Amplification
An Idle brain is the Devil's workshop.
অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
Main idea : An idle man is like a devil. He is pre- occupied with evil thoughts and designs. We have to work for our betterment.
Amplification : Motion is life. Indolence is death. A man needs work to shine in life. Industry is the mother of good luck. A laborious man becomes self-confident and highly ambitious. Labour helps a man to reach the acme of success. The people of the rich countries are industrious. An idle man can't shine in life. He has to depend on the mercy of others. He is a burden in the society. He is a black sheep. He is a slur to us. An idle man passes time in bad thoughts. He is occupied with fruitless thoughts. He is surrounded by all sorts of mischievous and devilish ideas. He is prone to evil designs and activities. He proceeds to do anti-social and immoral acts. Such a man brings misfortune not only for himself but also for the society. A hard-working street cleaner is a better man than a lazy scholar. Thus, we have to shun laziness. We should encourage everyone to work in life. If an idle man fails to avoid his laziness, he will be enlisted to the Satanic domain.
বঙ্গানুবাদ
মূলভাব : একজন অলস ব্যক্তি শয়তানের মতো। সে খারাপ চিন্তা ও অভিসন্ধি নিয়ে নিবিষ্টচিত্ত। আমাদের উন্নতির জন্য আমাদের কাজ করতে হবে।
ভাবসম্প্রসারণ : গতিই জীবন। আলস্য মৃত্যু। জীবনে উন্নতি লাভ করতে একজন মানুষের কাজ প্রয়োজন। পরিশ্রম সৌভাগ্যের জননী। একজন পরিশ্রমী ব্যক্তি আত্মপ্রত্যয়ী ও উচ্চাভিলাষী হয়। পরিশ্রম একজন মানুষকে সাফল্যের চরম শিখরে পৌঁছতে সাহায্য করে। ধনী দেশগুলোর মানুষ পরিশ্রমী। একজন অলস ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে না। সে অন্যের অনুগ্রহের ওপর নির্ভরশীল। সে সমাজের একটি বোঝা। সে একজন কুলাঙ্গার। সে আমাদের কাছে একটি কলঙ্ক। একজন অলস ব্যক্তি খারাপ চিন্তার সময় অতিবাহিত করে। সে নিষ্ফল চিন্তায় নিযুক্ত। সে সবধরনের অনিষ্টকর ও পৈশাচিক ধারণার দ্বারা বেষ্টিত। সে খারাপ অভিসন্ধি ও কার্যাবলিতে প্রবৃত্ত। সে সমাজবিরোধী ও অনৈতিক কাজ করতে অগ্রসর হয়। এমন ব্যক্তি সে শুধু তার নিজের নয় সমাজেরও দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে। একজন কঠোর পরিশ্রমী রাস্ত রি ঝাড়ুদার একজন অলস পণ্ডিতের চেয়ে অধিকতর শ্রেয়। সুতরাং আমাদের অলসতাকে পরিহার করতে হবে। আমাদের উচিত জীবনে কাজা করতে সবাইকে উৎসাহিত করা। যদি একজন অলস ব্যক্তি তার অলসতা পরিত্যাগ করতে ব্যর্থ হয়, তাহলে সে শয়তানি রাজ্যে তালিকাভুক্ত হবে।