Amplification
Experience is the best teacher.
অভিজ্ঞতা বা সর্বোত্তম শিক্ষক।
Main idea : Experience guides us to reach our goals in life. It enables us to learn lot.
Amplification : Man learns either by himself or by others. The knowledge acquired by own experience is much more lasting than the same gained through instructions. When we go through the obstacles and hurdles ourselves, we experience whole process These experiences help us to remember our mission and keep us alert for a long time. This learning from firsthand experience is highly informative and forceful. They are imprinted on our mental plate. We can easily fall back upon it as and when necessary. We habitually remember those lessons for a long time. By this method, we can store our lesson. The knowledge gained through experience is thorough accurate and complete. It prepares us for the future. When we learn from our friends and families, we forget those lessons pretty quickly. Thus it is rightly said that experience is the best teacher. Thus, learning by experience helps people to become more mature. It makes us ready to face any untoward situations in a brave and fruitful manner.
বঙ্গানুবাদ
মূলভাব : অনুশীলন আমাদেরকে জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌছতে দিকনির্দেশনা প্রদান করে। এটি আমাদেরকে প্রচুর শিখতে সক্ষম করে।
ভাবসম্প্রসারণ : মানুষ হয় নিজে অথবা অন্যের দ্বারা জ্ঞানার্জন করে। নিজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, নির্দেশনার মাধ্যমে লব্ধ জ্ঞান, নির্দেশনার মাধ্যমে লব্ধ জ্ঞানের চেয়ে অধিকতর দীর্ঘস্থায়ী। আমরা যখন বাধা ও অবরোধ অতিক্রম করি, তখন আমরা সমগ্র প্রক্রিয়া সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করি। এই অভিজ্ঞতাগুলো আমাদের অভিযানকে স্মরণ রাখতে আমাদেরকে সাহায্য করে এবং আমাদেরকে দীর্ঘসময় সতর্ক রাখে। প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে এই জ্ঞান অত্যাধিক পরিমাণে শিক্ষামূলক ও শক্তিশালী। এগুলো আমাদের মানসিক পটে মুদ্রিত। আমাদের প্রয়োজনে আমরা অতিসহজেই এটিকে অবলম্বন করতে পারি। আমরা অভ্যাসগতভাবে এই শিক্ষাগুলোকে দীর্ঘদিন স্মরণ করতে পারি। এই পদ্ধতির সাহায্যে আমরা আমাদের শিক্ষাকে সঞ্চয় করতে পারি। অভিজ্ঞতার মধ্য দিয়ে লব্ধজ্ঞান, পুঙ্খানুপুঙ্খ, সঠিক ও সম্পূর্ণ। এটি আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। যখন আমরা আমাদের বন্ধুবান্ধব ও পরিবারের কাছ থেকে শিখি, তখন আমরা ঐগুলো অতিদ্রুত ভুলে যাই। সুতরাং সঠিকভাবে বলা যায় যে অভিজ্ঞতা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এভাবে অভিজ্ঞতার দ্বারা লব্ধজ্ঞান মানুষকে আরো পরিপক্ব হতে সাহায্য করে। এটি সাহস ও সফল ধারায় যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে আমাদেরকে প্রস্তুত করে।