Poem : Who is disabled? - Towy Wong

Write down the theme of the following poem (Not more than 50 words)

Who is disabled?
Towy Wong (1948 – 2004)

If you fall to see the person
But only see the disability.
Then who is blind?
If you cannot hear
Your brother’s
Cry for justice,
Who is deaf?
If you do not communicate
With your sister
But separate her from you
Who is the mentally handicapped?
If you do not stand up
For the rights of all persons.
Who is crippled?
Your attitude
Towards persons with disabilities.
May be our biggest handicap.

তুমি যদি লোকটিকে দেখতে ব্যর্থ হও
কিন্তু দেখো কেবল অক্ষমতা।
তাহলে অন্ধ কে?
তুমি যদি শুনতে না চাও
তোমার ভ্রাতার
ন্যায়বিচার পাওয়ার আর্তনাদ,
তবে কে বধির?
তুমি যদি যোগাযোগ না রাখো
তোমার ভগ্নীর সাথে
বরং তোমার সাথে তাকে আলাদা করো
তাহলে কে মানসিক প্রতিবন্ধী?
তুমি যদি রুখে না দাড়াও
মানুষের অধিকারের জন্য।
তাহলে কে বিকলাঙ্গ?
তোমার দৃষ্টিভঙ্গি
প্রতিবন্ধী মানুষদের প্রতি,
হতে পারে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।

The Theme : The poem ‘who is disabled?’ by Towy Wong puts emphasis on the rights of all persons. There will be no difference between us and a physically handicapped person if we do not help the endangered one; if we do not hear our brother’s cry for justice; if we do not communicate with our sister, if we do not stand up for the right of all persons.

(টৌয়ি ওয়াং এর লেখা কবিতা ‘হু ইজ ডিজ্যাবলড? (অক্ষম কে?)” সকলের অধিকারের ওপর জোর দেয়। একজন শারীরিক প্রতিবন্ধী এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি আমরা বিপদাপন্ন ব্যক্তিকে সাহায্য না করি; যদি আমরা ন্যায়বিচারের জন্য আমাদের ভাইয়ের কান্না না শুনি, যদি আমরা আমাদের বোনের সাথে সম্পর্ক না রাখি; যদি আমরা সকলের অধিকারের পক্ষে না দাঁড়াই।)


Post a Comment (0)
Previous Post Next Post