Amplification : If winter comes, can spring be far behind?

Amplification


If winter comes, can spring be far behind?

দুঃখ এসে সুখ কি দূরে পরে থাকতে পারে?


It's always darkest before the dawn.

আলোর পূর্বে সর্বদা অমানিশা থাকে।

মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে। 


Main idea : Good and evil, joys and suffering come by turns. Sorrow in life is followed by moments of pleasure. 

Amplification : Human life is an amalgamation of joys and sorrows. Nothing is permanent here. We can't get life of unmixed blessings. Man gets enlightened through pain and suffering. Man always hankers after happiness. It is his most desired target. When adversity overtakes a man, he loses all hope and becomes a pessimist. We have to remember that our sorrowful days will disappear and the new ray of sun will emerge. Evil times are like washing machines, they twist, turn and knock us around but at last, we come out cleaner, brighter and better than before. After a time of death comes a time of rebirth and renewal. Winter is the time of death and deadening while spring is the time of rebirth. The appearance of the winter can be felt as the coming of a tragic situation. It is a period of waiting, agony and pain while the appearance of spring can symbolize the return of the state of happiness or the start of the long awaited state of fulfillment. Thus, we have to take patience and get courage to face the evil. Our patience and forbearance will lead us to sip in pleasures. 

বঙ্গানুবাদ

মূলভাব : ভালো ও মন্দ, আনন্দ ও দুঃখকষ্ট পর্যায়ক্রমে আসে। জীবনে দুঃখ আনন্দের মুহূর্তের পরেই আসে। 

ভাবসম্প্রসারণ : মানবজীবন আনন্দ ও দুঃখের সংমিশ্রণ। এখানে কোনো কিছুই স্থায়ী নয়। আমরা অমিশ্রিত আশির্বাদের জীবন পেতে পারি না। মানুষ ব্যথা ও দুঃখকষ্টের মধ্য দিয়ে আলোক প্রাপ্ত হয়। মানুষ সর্বদা সুখের জন্য লালায়িত। এটি তার সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য। যখন দৈবদুর্বিপাক একজন মানুষকে ছাড়িয়ে যায়, তখন সে তার সকল আশা হারিয়ে ফেলে এবং একজন দুঃখবাদী হয়। আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের দুঃখপূর্ণ দিন অন্তর্হিত হবে এবং সূর্যের নতুন রশ্মি নির্গত হবে। মন্দ সময় কাপড় কাঁচার যন্ত্রের মতো, তারা আমাদের চতুর্দিকে মোচড়াবে, ঘুরাবে ও আঘাত করবে কিন্তু শেষ পর্যন্ত আমরা আগের চেয়ে অধিকতর পরিষ্কার, উজ্জ্বল ও ভালো মানুষ হিসেবে আবির্ভূত হবো। মৃত্যুর পরে পুনর্জন্ম ও নবায়নের সময় আসবে। শীতকাল হলো মৃত্যু ও নিস্তেজ করার সময় যে অবস্থায় বসন্তকাল পুনর্জন্মের সময়। শীতের আবির্ভাব বিষাদময় পরিস্থিতি উপনীত হওয়ার মতো অনুভব করা যেতে পারে। এটি একটি অপেক্ষা, মৃত্যুযন্ত্রণা বেদনার সময় যে অবস্থায় বসন্তের আবির্ভাবকে সুখের অবস্থায় ফিরে আসা হিসেবে প্রতীকায়িত করা যেতে পারে অথবা পরিপূর্ণতার দীর্ঘ অপেক্ষিত অবস্থার সূচনা। সুতরাং অশুভকে মোকাবিলা করতে আমাদের ধৈর্য ও সাহস থাকতে হবে। আমাদের ধৈর্য ও সহাশক্তি আনন্দে পানীয়ে চুমুক দিতে আমাদেরকে পরিচালিত করবে।
Post a Comment (0)
Previous Post Next Post