Poem : The Lake Isle of Innisfree - W. B. Yeats

Write down the theme of the following poem (Not more than 50 words)

The Lake Isle of Innisfree
W. B. Yeats (1865 – 1939)

I will arise and go now, and go to Innisfree,
And a small cabin build there, of clay and wattles made;
Nice bean rows will I have there, a hive for the honey bee
And live alone in the bee loud glade.
I shall have some peace there, for peace comes dropping slow
Dropping from the veils of the morning to where the cricket sings;
There midnight’s all a glimmer, and noon a purple glow,
And evening full of the linnet’s wings.
I will arise and go now, for always night and day
I here lake water lapping with low sounds by the shore;
While I stand on the roadway, or on the pavements grey.
I hear it in the deep heart’s core.

উঠছি এখন এবং চল্লাম আমি, যাব ইনিসফ্রী
সেথা বানাব ছোট্ট কুটির, কাঁদা লেপটানো ডালপালার বেড়া
সেথা পাবো আমি নয়-নয় সারি মটরশুঁটি, মৌচাকে পাব মধু-মক্ষীকা
মৌ-কুঞ্জনে থাকবে সেথায় নির্জন বনবিথীকার।
মিলবে সেথা কিছুটা শান্তি, আগমন যার ফোঁটায় ফোঁটায়
প্রভাতের পর্দা ফুঁড়ে ফোঁটায় ফোঁটায় আসে সেথা ঝিঁ ঝিঁ পোকার গান;
সেখানে মিটমিট করে জ্বলে মধ্যরাত, আর দ্বিপ্রহরের রশ্মি বেগুণীর
আর, ডানায় ডানায় ভরে যায় সন্ধ্যা শ্যামা গায়কের ঐকতান।
উঠছি এখন, চল্লাম আমি, কারণ সদা দিবা-নিশি শুনি
হৃদের তীরে ছলাৎ ছলাৎ ক্ষীন আওয়াজের তান
যখনি দাঁড়াই পথে বা কোন ধূসর চত্বরে
কান পেতে শুনি এটা মোর গভীর অন্তরে।

The Theme : The central theme of the above poem is ‘peace and tranquility’. The poem suggests that nature is the source of peace and tranquility. The speaker of the poem yearns to go to Innisfree to get peace and tranquility in the lap of nature. He thinks Innisfree will offer him peaceful isolation from the busyness and turmoil of the city. The soothing sounds of the poem convey the peaceful solitude of nature.

(কবিতার মূল বিষয়বস্তু হলো “শান্তি ও প্রশান্তি”। কবিতায় উঠে এসেছে যে প্রকৃতি শান্তি আর প্রশান্তির উৎস। কবিতায় বক্তার প্রকৃতির কোলে শান্তি আর প্রশান্তি পেতে ইনস্‌ফ্রিতে যাবার আকুল আকাঙ্ক্ষা। তাঁর মনে হয় ইনস্‌ফ্রি তাকে নগর জীবনের ব্যস্ততা আর ডামোডোল থেকে শান্তিপূর্ণ নির্জনতা দিতে পারবে। কবিতার হৃদয়গ্রাহী সুর প্রকৃতির শান্তিপূর্ণ নির্জনতা বয়ে আনে।)


Post a Comment (0)
Previous Post Next Post