ত সবুজের সাথে হাসে,
ঘাসফড়িংও এ মনোরম দৃশ্য দেখে হাসে,
যখন মেরি, সুজান আর এমিলি
তাদের মিষ্টি গোলগাল মুখে গায় “হা, হা, হি!”
যখন রংবেরঙের পাখিগুলো ছায়ায় বসে হাসে,
যেখানে আমাদের টেবিলে চেরি আর কাজু বাদাম ছড়ানো
এসো, বাঁচ আর আনন্দ করো, আমার সাথে এসো,
একস্বরে গাইতে “হা, হা, হি!”

The Theme : The speaker likes to enjoy the carefree rural festivity. There is neither grief nor gravity in the rural set up. It simply rests in an elevated state of natural ecstasy. So, the speaker highlights the rural innocence clamped with unimpeachable beauty of rural landscape.

(বক্তা ভাবনাহীন গ্রাম্য আমোদ-প্রমোদ উপভোগ করতে চান। পল্লী-গ্রামের বিন্যাসে দুঃখও নেই গুরুগম্ভীর্যও নেই। এটা একেবারে অকৃত্রিম আনন্দের লীলাভূমি। তাই বক্তা পল্লী-গ্রামের প্রাকৃতিক ভূ-দৃশ্যের অনিন্দ্য সৌন্দর্যের সম্নিবেশে গ্রাম্য নিষ্পাপতাকে তুলে ধরেছেন।)


Post a Comment (0)
Previous Post Next Post